বাগধারা

76. ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায় -

  • ক. চালবাজি
  • খ. ভেলকিবাজি
  • গ. ফটকাবাজি
  • ঘ. ফোকরবাজি

উত্তরঃ ভেলকিবাজি

বিস্তারিত

77. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?

  • ক. চোখের জল
  • খ. চোখের বালি
  • গ. চোখের মনি
  • ঘ. চোখের পর্দা

উত্তরঃ চোখের জল

বিস্তারিত

78. ‘জিলাপির প্যাঁচ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. প্যাঁচানো
  • খ. জটিল
  • গ. কুটিল বুদ্ধি
  • ঘ. কলহপ্রিয়

উত্তরঃ কুটিল বুদ্ধি

বিস্তারিত

79. ‘উজানের কৈ’ বাগধারার অর্থ কি?

  • ক. অপদার্থ
  • খ. চালাক
  • গ. বিরল বস্তু
  • ঘ. সহজ লভ্য

উত্তরঃ সহজ লভ্য

বিস্তারিত

80. ‘ঘটিরাম’ বাগধারার অর্থ কী?

  • ক. অপদার্থ
  • খ. পরিশ্রমী
  • গ. অলস
  • ঘ. চাটুকার

উত্তরঃ অপদার্থ

বিস্তারিত

81. ‘আমড়াগাছি করা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. বিপদে মেতে তাকা
  • খ. তোষামোদি করা
  • গ. বেশি চাতুরি করা
  • ঘ. ইতস্তত করা

উত্তরঃ তোষামোদি করা

বিস্তারিত

82. ‘চোখে বালি’ এর অর্থ কি?

  • ক. চোখের পীড়া
  • খ. শক্র
  • গ. চোখের দৃষ্টি ক্ষয়
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ শক্র

বিস্তারিত

83. ‘কাপুড়ে বাবু’ বাগধারার অর্থ?

  • ক. দলপতি
  • খ. ভণ্ড
  • গ. অপদার্থ
  • ঘ. বাহ্যিক অভ্যাস

উত্তরঃ ভণ্ড

বিস্তারিত

84. ‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ -

  • ক. পরিপাটি
  • খ. মাস্তান
  • গ. কপর্দক
  • ঘ. অকালপক্ব

উত্তরঃ পরিপাটি

বিস্তারিত

85. ‘চোখের বালি’ এর অর্থ কি?

  • ক. চোখের পীড়া
  • খ. শক্র
  • গ. চোখের দৃষ্টি ক্ষয়
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ শক্র

বিস্তারিত

86. ‘খোদার খাসি’ বাগধারাটির অর্থ কী?

  • ক. ভাবনাচিন্তাহীন
  • খ. নাদুস নদুস
  • গ. গোঁয়ার
  • ঘ. দানব

উত্তরঃ ভাবনাচিন্তাহীন

বিস্তারিত

87. ‘ মিছরির ছুরি’ বাগধারাটির অর্থ কী?

  • ক. মুখে মধু অন্তরে বিষ
  • খ. ভঙ্গুর
  • গ. অবাস্তব
  • ঘ. দুই দিকে ধার

উত্তরঃ মুখে মধু অন্তরে বিষ

বিস্তারিত

88. ‘ বাঘের মাসি’ বাগধারাটির অর্থ কী?

  • ক. চতুর মহিলা
  • খ. আরাম প্রিয় মানুষ
  • গ. হিংস্র
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

89. ‘ ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী?

  • ক. সুযোগ সন্ধানী
  • খ. স্বার্থপর
  • গ. অলস
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

90. কোনটি বাগধারা বোঝায়?

  • ক. চৈত্র সংক্রান্তি
  • খ. পৌষ সংক্রান্তি
  • গ. শিরে সংক্রান্তি
  • ঘ. শিব সংক্রান্তি

উত্তরঃ শিরে সংক্রান্তি

বিস্তারিত

91. অকাল কুষ্মাণ্ড ছেলেটিকে সাহায্য করতে পার। বাক্যটিতে ‘অকাল কুষ্মাণ্ড’ ব্যবহৃত হয়েছে -

  • ক. যৌগিক শব্দ হিসেবে
  • খ. অতিশায়ন হিসেবে
  • গ. বাগধারা হিসেবে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বাগধারা হিসেবে

বিস্তারিত

92. কোন শব্দটি বাগধারা বোঝায়?

  • ক. চৈত্র সংক্রান্তি
  • খ. পৌষ সংক্রান্তি
  • গ. শিব সংক্রান্তি
  • ঘ. শিরে সংক্রান্তি

উত্তরঃ শিরে সংক্রান্তি

বিস্তারিত

93. ‘পুঁটিমাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি?

  • ক. অসম্ভব কিপটে
  • খ. সামান্য ক্রটি
  • গ. ক্ষীণজীবী
  • ঘ. দীর্ঘজীবী

উত্তরঃ ক্ষীণজীবী

বিস্তারিত

94. ‘রাঘব বোয়াল’ বাগধারাটির অর্থ কি?

  • ক. বড় পরিবার
  • খ. সদা অশান্তি
  • গ. ফুলবাবু
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

95. ‘চোখ পাকানো’ বাগধারাটির সঠিক অর্থ কি?

  • ক. ইঙ্গিত করা
  • খ. ক্রোধ দেখানো
  • গ. সতর্ক করা
  • ঘ. ফাঁকি দেয়া

উত্তরঃ ক্রোধ দেখানো

বিস্তারিত

96. ‘হা-ঘরে’ বাগধারটির অর্থ কি?

  • ক. পেটুক
  • খ. হতভাগ্য
  • গ. ক্ষুধার্ত
  • ঘ. গৃহহীন

উত্তরঃ গৃহহীন

বিস্তারিত

97. কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?

  • ক. অক্কা পাওয়া
  • খ. কেউকেটা
  • গ. কান পাতলা
  • ঘ. কেতাদুরস্ত

উত্তরঃ অক্কা পাওয়া

বিস্তারিত

98. ‘চোখের বালি ‘ বাগধারাটির অর্থ কী?

  • ক. চোখের বালি যার
  • খ. চক্ষুশূল
  • গ. খুব প্রিয়
  • ঘ. চশমখোর

উত্তরঃ চক্ষুশূল

বিস্তারিত

99. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. চালাক লোক
  • খ. পার্থক্য
  • গ. একই দলের লোক
  • ঘ. দুষ্টু প্রকৃতির লোক

উত্তরঃ পার্থক্য

বিস্তারিত

100. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

  • ক. মণিকাঞ্চন যোগ
  • খ. মন না মতি
  • গ. সোনার সোহাগা
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ ক ও খ উভয়ই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects