ণত্ব ও ষত্ব বিধান

26. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ- এর প্রয়োগ হলে তা কি হয়?

  • ক. স হয়
  • খ. অবিকৃত থাকে
  • গ. বিকৃত হয়
  • ঘ. ম হয়

উত্তরঃ অবিকৃত থাকে

বিস্তারিত

27. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- এমন উদাহরণ কোনটি?

  • ক. কৃষক
  • খ. বর্ষা
  • গ. কাষ্ট
  • ঘ. ঔষধ

উত্তরঃ ঔষধ

বিস্তারিত

28. ‘শোণিত’ কোন বিধান?

  • ক. ষ-ত্ব বিধানের
  • খ. ণ-ত্ব বিধান
  • গ. ভাষা বিধান
  • ঘ. কোনটি না

উত্তরঃ কোনটি না

বিস্তারিত

29. কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ নয়?

  • ক. পূর্বাহ্ন
  • খ. বণ্টন
  • গ. পরায়ণ
  • ঘ. প্রনষ্ট

উত্তরঃ প্রনষ্ট

বিস্তারিত

30. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আচার্যনী
  • খ. আচার্যানী
  • গ. আচাযানি
  • ঘ. আর্চার্যানি

উত্তরঃ আচার্যানী

বিস্তারিত

32. নিচের কোন উক্তিটি সঠিক?

  • ক. ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
  • খ. বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়
  • গ. দেশী ও বিদেশী শব্দে ‘ষ’ হয়
  • ঘ. তদ্ভব, দেশী ও বিদেশী শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়

উত্তরঃ ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না

বিস্তারিত

33. নিচের কোন বানানটি সঠিক?

  • ক. ধূলিসাৎ
  • খ. ধুলিসাত
  • গ. ধূলিশাৎ
  • ঘ. ধুলিসাৎ

উত্তরঃ ধূলিসাৎ

বিস্তারিত

34. নিচের কোনটি শুদ্ধ?

  • ক. ত-এর পর ‘ন’ ‘ণ’ হয়
  • খ. ট-এর পর ‘ন’ ‘ণ’ হয়
  • গ. ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়
  • ঘ. প-এর পর ‘ন’ ‘ণ’ হয়

উত্তরঃ ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়

বিস্তারিত

35. কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?

  • ক. হরিণ, বন্ধন, সোণা
  • খ. প্রাণ, খ্রিষ্টান, পোসা
  • গ. কণ্ঠ, ষ্টেশন, জিনিষ
  • ঘ. ঔষধ, বীণা, ত্রিনয়ন

উত্তরঃ ঔষধ, বীণা, ত্রিনয়ন

বিস্তারিত

36. কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?

  • ক. তৎসম
  • খ. বিদেশী
  • গ. সংস্কৃত
  • ঘ. তদ্ভব

উত্তরঃ বিদেশী

বিস্তারিত

37. ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হলে কি সমস্যা দেখা যায়?

  • ক. অর্থের পার্থক্য ঘটে না
  • খ. অর্থের পার্থক্য ঘটে
  • গ. অর্থের রূপ পরিবর্তিত হয়
  • ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়

উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে

বিস্তারিত

38. অভিষেক ও সুযুপ্ত শব্দদ্বয় ষ-ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে?

  • ক. স্বভাবতই ষ হয়েছে
  • খ. ব্যঞ্জনবর্ণের পরে ষ স্থান করে নিয়েছে
  • গ. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
  • ঘ. বাংলা ক্রিয়াপদ অনুযায়ী ষ ব্যবহৃত হয়েছে

উত্তরঃ ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে

বিস্তারিত

39. কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ?

  • ক. ত্রিনয়ন, সর্বনাম
  • খ. পোশাক, মাস্টার
  • গ. করি, দেশী
  • ঘ. আষাঢ়, ঊষা

উত্তরঃ আষাঢ়, ঊষা

বিস্তারিত

40. ণ-ত্ব ও ষ-ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি?

  • ক. নম
  • খ. নিত্য
  • গ. নতি
  • ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব জ্ঞান

উত্তরঃ নতি

বিস্তারিত

41. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. পরিস্কার
  • খ. তিরস্কার
  • গ. আবিস্কার
  • ঘ. নমষ্কার

উত্তরঃ তিরস্কার

বিস্তারিত

42. ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ?

  • ক. অর্থের পার্থক্য ঘটে না
  • খ. অর্থের পার্থক্য ঘটে
  • গ. অর্থের রূপ পরিবর্তিত হয়
  • ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়

উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে

বিস্তারিত

43. 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?

  • ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
  • খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
  • গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
  • ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী

উত্তরঃ স্বাভাবিক নিয়মনুযায়ী

বিস্তারিত

49. নিচের কোনটিতে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না ?

  • ক. সমাসযুক্ত তৎসম শব্দে
  • খ. সন্ধিযুক্ত তৎসম শব্দে
  • গ. প্রত্যয়যুক্ত তৎসম শব্দে
  • ঘ. অব্যয়যুক্ত তৎসম শব্দে

উত্তরঃ প্রত্যয়যুক্ত তৎসম শব্দে

বিস্তারিত

50. নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে ?

  • ক. পরিস্কার
  • খ. ধূলিসাৎ
  • গ. পুরস্কার
  • ঘ. মাষ্টার

উত্তরঃ পরিস্কার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects