বাগধারা
- ক. নিষ্ঠুর
- খ. মিথ্যা শোক
- গ. মমত্ববোধ
- ঘ. শোকে পাথর
উত্তরঃ মিথ্যা শোক
129. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
130. ‘ব্যাঙের আধুলি’ বাগধারার অর্থ -
- ক. অসম্ভব ঘটনা
- খ. সামান্য সম্পদ
- গ. দুঃসাধ্য বস্তু
- ঘ. চক্ষুশূল
উত্তরঃ সামান্য সম্পদ
131. ‘তামার বিষ’ বাগধারার অর্থ কোনটি?
- ক. গভীর আঘাত
- খ. ধাতব পদার্থের আঘাত
- গ. অর্থের কুপ্রভাব
- ঘ. পুরানো ক্ষত
উত্তরঃ অর্থের কুপ্রভাব
132. ‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
- ক. ডাকাবুকা
- খ. তামার বিষ
- গ. তুলশী বনের বাঘ
- ঘ. ঢাকের বায়া
উত্তরঃ ঢাকের বায়া
133. বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘খয়ের খাঁ’ ।
- ক. ধার্মিক
- খ. বেহায়া
- গ. ভণ্ড সাধু
- ঘ. চাটুকার
উত্তরঃ চাটুকার
135. ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী?
- ক. সচেতন হওয়া
- খ. কাশফুলের শিশির
- গ. দুঃসময়ে বন্ধু
- ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
136. ‘কেউ কেটা’ মানে কী?
- ক. গণ্যমান্য ব্যক্তি
- খ. গণ্যের মান্য
- গ. মান্যবর
- ঘ. মাননীয় জনগণ
উত্তরঃ গণ্যমান্য ব্যক্তি
137. পটল তােলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. পটল গাছ থেকে পটল তােলা
- খ. পটল খাওয়া
- গ. মারা যাওয়া
- ঘ. ফেল করা
উত্তরঃ মারা যাওয়া
138. ”ঘাটের মড়া”- বাগধারাটির অর্থ কী?
- ক. ঘৃণার বস্তু
- খ. অতি বৃদ্ধ
- গ. সদ্য মৃত
- ঘ. দুর্বল
উত্তরঃ অতি বৃদ্ধ
139. ‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ কি?
- ক. নিষ্ফল পরিশ্রম
- খ. সস্তা দাম
- গ. নিষ্ক্রিয় বস্তু
- ঘ. অপদার্থ
উত্তরঃ নিষ্ফল পরিশ্রম
141. ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ -
- ক. নির্বোধ
- খ. অপদার্থ
- গ. ধূর্তব্যক্তি
- ঘ. চাটুকার
উত্তরঃ অপদার্থ
142. নিচের কোন বাগধারাটির অর্থ ‘মোসাহেব’?
- ক. খয়ের খাঁ
- খ. কাছা ঢিলা
- গ. চিনির বলদ
- ঘ. লেফাফা দুরস্ত
উত্তরঃ খয়ের খাঁ
143. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
144. ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
- ক. একাদশে বৃহস্পতি
- খ. চাঁদের হাট
- গ. পোয়াবারো
- ঘ. রাহুর দশা
উত্তরঃ একাদশে বৃহস্পতি
145. ‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী?
- ক. অলক্ষ্মীর দশা
- খ. অগ্নি পরীক্ষা
- গ. অদৃষ্টের পরিহাস
- ঘ. আটক
উত্তরঃ অদৃষ্টের পরিহাস
146. ‘আটঘাট বাঁধা’ বাগধারায় অর্থ -
- ক. ঘাটে নামা
- খ. কাজে নামা
- গ. সর্বনাশ করা
- ঘ. প্রস্তুতি নেওয়া
উত্তরঃ প্রস্তুতি নেওয়া
147. নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়?
- ক. গোবরে গণেশ
- খ. গৌরচন্দ্রিকা
- গ. জলপানি
- ঘ. পত্রপাঠ
উত্তরঃ গৌরচন্দ্রিকা
148. ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
- ক. অর্থহীন
- খ. সামান্য অর্থ
- গ. অর্থের অহংকার
- ঘ. নিমর্থ
উত্তরঃ সামান্য অর্থ
149. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
- ক. বৃহৎ বিষয়
- খ. গ্রন্থ
- গ. ছোটগল্প
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বৃহৎ বিষয়