সমাস

176. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?

  • ক. মিলনার্থে
  • খ. সমার্থে
  • গ. বিপরীতার্থে
  • ঘ. বিয়োদার্থে

উত্তরঃ সমার্থে

বিস্তারিত

177. অহিনকুল কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বিগু
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

178. আমি,তুমি ও সে

  • ক. সবাই
  • খ. আমরা
  • গ. সকলে
  • ঘ. আমাদের

উত্তরঃ আমরা

বিস্তারিত

179. ব্যাসবাক্যের অপর নাম কী?

  • ক. বিগ্রহ বাক্য
  • খ. উত্তরপদ
  • গ. চর্যাপদ
  • ঘ. পূর্বপদ

উত্তরঃ বিগ্রহ বাক্য

বিস্তারিত

180. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?

  • ক. ৬ষ্ঠী
  • খ. ২য়া
  • গ. ৩য়া
  • ঘ. নঞ

উত্তরঃ নঞ

বিস্তারিত

181. অলুক তৎপুরুষ সমাস ‘তেলেভাজা’র ব্যাসবাক্য কি?

  • ক. তেলেভাজা
  • খ. তেল দ্বারা ভাজা
  • গ. তেলের উপর ভাজা
  • ঘ. তেলের মধ্যে ভাজা

উত্তরঃ তেলেভাজা

বিস্তারিত

182. ছদ্মবেশী সমাস কোনটি?

  • ক. সতীন
  • খ. বাসর
  • গ. আমরা
  • ঘ. সটান

উত্তরঃ বাসর

বিস্তারিত

183. গোঁফ খেজুরে কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. ব্যধিকরণ বহুব্রীহি
  • ঘ. দ্বিগু সমাস

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

184. ‘গায়ে হলুদ’ কোন সমাস?

  • ক. অলুক দ্বন্দ্ব
  • খ. অলুক তৎপুরুষ
  • গ. অলুক বহুব্রীহি
  • ঘ. ব্যতিহার বহুব্রীহি

উত্তরঃ অলুক বহুব্রীহি

বিস্তারিত

185. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-

  • ক. রূপক সমাস
  • খ. নিত্য সমাস
  • গ. প্রাদী সমাস
  • ঘ. অলুক সমাস

উত্তরঃ প্রাদী সমাস

বিস্তারিত

186. ‘শতাব্দী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. শতের অব্দী
  • খ. শত অব্দ যার
  • গ. শত অব্দের সমাহার
  • ঘ. শত শত অব্দ

উত্তরঃ শত অব্দের সমাহার

বিস্তারিত

187. প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নামপদযোগে সৃষ্ট হয়-

  • ক. নিত্য সমাস
  • খ. অব্যয়ীভাব সমাস
  • গ. প্রাদী সমাস
  • ঘ. উপমিত কর্মধারয় সমাস

উত্তরঃ প্রাদী সমাস

বিস্তারিত

188. ‘বিপত্মীক’ শব্দটির সমাস হ’ল

  • ক. অব্যয়ীভাব
  • খ. কর্মধারয়
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

189. কোনটি দ্বন্দ্ব সমাস?

  • ক. মধুকণ্ঠি
  • খ. রাতকানা
  • গ. হাট-বাজার
  • ঘ. গোমড়ামুখো

উত্তরঃ হাট-বাজার

বিস্তারিত

190. ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?

  • ক. অব্যয়ীভাব
  • খ. কর্মধারয়
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

191. কোনটি উপপদ তৎপুরুষ সমাস?

  • ক. বিষমাখা
  • খ. খেচর
  • গ. সজল
  • ঘ. তেমাথা

উত্তরঃ খেচর

বিস্তারিত

192. ‘বিষবৃক্ষ’ কোন সমাস?

  • ক. কর্মধারয় সমাস
  • খ. তৎপুরুষ সমাস
  • গ. বহুব্রীহি সমাস
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

193. ‘উপকূল’ কোন সমাস?

  • ক. বহুব্রীহি সমাস
  • খ. তৎপুরুষ সমাস
  • গ. অব্যয়ীভাব সমাস
  • ঘ. দ্বন্দ্ব সমাস

উত্তরঃ অব্যয়ীভাব সমাস

বিস্তারিত

194. ‘উপকথা’ শব্দটি কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. দ্বিগু
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

195. ‘দ্বন্দ্ব’ বলতে কি বোঝায়?

  • ক. জোড়া
  • খ. দুই
  • গ. আগুনে পোড়া
  • ঘ. সংগ্রাম

উত্তরঃ সংগ্রাম

বিস্তারিত

196. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে?

  • ক. অলুক বহুব্রীহি
  • খ. সংখ্যাবাচক বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ ব্যাধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

197. ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. তাপের ক্ষুদ্র
  • খ. তাপের অণু
  • গ. অণুকে যে তাপ
  • ঘ. অনুরূপ তাপ

উত্তরঃ তাপের ক্ষুদ্র

বিস্তারিত

198. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?

  • ক. প্রথম পদে
  • খ. শেষ পদে
  • গ. সর্বনাম পদে
  • ঘ. বিশেষ্য পদে

উত্তরঃ শেষ পদে

বিস্তারিত

199. ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. বহুব্রীহি
  • গ. কর্মধারয়
  • ঘ. দ্বিগু

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

200. কোনটি দ্বন্দ্ব সমাস?

  • ক. কোকিলকণ্ঠী
  • খ. রাতজাগা
  • গ. হাটেবাজারে
  • ঘ. মেনিমুখো

উত্তরঃ হাটেবাজারে

বিস্তারিত

  • avatar
    Anonymous - 3 weeks ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects