ভাষারীতি
51. 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
- ক. সংখ্যাজনিত
 - খ. ব্যাখ্যাজনিত
 - গ. বচনজনিত
 - ঘ. সংগাজনিত
 
উত্তরঃ বচনজনিত
52. 'অজ্ঞান' কে 'অজ্ঞানতা' শব্দের দ্বারা প্রকাশ যে ধরনের অপপ্রয়োগ--
- ক. সংখ্যাজনিত
 - খ. বাহুল্যজনিত
 - গ. বছনজনিত
 - ঘ. সংগাজনিত
 
উত্তরঃ বাহুল্যজনিত
53. 'বিচিত চিন্তা' কৃতি-লেখক আহমেদ শরীফের শ্রেষ্ঠ কৃতী এখানে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
- ক. কারকের
 - খ. পদের
 - গ. বচনের
 - ঘ. বিভক্তির
 
উত্তরঃ পদের
54. 'আপনার একান্ত বাধ্যগত' এখানে 'বাধ্যগত' যে কারনে অশুদ্ধ----
- ক. সন্ধিগত
 - খ. বচনগত
 - গ. শব্দের গঠনগত
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ শব্দের গঠনগত
55. 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ--
- ক. শব্দ প্রয়োগজনিত
 - খ. অপ্রয়োজনিত
 - গ. শব্দের গঠনগত
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ শব্দ প্রয়োগজনিত
58. সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
- ক. সর্বনাম ও বিশেষ্য
 - খ. ক্রিয়া ও সর্বনাম
 - গ. ক্রিয়া ও অব্যয়
 - ঘ. অবয় ও ক্রিয়া
 
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
59. সাধুও চলিত রীতিতে অভিন্নরূপেব্যবহৃত হয়?
- ক. অব্যয়
 - খ. সম্বোধন পদ
 - গ. সর্বনাম
 - ঘ. ক্রিয়া
 
উত্তরঃ অব্যয়
There are no comments yet.