বাংলা উপন্যাস

76. ”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা--

  • ক. আবুল মনসুর আহমদ
  • খ. আবু জাফর শামসুদ্দীন
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

78. অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?

  • ক. পল্লী সমাজ
  • খ. শ্রীকান্ত
  • গ. চন্দ্রনাথ
  • ঘ. পথের দাবী

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

79. কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. রমেশচন্দ্র দত্ত
  • ঘ. তারাশঙ্কর

উত্তরঃ রমেশচন্দ্র দত্ত

বিস্তারিত

80. বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?

  • ক. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. মানিক বন্দোপাধ্যায়
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

81. 'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. আকবর হোসেন
  • খ. অন্নদাশঙ্কর রায়
  • গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
  • ঘ. শওকত আলী

উত্তরঃ আকবর হোসেন

বিস্তারিত

82. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. সীতারাম
  • গ. চঞ্চলা
  • ঘ. কুহেলিকা

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

83. 'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. জহির রায়হান
  • খ. সৈয়দ এমদাদ আলী
  • গ. হুমায়ুন আহমেদ
  • ঘ. প্রমথ নাথ বিশী

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

84. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম---

  • ক. গোবিন্দলাল ও রোহিনী
  • খ. সুরেশ ও অচলা
  • গ. মধুসূনদ ও কুমুদিনি
  • ঘ. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী

উত্তরঃ গোবিন্দলাল ও রোহিনী

বিস্তারিত

85. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. জাহান্নাম হইতে বিদায়
  • খ. জননী
  • গ. কর্ণফুলী
  • ঘ. সূর্য দীঘল বাড়ি

উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়

বিস্তারিত

86. কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়?

  • ক. শেষ বিকেলের মেয়ে
  • খ. তৃষ্ণা
  • গ. নিষ্কৃতি
  • ঘ. কয়েকটি মৃত্যূ

উত্তরঃ নিষ্কৃতি

বিস্তারিত

87. আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?

  • ক. বঙ্গভঙ্গ
  • খ. তেভাগা আন্দোলন
  • গ. মুক্তিযুদ্ধ
  • ঘ. ভাষা আন্দোলন

উত্তরঃ মুক্তিযুদ্ধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects