বাংলা উপন্যাস

51. 'অপরাজিত' কোন শ্রেণীর রচনা?

  • ক. নাটক
  • খ. প্রহসন
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

52. নিচের কোনটি সঠিক?

  • ক. বিদ্রোহী-কাব্যগ্রন্থ
  • খ. শেষের কবিতা-নাট্যকাব্য
  • গ. বিষবৃক্ষ-উপন্যাস
  • ঘ. নৌকাডুবি-গল্পগ্রন্থ

উত্তরঃ বিষবৃক্ষ-উপন্যাস

বিস্তারিত

53. নিচের কোনটি উপন্যাস নয়?

  • ক. যাপিত জীবন
  • খ. খোয়াবনামা
  • গ. পথ জানা নাই
  • ঘ. ওল্কার

উত্তরঃ পথ জানা নাই

বিস্তারিত

54. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. সীতারাম
  • গ. চঞ্চলা
  • ঘ. কুহেলিকা

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

55. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?

  • ক. হুতোম প্যাঁচার নকশা
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. আলালের ঘরের দুলাল
  • ঘ. গোরা

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

56. প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি?

  • ক. মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
  • খ. বামারঞ্জিকা
  • গ. ব্রজবিলাস
  • ঘ. বামাতোষিণী

উত্তরঃ ব্রজবিলাস

বিস্তারিত

57. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

  • ক. কপালকুন্ডলা
  • খ. রামের সুমতি
  • গ. হাজার বছর ধরে
  • ঘ. যোগাযোগ

উত্তরঃ কপালকুন্ডলা

বিস্তারিত

58. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. বিষাদসিন্ধু
  • ঘ. বাঁধনহারা

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

59. বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

60. 'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কি?

  • ক. দুর্গা দেবীর কন্যা
  • খ. দুর্গের অধিবাসী
  • গ. দুর্গাধিপতী
  • ঘ. দুর্গ প্রধানের কন্যা

উত্তরঃ দুর্গ প্রধানের কন্যা

বিস্তারিত

61. প্রথম বাংলা উপন্যাস হল--

  • ক. দুর্গেশনন্দিনী
  • খ. হুতোম প্যাঁচার নকশা
  • গ. আলালের ঘরের দুলাল
  • ঘ. রায়নন্দিনী

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

62. 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. কাব্য
  • খ. প্রবন্ধ
  • গ. নাটক
  • ঘ. উপন্যাস

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

63. 'ইচ্ছামতী' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

64. মুহম্মদ মুস্তাফার জীবনালেখ্য আছে কোন উপন্যাসে?

  • ক. ইছামতী
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. অহিংস
  • ঘ. কাঁদো নদী কাঁদো

উত্তরঃ কাঁদো নদী কাঁদো

বিস্তারিত

65. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য বিষয়?

  • ক. চৈতালী ঘূর্ণি
  • খ. একটি কালো মেয়ের কথা
  • গ. শহরতলী
  • ঘ. চতুষ্কোণ

উত্তরঃ একটি কালো মেয়ের কথা

বিস্তারিত

66. নিচের কোন উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় নয়?

  • ক. অহিংসা
  • খ. জননী
  • গ. ইতিকথার পরের কথা
  • ঘ. গণদেবতা

উত্তরঃ গণদেবতা

বিস্তারিত

68. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের প্রধান উপজীব্য--

  • ক. সাহিত্যিকদের জীবনাভূতি
  • খ. নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি
  • গ. রাজ্য ও রাজার কল্পকাহিনী
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি

বিস্তারিত

69. নিচের কোন উপন্যাসটি গ্রামীণ পটভূমিকায় রচিত?

  • ক. লালসালু
  • খ. সূর্যদীঘল বাড়ি
  • গ. জননী
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

70. সেলিনা হোসেন রচিত উপন্যাস নয় কোনটি?

  • ক. হাঙর নদী গ্রেনেড
  • খ. খোয়াবনামা
  • গ. পোকামাকড়ের ঘরবসতি
  • ঘ. যাপিত জীবন

উত্তরঃ খোয়াবনামা

বিস্তারিত

71. বিষাদ-সিন্ধু উপন্যাসের লেখকের নাম ---

  • ক. কাজী ইমদাদুল হক
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

72. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

  • ক. দেবেশ রায়ের 'তিস্তা পাড়ের বৃত্তান্ত'
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
  • গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখী'
  • ঘ. অভিজিৎ সেনের 'রহুচন্ডালের হাড়'

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'

বিস্তারিত

73. কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি?

  • ক. কপালকুণ্ডলা
  • খ. মৃণালিনী
  • গ. বিষবৃক্ষ
  • ঘ. দেবদাস

উত্তরঃ দেবদাস

বিস্তারিত

74. 'গায়ত্রী সন্ধ্যা' কার রচনা?

  • ক. রিজিয়া রহমান
  • খ. দিলারা হাশেম
  • গ. আকিমুন রহমান
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

75. ‘উত্তর পুরুষ’ উপন্যাসের রচয়িতা-

  • ক. রশিদ করিম
  • খ. দিলারা হাশেম
  • গ. রাজিয়া রহমান
  • ঘ. জাহেদা রহমান

উত্তরঃ রশিদ করিম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects