সমাস

26. ‘গোফ-খেজুরে’ কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. ব্যধিকরণ বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

27. ‘হাসাহাসি’ কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. ব্যতিহার বহুব্রীহি সমাস

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস

বিস্তারিত

28. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  • ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
  • খ. অরুণের মত রাঙা - অরুনরাঙা
  • গ. হাসিমাখা মুখ - হাসিমুখ
  • ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী

উত্তরঃ হাসিমাখা মুখ - হাসিমুখ

বিস্তারিত

29. সমাস ভাষাকে কি করে?

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. অর্থপূর্ণ করে
  • ঘ. সহজ করে

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

30. ‘আশীবষি’ কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. বহুব্রীহী
  • গ. তৎপুরুষ
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ বহুব্রীহী

বিস্তারিত

31. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

  • ক. অন্যগৃহ
  • খ. মিলের অভাব
  • গ. স্ত্রীর অভাব
  • ঘ. প্রকৃষ্ট গতি

উত্তরঃ অন্যগৃহ

বিস্তারিত

32. ‘উপকণ্ঠ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. কণ্ঠের সমীপে
  • খ. কণ্ঠের সদৃশ
  • গ. উপ যে কণ্ঠ
  • ঘ. কণ্ঠ পর্যন্ত

উত্তরঃ কণ্ঠের সমীপে

বিস্তারিত

33. ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?

  • ক. প্রাদি
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. ব্যতিহার বহুব্রীহি

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি

বিস্তারিত

34. যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা - কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. কর্মধারয় সমাস
  • গ. দ্বিগু সমাস
  • ঘ. বহুব্রীহি সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

35. ‘সিংহপুরুষ’ কোন সমাস?

  • ক. উপমান কর্মধারয়
  • খ. উপপদ তৎপুরুষ
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ উপমিত কর্মধারয়

বিস্তারিত

36. ‘মৌমাছি’ - কোন সমাস?

  • ক. কর্মধারয় সমাস
  • খ. বহুব্রীহি সমাস
  • গ. দ্বিগু সমাস
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

37. সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?

  • ক. ড্যাস
  • খ. কোলন
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ হাইফেন

বিস্তারিত

38. ‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ দ্বিগু

বিস্তারিত

39. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

  • ক. দ্বন্দ্ব
  • খ. অব্যয়ীভাব
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

40. কোনটি নিত্য সমাস?

  • ক. কলেছাঁটা
  • খ. ভবনদী
  • গ. জয়ধ্বনি
  • ঘ. জলমাত্র

উত্তরঃ জলমাত্র

বিস্তারিত

41. ‘চাঁদের ন্যায় মুখ’ = ‘চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস?

  • ক. রূপক
  • খ. উপমিত
  • গ. উপমান
  • ঘ. মধ্যপদলোপী

উত্তরঃ উপমান

বিস্তারিত

42. নিচের কোনটি নিত্য সমাস?

  • ক. পঞ্চনদ
  • খ. বেয়াদব
  • গ. দেশান্তর
  • ঘ. ভালমন্দ

উত্তরঃ দেশান্তর

বিস্তারিত

43. ‘কানাকানি’ কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. বহুব্রীহী
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ বহুব্রীহী

বিস্তারিত

44. ‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. রূপক কর্মধারয়
  • গ. অলুক তৎপুরুষ
  • ঘ. উপমান কর্মধারয়

উত্তরঃ উপমিত কর্মধারয়

বিস্তারিত

45. ‘গায়ে-হলুদ’ কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

46. ‘জ্যোৎস্নারাত’ কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

47. কোনটি নিত্য সমাস?

  • ক. জলমাত্র
  • খ. পঞ্চনদ
  • গ. ভালোমন্দ
  • ঘ. বেয়াদব

উত্তরঃ জলমাত্র

বিস্তারিত

48. নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?

  • ক. নাক-মুখ
  • খ. লাভ-লোকসান
  • গ. দেখা-শোনা
  • ঘ. খাতা-পত্র

উত্তরঃ খাতা-পত্র

বিস্তারিত

49. সমাস নির্ণয় করুন : শতাব্দী

  • ক. দ্বিগু সমাস
  • খ. অলুক বহুব্রীহি
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ দ্বিগু সমাস

বিস্তারিত

50. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

  • avatar
    Anonymous - 3 weeks ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects