পঙ্ক্তি ও বক্তা
- ক. নিমন্ত্রণ
 - খ. কবর
 - গ. পল্লী জননী
 - ঘ. পাস্কেল
 
উত্তরঃ কবর
- ক. নজরুল, কাফেলা
 - খ. রবীন্দ্রনাথ, ঝড়
 - গ. ফররুখ সাত সাগরের মাঝি
 - ঘ. আল মাহমুদ, বন্য স্বপ্নেরা
 
উত্তরঃ ফররুখ সাত সাগরের মাঝি
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. মোহাম্মদ মনিরুজ্জামান
 - গ. সত্যেন্দ্রনাথ দত্ত
 - ঘ. নির্মলেন্দু গুণ
 
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
79. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।’ পঙ্ক্তিদ্বয় কোন কবিতা হতে নেওয়া হয়েছে?
- ক. মানুষকে
 - খ. শহীদ স্মরণে
 - গ. পরার্থে
 - ঘ. মানব কল্যাণ
 
উত্তরঃ পরার্থে
80. ‘সকলের .... সকলে আমরা।’ শুন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
- ক. জন্য
 - খ. উপরে
 - গ. কাজে
 - ঘ. তরে
 
উত্তরঃ তরে
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. সুকুমার রায়
 - গ. ফররুখ আহমেদ
 - ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
 
উত্তরঃ সুকুমার রায়
82. ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” কার রচনা?
- ক. সিকানদার আবু জাফর
 - খ. হাসান হাফিজুর রহমান
 - গ. সুকুমার রায়
 - ঘ. সুকান্ত ভট্টচার্য
 
উত্তরঃ সুকুমার রায়
- ক. স্বাধীনতা তুমি
 - খ. গর্জে উঠো স্বাধীনতা
 - গ. গুড মর্নিং বাংলাদেশ
 - ঘ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
 
উত্তরঃ তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
84. ‘এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা’ উক্তিটি কার?
- ক. শামসুর রাহমান
 - খ. হাসান হাফিজুর রহমান
 - গ. সৈয়দ শামসুল হক
 - ঘ. আশরাফ সিদ্দিকী
 
উত্তরঃ শামসুর রাহমান
85. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ --- এই কবিতাংশটুকুর কবি কে?
- ক. শামসুর রাহমান
 - খ. সুফিয়া কামাল
 - গ. জীবনানন্দ দাশ
 - ঘ. কাজী নজরুল ইসলাম
 
উত্তরঃ সুফিয়া কামাল
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. মাহমুদা খাতুন সিদ্দিকা
 - গ. শামসুর রাহমান
 - ঘ. বেগম সুফিয়া কামাল
 
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
87. ‘ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে?
- ক. বেগম সুফিয়া কামাল
 - খ. সুফিয়া আহম্মেদ
 - গ. আহসান হাবীব
 - ঘ. সানাউল হক
 
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
88. ‘মোদের গরব, মোদর আশা অ মরি বাংল ভাষা।’ রচয়িতা-
- ক. রামনিধি গুপ্ত
 - খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - গ. অতুল প্রসাদ সেন
 - ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
 
উত্তরঃ অতুল প্রসাদ সেন
89. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা-
- ক. রামনারায়ণ তর্করত্ন
 - খ. বিহারী লাল
 - গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
 - ঘ. মদনমোহদন তর্কালংকার
 
উত্তরঃ মদনমোহদন তর্কালংকার
- ক. সুফিয়া কামাল
 - খ. জসীম উদ্দীন
 - গ. আহসান হাবীব
 - ঘ. শামসুর রাহমান
 
উত্তরঃ আহসান হাবীব
91. ‘বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা?
- ক. কবি গোবিন্দ চন্দ্র দাশ
 - খ. কবি ইদ্রিস আলী
 - গ. কবি নজরুল ইসলাম
 - ঘ. কবি জসীম উদ্দীন
 
উত্তরঃ কবি গোবিন্দ চন্দ্র দাশ
92. যে বইতে যাযাবর বলেছেন ‘আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ’ তার নাম-
- ক. বৃষ্টিপাত
 - খ. কৃষ্টিপাত
 - গ. জামপাত
 - ঘ. দৃষ্টিপাত
 
উত্তরঃ দৃষ্টিপাত
- ক. মুসাফির
 - খ. জলে ডাঙ্গায়
 - গ. দেশে বিদেশে
 - ঘ. শবনম
 
উত্তরঃ দেশে বিদেশে
94. “........... কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে।” কবিতাংশটি কোন কবির রচনা?
- ক. বিষ্ণু দে
 - খ. জীবনান্দ দাশ
 - গ. যতীন্দ্রমোহন বাগচী
 - ঘ. কামিনী রায়
 
উত্তরঃ বিষ্ণু দে
- ক. ফররুখ আহমেদ
 - খ. ইসমাইল হোসেন সিরাজী
 - গ. কায়কোবাদ
 - ঘ. গোলাম মোস্তফা
 
উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
96. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি’- উক্তিটি করেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. কাজী নজরুল ইসলাম
 - গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
 - ঘ. মাওলানা আকরাম খাঁ
 
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ
97. ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?
- ক. নির্মলেন্দু গুণ
 - খ. সিকান্দার আবু জাফর
 - গ. শামসুর রহমান
 - ঘ. হায়াৎ মাহমুদ
 
উত্তরঃ শামসুর রহমান
98. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
- ক. আব্দুল লতিফ
 - খ. আব্দুল করিম
 - গ. লুৎফর রহমান
 - ঘ. হাসান আলী
 
উত্তরঃ আব্দুল লতিফ
99. ‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধৃমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি।’ এর রচয়িতা-
- ক. জহির রায়হান
 - খ. গাফফার চৌধুরী
 - গ. শামসুর রহমান
 - ঘ. মাহবুব আলম চৌধুরী
 
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী
- ক. ইব্রাহীম কার্দি
 - খ. দিলীপ
 - গ. মন্নুবেগ
 - ঘ. জরিনা
 
উত্তরঃ ইব্রাহীম কার্দি