ণত্ব ও ষত্ব বিধান

101. কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয় ?

  • ক. রামায়ণ
  • খ. দন্ত
  • গ. লাবণ্য, কণিকা
  • ঘ. বর্ণ

উত্তরঃ লাবণ্য, কণিকা

বিস্তারিত

102. সমাসবদ্ধ শব্দে দু' পদের অর্থের প্রাধান্য থাকলে ণ -ত্ব বিধান খাটে না এরূপ ক্ষেত্রে ন হয়। উদাহরণ কোনটি ?

  • ক. অনুষঙ্গ
  • খ. যতন
  • গ. রতন
  • ঘ. ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি

উত্তরঃ ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি

বিস্তারিত

104. খাঁটি বাংলা শব্দে ষ হয় না।এর উদাহরণ কোনটি ?

  • ক. অগ্নিসাৎ, ধুলিসাৎ
  • খ. কষ্ট, কাষ্ট
  • গ. করিস, বাস
  • ঘ. পোশাক, জিনিস

উত্তরঃ করিস, বাস

বিস্তারিত

105. 'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ?

  • ক. স্বাভাবিক নিয়মে
  • খ. ষ-ত্ব বিধান
  • গ. ণ-ত্ব বিধান
  • ঘ. প -বর্গের পর ষ হয়

উত্তরঃ স্বাভাবিক নিয়মে

বিস্তারিত

106. ষ -ত্ব বিধানের স্বাভাবিকভাবে ষ হয়েছে কোন শব্দে ?

  • ক. মানুষ
  • খ. বর্ষা
  • গ. নষ্ট
  • ঘ. বিষয়

উত্তরঃ মানুষ

বিস্তারিত

107. কোন শব্দে স্বভাবতই ষ হয় ?

  • ক. বাম
  • খ. আষাঢ়
  • গ. সুমনা
  • ঘ. ষষ্ঠী

উত্তরঃ আষাঢ়

বিস্তারিত

108. অ,আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর ষ এর প্রয়োগ হলে, তা কি হয় ?

  • ক. স হয়
  • খ. অবিকৃত থাকে
  • গ. বিকৃত হয়
  • ঘ. শ হয়

উত্তরঃ অবিকৃত থাকে

বিস্তারিত

109. সংস্কৃত সাৎ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ?

  • ক. তালব্য শ হয় না
  • খ. দন্ত স হয় না
  • গ. মূর্ধন্য ষ হয় না
  • ঘ. মূর্ধন্য ণ হয় না

উত্তরঃ মূর্ধন্য ষ হয় না

বিস্তারিত

110. অভিষেক এবং সুষুপ্ত ষ -ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ?

  • ক. স্বভাবতই ষ হয়েছে
  • খ. স্বরবর্ণের পরে ষ হয়েছে
  • গ. ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে

বিস্তারিত

111. ঋ, র, ষ এর পরে কি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয় ?

  • ক. শ, ষ, স
  • খ. য, ব, হ
  • গ. হ, র, ল
  • ঘ. চ, ছ, জ

উত্তরঃ য, ব, হ

বিস্তারিত

112. আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ?

  • ক. আষাঢ়, ঊষা
  • খ. পোশাক, জিনিস
  • গ. পোশাক, আষাঢ়
  • ঘ. ধূলিসাৎ, অগ্নিসাৎ

উত্তরঃ পোশাক, জিনিস

বিস্তারিত

113. বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কি অবস্থায় পাওয়া যায় ?

  • ক. বিকৃত
  • খ. অবিকৃত
  • গ. বিকৃত ও অবিকৃত
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অবিকৃত

বিস্তারিত

114. কোথায় 'ণ' লেখার প্রয়োজন হয় না ?

  • ক. খাঁটি বাংলা শব্দে
  • খ. খাঁটি বাংলা ও দেশী শব্দে
  • গ. খাঁটি বাংলা ও বিদেশী শব্দে
  • ঘ. দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে

উত্তরঃ দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে

বিস্তারিত

115. ট ও ঠ এর আগে মূর্ধন্য ষ হয়। উদাহরণ কোনটি ?

  • ক. কৃষক, তৃষ্ণা
  • খ. বিষয়
  • গ. বিষ
  • ঘ. কষ্ট, কাষ্ট

উত্তরঃ কষ্ট, কাষ্ট

বিস্তারিত

116. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

  • ক. কষ্ট
  • খ. উপনিষৎ
  • গ. কল্যাণীয়েষু
  • ঘ. আষাঢ়

উত্তরঃ আষাঢ়

বিস্তারিত

117. ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?

  • ক. ষ-ত্ব বিধানের
  • খ. ণ-ত্ব বিধান
  • গ. র-ত্ব বিধান
  • ঘ. ব-ত্ব বিধান

উত্তরঃ ষ-ত্ব বিধানের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects