বাগধারা
151. ‘কেঁচে গন্ডুস’ শব্দটির অর্থ কী?
- ক. নিতান্ত অলস
- খ. অসার
- গ. পুনরায় আরম্ভ
- ঘ. সামান্য
উত্তরঃ পুনরায় আরম্ভ
152. খেউর গাওয়া বাগধারার অর্থ কী?
- ক. গালাগালি করা
- খ. প্রলাপ বকা
- গ. একধরনের গান
- ঘ. প্রশংসা করা
উত্তরঃ গালাগালি করা
153. ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?
- ক. সামান্য বস্তু
- খ. কোলাহল
- গ. ভীষণ ব্যাপার
- ঘ. ভীষণ গণ্ডগোল
উত্তরঃ ভীষণ গণ্ডগোল
155. ‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
- ক. বনে কান্না
- খ. বনের কান্না
- গ. পাগলের প্রলাপ
- ঘ. নিষ্ফল আবেদন
উত্তরঃ নিষ্ফল আবেদন
156. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?
- ক. আচমকা বিপদ
- খ. সাপকে দড়ি দিয়ে বাধা
- গ. যাদুকারী বিদ্যা অর্জন করা
- ঘ. বিভ্রম
উত্তরঃ বিভ্রম
157. ‘অরণ্যে রোদন’ কী?
- ক. বচন কান্না
- খ. বনের কান্না
- গ. পাগলের প্রলাপ
- ঘ. নিস্ফল আবেদন
উত্তরঃ নিস্ফল আবেদন
158. ‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
- ক. হাত করা
- খ. হাত গুটান
- গ. হাত থাকা
- ঘ. হাত আসা
উত্তরঃ হাত গুটান
159. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ -
- ক. অমাবস্যা
- খ. গলা ধাক্কা দেওয়া
- গ. কাছে টানা
- ঘ. কাস্তে
উত্তরঃ গলা ধাক্কা দেওয়া
161. ‘তামার বিষ’ কথাটির অর্থ -
- ক. অহংকার
- খ. বিষের কষ্ট
- গ. অর্থের কুপ্রভাব
- ঘ. বিষাক্ত তামা
উত্তরঃ অর্থের কুপ্রভাব
162. ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -
- ক. তুমুলকাণ্ড
- খ. কথা কাটাকাটি
- গ. ভয়ংকর ঘটনা
- ঘ. মহা ঝড় ঝাপটা
উত্তরঃ তুমুলকাণ্ড
163. ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?
- ক. খেতে বসা
- খ. শুরু করা
- গ. ভণ্ডামী করা
- ঘ. সাধু সাজা
উত্তরঃ সাধু সাজা
164. একাদশে বৃহস্পতি -এর অর্থ কী?
- ক. আশার কথা
- খ. সৌভাগ্যের বিষয়
- গ. মজা পাওয়া
- ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ সৌভাগ্যের বিষয়
165. 'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?
- ক. ক্ষনস্থায়ী বন্ধু
- খ. অর্থের কু প্রভাব
- গ. তীব্র জ্বালা
- ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ অর্থের কু প্রভাব
- ক. আটকপালে-ইঁদুর কপালে
- খ. অকাল কুষ্মাণ্ড-আমড়া কাঠের ঢেঁকি
- গ. ঢাকের কাঠি-খয়ের খাঁ
- ঘ. গোঁফ খেজুরে-কাছা ঢিলা
উত্তরঃ গোঁফ খেজুরে-কাছা ঢিলা
167. 'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
- ক. ভরাডুবি
- খ. রাবণের চিতা
- গ. জগদ্দল পাথর
- ঘ. ঢাকের ভায়া
উত্তরঃ রাবণের চিতা
168. ‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?
- ক. তুচ্ছ পদার্থ
- খ. আলসেমি
- গ. অন্ধ অনুকরণ
- ঘ. তুমুল কাণ্ড
উত্তরঃ আলসেমি
169. ‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
- ক. গোপন চুক্তি
- খ. বৃহৎ ব্যাপার
- গ. অবিলম্ব
- ঘ. দীর্ঘস্থায়ী
উত্তরঃ অবিলম্ব
- ক. কুৎসিত মামা
- খ. সৎ মামা
- গ. কুচক্রী লোক
- ঘ. পাতানো মামা
উত্তরঃ কুচক্রী লোক
171. ‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
- ক. তাসের ঘর
- খ. চোখের বালি
- গ. গুড়ে বালি
- ঘ. খয়ের খাঁ
উত্তরঃ খয়ের খাঁ
172. উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি ?
- ক. বিরাট আয়োজন
- খ. সহজলভ্য
- গ. অপদার্থ
- ঘ. সামান্য পার্থক্য
উত্তরঃ সহজলভ্য
173. নিচের কোন বাগধারা 'পটল তোলা' বাগধারার সমার্থক?
- ক. ভূতের বাপের শ্রাদ্ধ
- খ. ভবভূতির পথে
- গ. ভবলীলা সাঙ্গ
- ঘ. পরের ধনে পোদ্দারি
উত্তরঃ ভবলীলা সাঙ্গ
174. কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ কি ?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. ধূর্ত
- ঘ. নিষ্ক্রিয় দর্শক
উত্তরঃ অপদার্থ
175. 'কচুবনের কালাচাঁদ' বাগাধারাটির অর্থ কী?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. নিষ্ক্রিয় দর্শক
- ঘ. ধূর্ত
উত্তরঃ অপদার্থ