বিখ্যাত উপন্যাস

26. মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?

  • ক. রজনী
  • খ. নববিধান
  • গ. পদ্মরাগ
  • ঘ. প্রেমের সমাধি

উত্তরঃ প্রেমের সমাধি

বিস্তারিত

27. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?

  • ক. ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
  • খ. ধাত্রতীদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা
  • গ. জলসাঘর, কবি, পঞ্চগ্রাম
  • ঘ. ধাত্রীদেবতা, গণদেবতা, জলসাঘর

উত্তরঃ ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম

বিস্তারিত

28. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?

  • ক. গৌতম ঘোষ
  • খ. ঋত্বিক ঘটক
  • গ. সত্যজিৎ রায়
  • ঘ. বাসুদেব ট্যাটার্জী

উত্তরঃ ঋত্বিক ঘটক

বিস্তারিত

29. 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. আহসান হাবীব
  • খ. আনিস চৌধুরী
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ শহীদুল্লা কায়সার

বিস্তারিত

30. মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?

  • ক. মানিক বন্দ্যেপাধ্যায়
  • খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

31. ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?

  • ক. জীবননান্দ দাশ
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

32. ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. বনফুল
  • ঘ. রাজশেখর বসু

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

33. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?

  • ক. কালী প্রসন্ন সিংহ
  • খ. কালীপ্রসন্ন ঘোষ
  • গ. কালীপ্রসন্ন রায়
  • ঘ. কালীপ্রসন্ন মিত্র

উত্তরঃ কালী প্রসন্ন সিংহ

বিস্তারিত

34. 'সংশপ্তক' একটি বিখ্যাত-

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

35. ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. প্রবন্ধ
  • ঘ. রম্যরচনা

উত্তরঃ রম্যরচনা

বিস্তারিত

36. 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?

  • ক. মুক্তিযুদ্ধ
  • খ. ভাষা আন্দোলন
  • গ. নগর ও গ্রামীণ জীবন
  • ঘ. অভাবী সংসার

উত্তরঃ নগর ও গ্রামীণ জীবন

বিস্তারিত

37. হুতোমী বাংলা কার রচনাকে বলে?

  • ক. বিদ্যাসাগর
  • খ. প্যারীচাঁদ মিত্র
  • গ. কালী প্রসন্ন সিংহ
  • ঘ. ঈশ্বর গুপ্ত

উত্তরঃ কালী প্রসন্ন সিংহ

বিস্তারিত

38. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কার লেখা--

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. জরাস্বন্ধ
  • গ. রশীদ করীম
  • ঘ. স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ জরাস্বন্ধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects