পঙ্ক্তি ও বক্তা
151. 'তিনি ব্যক্তি নহেন, তিনি একটি প্রতিষ্ঠান' - উক্তিটি কার?
- ক. আচার্য ক্ষিতিমোহন সেনের
 - খ. বুদ্ধদেব বসুর
 - গ. আশুতোষ ভট্টাচার্যের
 - ঘ. নবীনচন্দ্র সেনের
 
উত্তরঃ আচার্য ক্ষিতিমোহন সেনের
152. 'আছে মা তোমার মুখে স্বর্গের কিরণ' পংক্তিটি রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে রচনা করেছিলেন?
- ক. ইন্দিরা দেবী
 - খ. কাদম্বরী দেবী
 - গ. স্বর্ণকুমারী দেবী
 - ঘ. প্রমীলা দেবী
 
উত্তরঃ ইন্দিরা দেবী
- ক. কাজী নজরুল ইসলাম
 - খ. শামসুর রাহমান
 - গ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - ঘ. চণ্ডীদাস
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. সুকুমার রায়
 - গ. ফররুখ আহমদ
 - ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
 
উত্তরঃ সুকুমার রায়
- ক. সুফিয়া কামাল
 - খ. শামসুর রাহমান
 - গ. আবু জাফর ওবায়দুল্লাহ
 - ঘ. আহসান হাবিব
 
উত্তরঃ আহসান হাবিব
156. দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নীচে ফেলে! -পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
 - খ. সত্যেন্দ্রনাথ দত্ত
 - গ. আহসান হাবীব
 - ঘ. কবি জসীমউদ্দীন
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
157. 'Response of the living and non-living' কার রচনা?
- ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
 - খ. জগদীশচন্দ্র বসু
 - গ. প্রমথ চৌধুরী
 - ঘ. নওশের আলী খান ইউসুফ জয়ী
 
উত্তরঃ জগদীশচন্দ্র বসু
158. 'আম্মা! তার লাল তেরি খুন কিয়া খুনিয়া' -এই পংক্তির কোন শব্দটি বাংলা শব্দ?
- ক. আম্মা
 - খ. লাল
 - গ. খুন
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ কোনটিই নয়
159. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এ ইচ্ছা কে প্রকাশ করেছেন?
- ক. কামিনী রায়
 - খ. কাজী নজরুল ইসলাম
 - গ. রফিক আজাদ
 - ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. মানসী
 - খ. সোনার তরী
 - গ. বলাকা
 - ঘ. চিত্রা
 
উত্তরঃ সোনার তরী
161. 'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' -কবিতাংশটি কার লেখা?
- ক. সৈয়দ শামসুল হক
 - খ. সুকান্ত ভট্টাচার্য
 - গ. মোহাম্মদ মনিরুজ্জামান
 - ঘ. জীবনানন্দ দাশ
 
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
162. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এই চরণটি কার লেখা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. কাজী নজরুল ইসলাম
 - গ. জীবনানন্দ দাশ
 - ঘ. ফররুখ আহমদ
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
163. 'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়' -মেয়েটি কে?
- ক. কদম ফুল
 - খ. হিজল ফুল
 - গ. আজিকার রোদে
 - ঘ. ঘোলাটে মেঘ
 
উত্তরঃ কদম ফুল
164. 'এ ধার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ।' -কোন কবির উক্তি?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
 - খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - গ. শেক্সপিয়ার
 - ঘ. শামসুর রাহমান
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
165. 'মামা আমার ছুটি হয়েছে?' 'ছুটি' গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে?
- ক. ছুটি পড়ার পর বিশ্রাম নেয়া যাবে
 - খ. ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে
 - গ. ছুটি হলে সে মনের আনন্দে বেড়াতে পারবে
 - ঘ. ছুটি হলে সে লেখা পড়ার চাপ থেকে মুক্তি পাবে
 
উত্তরঃ ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে
166. "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. জসীম উদ্দীন
 - খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
 - গ. মোহিতলাল মজুমদার
 - ঘ. জীবনানন্দ দাশ
 
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
167. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।। পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. গোলাম মোস্তফা
 - খ. সুফিয়া কামাল
 - গ. সত্যেন্দ্রনাথ দত্ত
 - ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
168. 'ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ'- কে বলেছেন?
- ক. ডঃ নীলিমা ইব্রাহীম
 - খ. ডঃ আহম্মদ শরীফ
 - গ. মুনীর চৌধুরী
 - ঘ. ডঃ মুহম্মদ রফিকুল ইসলাম
 
উত্তরঃ মুনীর চৌধুরী
169. "বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ........." এই পঙতিটি কার লেখা?
- ক. পাগলা কানাই
 - খ. সিরাজ সাঁই
 - গ. লালন শাহ
 - ঘ. মদন বাউল
 
উত্তরঃ লালন শাহ
170. "আগে কি সুন্দর দিন কাটাইতাম"-- এই গানটির সুরকার কে?
- ক. শাহ আবদুল করিম
 - খ. সত্য সাহা
 - গ. সঞ্জীব চৌধুরী
 - ঘ. বাপ্পা মজুমদার
 
উত্তরঃ শাহ আবদুল করিম
171. "স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে"- গানটি কার রচনা?
- ক. শামসুর রাহমান
 - খ. গাজী মাজহারুল আনোয়ার
 - গ. মোহাম্মদ মনিরুজ্জামান
 - ঘ. আজিজুর রহমান
 
উত্তরঃ শামসুর রাহমান
- ক. অমিত রায়
 - খ. জীবনানন্দ দাশ
 - গ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - ঘ. কবি কালিদাস
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর