‘ঘটিরাম’ বাগধারার অর্থ কী?
‘ঘটিরাম’ বাগধারার অর্থ কী?
- ক. অপদার্থ
- খ. পরিশ্রমী
- গ. অলস
- ঘ. চাটুকার
সঠিক উত্তরঃ অপদার্থ
ঘটিরাম বাগধারার অর্থ - অপদার্থ।
ইতুনিদকুঁড়ে বাগধারার অর্থ - অলস।
খয়ের খা বা ঢাকের কাঠি বাগধারার অর্থ - চাটুকার।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা হলো -
ব্যাঙের সর্দি | অসম্ভব ঘটনা |
চাঁদের হাঁট | প্রিয়জনের সমাগম |
ঝাঁকের কই | একই দলের লোক |
গাছপাথর | হিসাব নিকাশ |
ধাপ্পা দেওয়া | ঠকানো |
বুকের পাটা | সাহস |
তাক লাগা | বিস্মিত হওয়া |
নাম রাখা | গৌরব রক্ষা করা |
লাগাম ছাড়া | নিয়ন্ত্রণ বহিভূর্ত |
ইদুর কপালে | মন্দ ভাগ্য |
আষারে গল্প | আজগুবি গল্প |
গোবরে পদ্মফুল | নিচ কুলে মহৎ ব্যক্তি |
কান পাতলা | যে সব কথাই বিশ্বাস করে |
এলাহী কান্ড | বিরাট আয়োজন |
রুই কাতলা | পদস্ত ব্যক্তি |
অন্তরটিপুনী | গোপন যন্ত্রণা |
উনপঞ্চাশ বায়ু | পাগলামী |
কান ভাঙ্গানো | কুপরামর্শ দান |
বিড়াল তপস্বী | কপট সাধু |
মন না মতি | চিত্তের অস্থিরতা |
আঁটকুড়ে | নিঃসন্তান |
আঁট প্রহর | সারা দিনরাত |
এলেবেলে | বাজে |
কুনোব্যাঙ | সীমিত জ্ঞান |
গড্ডলিকা প্রবাহ | অন্ধ অনুকরণ |
ফপর দালালি | গায়ে পড়ে মধ্যস্থগিরি |
গনেশ উল্টানো | তুলে নেয়া |
তালকানা | ভাল মন্দ বোধহীন |
ডুমুরের ফুল | অদৃশ্য বস্তু |
লেজে খেলানো | চাতুরি করা |
ঢাকের বায়া | যার কোন মূল্য নেই |
অরন্যে রোদন | বৃথা |
শাঁখের করাত | উভয় সংকট |
মাছের মায়ের পুত্র শোক | লোক দেখানো শোক |
বলির পাটা | উৎসর্গকারী বস্তু |
পুকুর চুরি | বড় ধরনের চুরি |
কপাল ফেরা | অবস্থার উন্নতি হওয়া |
নুন আনতে পানতা ফুরায় | অতি দরিদ্র অবস্থা |
কড়ায় গন্ডায় | সম্পূর্ণ |
মাটির মানুষ | নিরীহ ব্যক্তি |
আকাশ কুসুম | অসম্ভব কল্পনা |
আটারো মাসে বছর | দীর্ঘ সূত্রতা |
নিম রাজি | প্রায় রাজি |
পুটির প্রাণ | ক্ষীণজীবি লোক |
আড়কাটি | কুলিদের ঠিকাদার |
তামার বিষ | অর্থের কুপ্রভাব |
গুড়ে বালি | আশায় নৈরাশ্য |
সুখের পায়রা | সুদিনের বন্ধু |
হাঁতে পাঁচ | শেষ সম্বল |
হাত টান | চুরির অভ্যাস |
গোঁফ খেজুরে | নিতান্ত অলস |
আদার বেপারী | সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি |
টাকার কুমির | অনেক টাকার মালিক |
তুষের আগুন | গোপন যন্ত্রণা/দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা |
রাজঘটক | সুন্দর মিল |
ভরাডুবি | সর্বনাশ |
পৃষ্ট প্রদর্শন | পলায়ন করা |
হাত পাকা | দক্ষ |
ঈদের চাঁদ | খুব খুশি/ আকাক্ষিত বস্তু |
ঔষধ পড়া | প্রভাব পড়া |
কলুর বলদ | সারাক্ষণ খাটুনি |
একাদশে বৃহস্পতি | সৌভাগের বিষয় |
ব্যাঙের আধুলি | সামান্য সম্পদ |
নিরানব্বইয়ের ধাক্কা | সঞ্চয়ের প্রবৃত্তি |
উলু খাগড়া | নিরীহ প্রজা |
মাথায় হাত বুলানো | ফাকি দেয়া |
তাসের ঘর | ক্ষণস্থায়ী |
ঠোঁটকাটা | স্পষ্টভাষী |
শনির দশা | দুঃসময় |
মাছের মা | নির্মম |
থানা পুলিশ করা | নালিশ করা |
জিলাপির প্যাঁচ | কুটিলতা |
কত ধানে কত চাল | টের পাওয়ানো |
রাবনের চিতা | চির অশান্তি |
ননীর পুতুল | শ্রম বিমুখ |
তুলসী বনের বাঘ | ভন্ড |
উড়ো কথা | গুজব |
পাখি পড়া করা | মুখস্থ |
সাতকাহন | প্রচুর পরিমাণ |
খয়ের খা | কাটুকার |
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- ”আটকপালে” এর অর্থ কোনটি?
- ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
- ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?
- কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
- যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Subject
Topic
Exam Appear
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি - এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)