বাগধারা

26. ‘লেজে খেলানো’ বাগধারাটির অর্থ কী?

  • ক. ভয়ংকর কিছু করা
  • খ. সতর্কতার সাথে কাজ করা
  • গ. গুরুত্বহীন কর্ম
  • ঘ. বশীভূত করে রাখা

উত্তরঃ বশীভূত করে রাখা

বিস্তারিত

27. ‘পায়াভারি’ বাগধারাটির অর্থ কী?

  • ক. কপট লোক
  • খ. প্রবীণ
  • গ. পদস্থ ব্যক্তি
  • ঘ. অহংকারী

উত্তরঃ অহংকারী

বিস্তারিত

28. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অপরকে অন্ধ অনুসরণ
  • খ. স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
  • গ. অতিরিক্ত ব্যয় করা
  • ঘ. আশ্রয়স্থল ত্যাগ

উত্তরঃ অপরকে অন্ধ অনুসরণ

বিস্তারিত

29. ‘কাকনিদ্রা’ বাগধারার অর্থ -

  • ক. অনিষ্ট চিন্তা
  • খ. কপট নিদ্রা
  • গ. অগভীর সতর্ক নিদ্রা
  • ঘ. অলস নিদ্রা

উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা

বিস্তারিত

30. ‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ -

  • ক. একই স্বভাবের
  • খ. নিরেট মূর্খ
  • গ. একগুঁয়ে
  • ঘ. সহায় সম্বলহীন

উত্তরঃ একগুঁয়ে

বিস্তারিত

31. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অপদার্থ
  • খ. মূর্খ
  • গ. সক্রিয় দর্শক
  • ঘ. নিষ্ক্রিয় দর্শক

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক

বিস্তারিত

32. ‘তাসের ঘর’ শব্দের অর্থ কি?

  • ক. সর্বনাশ
  • খ. তামাশা
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. ভণ্ড

উত্তরঃ ক্ষণস্থায়ী

বিস্তারিত

33. ‘তামার বিষ’ বাগধারটির অর্থ কী?

  • ক. অর্থের অভাব
  • খ. অর্থের প্রাচুর্য
  • গ. অর্থের কু-প্রভাব
  • ঘ. অর্থের অহঙ্কার

উত্তরঃ অর্থের কু-প্রভাব

বিস্তারিত

34. ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. ভূমিকা
  • খ. ব্যাখ্যা
  • গ. উপসংহার
  • ঘ. মন্তব্য

উত্তরঃ ভূমিকা

বিস্তারিত

35. ‘নজর লাগা’ বাগধারার অর্থ কি?

  • ক. পছন্দ হওয়া
  • খ. অশুভ দৃষ্টিতে পড়া
  • গ. মনে ধরা
  • ঘ. সুদৃষ্টিতে আসা

উত্তরঃ অশুভ দৃষ্টিতে পড়া

বিস্তারিত

36. ‘অক্কা পাওয়া’ বাগধারার অর্থ হচ্ছে -

  • ক. মারা যাওয়া
  • খ. কঠিন পরীক্ষা
  • গ. অপদার্থ
  • ঘ. দুর্লভ

উত্তরঃ মারা যাওয়া

বিস্তারিত

37. ‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?

  • ক. অলস
  • খ. পরিশ্রমী
  • গ. পরিপাটী
  • ঘ. দীর্ঘজীবী

উত্তরঃ পরিপাটী

বিস্তারিত

38. ‘দহরম মহরম’ এর বিপরীত বাগধারা কোনটি?

  • ক. জিলাপর প্যাঁচ
  • খ. অহিনকুল
  • গ. দুধের মাছি
  • ঘ. বসন্তের কোকিল

উত্তরঃ অহিনকুল

বিস্তারিত

39. ‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. বিরাট আয়োজন
  • খ. সৌভাগ্য লাভ
  • গ. সৌভাগ্যের বিষয়
  • ঘ. আনন্দের প্রাচুর্য

উত্তরঃ আনন্দের প্রাচুর্য

বিস্তারিত

40. ‘ছকড়া নকড়া’ - বাগধারাটির অর্থ কী?

  • ক. সস্তা দর
  • খ. নষ্ট করা
  • গ. দুর্লভ বস্তু
  • ঘ. আশায় নৈরাশ্য

উত্তরঃ সস্তা দর

বিস্তারিত

41. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

  • ক. তুলসী বনের বাঘ
  • খ. বিড়াল তপস্বী
  • গ. ভিজা বিড়াল
  • ঘ. বকধার্মিক

উত্তরঃ ভিজা বিড়াল

বিস্তারিত

42. ‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কি?

  • ক. চুরি করা
  • খ. সেবা করা
  • গ. অপরাধ করা
  • ঘ. নষ্ট করা

উত্তরঃ চুরি করা

বিস্তারিত

43. ‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী?

  • ক. সৌভাগ্য লাভ
  • খ. বিরাট আয়োজন
  • গ. আনন্দের প্রাচুর্য
  • ঘ. আনন্দ আয়োজন

উত্তরঃ আনন্দের প্রাচুর্য

বিস্তারিত

44. ‘কুল কাঠের আগুন’ বাগধারার সঠিক অর্থ কোনটি?

  • ক. তীব্র জ্বালা
  • খ. কাঠের পুতুল
  • গ. চির অশান্তি
  • ঘ. রাবণের চিতা

উত্তরঃ তীব্র জ্বালা

বিস্তারিত

45. ‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কি?

  • ক. পক্ষপাতিত্ব করা
  • খ. সৌভাগ্য লাভ
  • গ. চুরি করা
  • ঘ. নষ্ট করা

উত্তরঃ চুরি করা

বিস্তারিত

46. ‘মন না মতি’ - বাগধারার অর্থ কী?

  • ক. চালবাজি
  • খ. অস্থির মানব মন
  • গ. অরাজক পরিস্থিতি
  • ঘ. অমূল্য সম্পদ

উত্তরঃ অস্থির মানব মন

বিস্তারিত

47. কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?

  • ক. কেউকেটা
  • খ. কান পাতলা
  • গ. কেতাদুরস্ত
  • ঘ. অক্কা পাওয়া

উত্তরঃ অক্কা পাওয়া

বিস্তারিত

48. ‘টীকা ভাষ্য’ অর্থ কী?

  • ক. উৎস খোঁজা
  • খ. নির্ঘণ্ট
  • গ. সার কথা
  • ঘ. ব্যাখ্যা বিশ্লেষণ

উত্তরঃ ব্যাখ্যা বিশ্লেষণ

বিস্তারিত

49. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি?

  • ক. চাটুকার
  • খ. অসাবধান
  • গ. পক্ষপাতিত্ত্ব
  • ঘ. নিতান্ত অলস

উত্তরঃ নিতান্ত অলস

বিস্তারিত

50. ‘ঢাকের কাঠি’ কাগধারার অর্থ কী?

  • ক. কপট ব্যক্তি
  • খ. ঘনিষ্ঠ সম্পর্ক
  • গ. হতভাগ্য
  • ঘ. মোসাহেব

উত্তরঃ মোসাহেব

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects