বাগধারা
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. শিরে সংক্রান্তি
- গ. শিব সংক্রান্তি
- ঘ. পৌষ সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
53. বাগধারার অর্থ নির্ণয় করুন ‘ধামাধরা’।
- ক. কপট গাম্ভীর্য
- খ. চাটুকারিতা
- গ. পরিপাটি থাকা
- ঘ. মিথ্যা বলা
উত্তরঃ চাটুকারিতা
54. ‘পটল তোলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. পটল গাছ থেকে পটল তোলা
- খ. পটল খাওয়া
- গ. মারা যাওয়া
- ঘ. ফেল করা
উত্তরঃ মারা যাওয়া
55. ‘আঠারো মাসে বছর’ এ বাগধারটির অর্থ হলো -
- ক. সময়ানুবর্তিতা
- খ. আলস্য
- গ. অকর্মণ্য
- ঘ. দীর্ঘসূত্রতা
উত্তরঃ দীর্ঘসূত্রতা
56. ‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কি?
- ক. সেবা করা
- খ. অপরাধ করা
- গ. চুরি করা
- ঘ. নষ্ট করা
উত্তরঃ চুরি করা
57. ‘নিতান্ত মন্দভাগ্য’ বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
- ক. আটকপালে
- খ. ছাপোষা
- গ. ইঁদুর কপালে
- ঘ. ব্যাঙের আধুলি
উত্তরঃ ইঁদুর কপালে
58. ‘ম্যাও ধরা’ বাগধারাটির অর্থ কি?
- ক. ভান করা
- খ. উভয় সংকট
- গ. দায়িত্ব নেয়া
- ঘ. নেশা করা
উত্তরঃ দায়িত্ব নেয়া
59. ‘গোঁয়ার গোবিন্দ’ এর অর্থ কী?
- ক. চালাক লোক
- খ. দীর্ঘায়ু ব্যক্তি
- গ. নিরক্ষর
- ঘ. কাণ্ডজ্ঞানহীন
উত্তরঃ কাণ্ডজ্ঞানহীন
60. ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ কী?
- ক. রোগ বিশেষ
- খ. সর্দি - কাশি
- গ. প্রতারণা
- ঘ. অসম্ভব ঘটনা
উত্তরঃ অসম্ভব ঘটনা
61. বাগধারার অর্থ নির্ণয় করুন : কাঁঠালের আমসত্ত্ব
- ক. অসম্ভব বস্তু
- খ. বিপদের উপর বিপদ
- গ. কঠিন বস্তু
- ঘ. এলাহি কাণ্ড
উত্তরঃ অসম্ভব বস্তু
62. ‘আটকপালে’ বাগধারাটির অর্থ কী?
- ক. অলক্ষ্মীর দশা
- খ. অগ্নিপরীক্ষা
- গ. অদৃষ্টের পরিহাস
- ঘ. হতভাগ্য
উত্তরঃ হতভাগ্য
- ক. কুৎসিত মামা
- খ. সৎ মামা
- গ. পাতানো মামা
- ঘ. কুচক্রী লোক
উত্তরঃ কুচক্রী লোক
64. ‘কলকাঠি নাড়া’ বাগধারাটির অর্থ কি?
- ক. গোপনে সু-পরামর্শ দেয়া
- খ. গোপনে কু-পরামর্শ দেয়া
- গ. গুপ্তচরবৃত্তি
- ঘ. সমস্যা সমাধান
উত্তরঃ গোপনে কু-পরামর্শ দেয়া
66. বাগধারাটির অর্থ নির্ণয় করুন : ‘ছ কড়া ন কড়া’
- ক. অতি গরিব
- খ. ইতস্তত করা
- গ. দেরি করা
- ঘ. সস্তা দর
উত্তরঃ সস্তা দর
67. বাগধারাটির অর্থ নির্ণয় করুন : ‘ধামাধরা’ :
- ক. কপট গাম্ভীর্য
- খ. চাটুকারিতা
- গ. পরিপাটি থাকা
- ঘ. মিথ্যা বলা
উত্তরঃ চাটুকারিতা
69. ‘আকাশ-কুসুম’ বাগধারাটিতে বুঝায় -
- ক. অপদার্থ
- খ. অবিশ্বাস্য
- গ. অসম্ভব কল্পনা
- ঘ. অদর্শনীয়
উত্তরঃ অসম্ভব কল্পনা
70. ‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ কী?
- ক. মাথায় ব্যথা
- খ. মাথায় গণ্ডগোল
- গ. আসন্ন বিপদ
- ঘ. অকল্যাণ
উত্তরঃ আসন্ন বিপদ
71. ‘ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ -
- ক. চালাক
- খ. একতাই বল
- গ. বর্ষার মাছ
- ঘ. একই স্বভাবের লোক
উত্তরঃ একই স্বভাবের লোক
72. ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কি?
- ক. খেতে বসা
- খ. ভণ্ডামী করা
- গ. শুরু করা
- ঘ. সাধু সাজা
উত্তরঃ সাধু সাজা
73. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি?
- ক. সুসময়ের বন্ধু
- খ. সুসময়ের সঞ্চয়
- গ. শরতের শোভা
- ঘ. শরতের শিউলি ফুল
উত্তরঃ সুসময়ের বন্ধু
74. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি?
- ক. শিবরাত্রির আলো
- খ. একমাত্র সঞ্চয়
- গ. একমাত্র সন্তান
- ঘ. শিবরাত্রির গুরুত্ব
উত্তরঃ একমাত্র সন্তান
75. “প্রোষিতভর্তৃকা” - শব্দটির অর্থ কি?
- ক. ভৎসনাপ্রাপ্ত তরুণী
- খ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
- গ. ভূমিতে প্রোথিত তরুমুল
- ঘ. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তরঃ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে