পঙ্ক্তি ও বক্তা

151. 'তিনি ব্যক্তি নহেন, তিনি একটি প্রতিষ্ঠান' - উক্তিটি কার?

  • ক. আচার্য ক্ষিতিমোহন সেনের
  • খ. বুদ্ধদেব বসুর
  • গ. আশুতোষ ভট্টাচার্যের
  • ঘ. নবীনচন্দ্র সেনের

উত্তরঃ আচার্য ক্ষিতিমোহন সেনের

বিস্তারিত

152. 'আছে মা তোমার মুখে স্বর্গের কিরণ' পংক্তিটি রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে রচনা করেছিলেন?

  • ক. ইন্দিরা দেবী
  • খ. কাদম্বরী দেবী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. প্রমীলা দেবী

উত্তরঃ ইন্দিরা দেবী

বিস্তারিত

153. কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শামসুর রাহমান
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. চণ্ডীদাস

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

154. বিদ্যে বোঝায় বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? -এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সুকুমার রায়
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সুকুমার রায়

বিস্তারিত

155. 'পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে।' -এই কবিতাংশটুকু কোন কবির রচনা?

  • ক. সুফিয়া কামাল
  • খ. শামসুর রাহমান
  • গ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • ঘ. আহসান হাবিব

উত্তরঃ আহসান হাবিব

বিস্তারিত

156. দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নীচে ফেলে! -পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. আহসান হাবীব
  • ঘ. কবি জসীমউদ্দীন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

157. 'Response of the living and non-living' কার রচনা?

  • ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • খ. জগদীশচন্দ্র বসু
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. নওশের আলী খান ইউসুফ জয়ী

উত্তরঃ জগদীশচন্দ্র বসু

বিস্তারিত

159. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এ ইচ্ছা কে প্রকাশ করেছেন?

  • ক. কামিনী রায়
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রফিক আজাদ
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

161. 'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' -কবিতাংশটি কার লেখা?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

162. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এই চরণটি কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

163. 'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়' -মেয়েটি কে?

  • ক. কদম ফুল
  • খ. হিজল ফুল
  • গ. আজিকার রোদে
  • ঘ. ঘোলাটে মেঘ

উত্তরঃ কদম ফুল

বিস্তারিত

164. 'এ ধার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ।' -কোন কবির উক্তি?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শেক্সপিয়ার
  • ঘ. শামসুর রাহমান

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

165. 'মামা আমার ছুটি হয়েছে?' 'ছুটি' গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে?

  • ক. ছুটি পড়ার পর বিশ্রাম নেয়া যাবে
  • খ. ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে
  • গ. ছুটি হলে সে মনের আনন্দে বেড়াতে পারবে
  • ঘ. ছুটি হলে সে লেখা পড়ার চাপ থেকে মুক্তি পাবে

উত্তরঃ ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে

বিস্তারিত

166. "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে"- পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. জসীম উদ্দীন
  • খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • গ. মোহিতলাল মজুমদার
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

167. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।। পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. সুফিয়া কামাল
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

168. 'ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ'- কে বলেছেন?

  • ক. ডঃ নীলিমা ইব্রাহীম
  • খ. ডঃ আহম্মদ শরীফ
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. ডঃ মুহম্মদ রফিকুল ইসলাম

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

169. "বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ........." এই পঙতিটি কার লেখা?

  • ক. পাগলা কানাই
  • খ. সিরাজ সাঁই
  • গ. লালন শাহ
  • ঘ. মদন বাউল

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

170. "আগে কি সুন্দর দিন কাটাইতাম"-- এই গানটির সুরকার কে?

  • ক. শাহ আবদুল করিম
  • খ. সত্য সাহা
  • গ. সঞ্জীব চৌধুরী
  • ঘ. বাপ্পা মজুমদার

উত্তরঃ শাহ আবদুল করিম

বিস্তারিত

171. "স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে"- গানটি কার রচনা?

  • ক. শামসুর রাহমান
  • খ. গাজী মাজহারুল আনোয়ার
  • গ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • ঘ. আজিজুর রহমান

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

172. ‘যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূঁজায় তারি আপনার দিতে চাই বলি।’ চরণটির রচয়িতা---

  • ক. অমিত রায়
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কবি কালিদাস

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects