সমাস
176. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
- ক. মিলনার্থে
- খ. সমার্থে
- গ. বিপরীতার্থে
- ঘ. বিয়োদার্থে
উত্তরঃ সমার্থে
- ক. বিগ্রহ বাক্য
- খ. উত্তরপদ
- গ. চর্যাপদ
- ঘ. পূর্বপদ
উত্তরঃ বিগ্রহ বাক্য
181. অলুক তৎপুরুষ সমাস ‘তেলেভাজা’র ব্যাসবাক্য কি?
- ক. তেলেভাজা
- খ. তেল দ্বারা ভাজা
- গ. তেলের উপর ভাজা
- ঘ. তেলের মধ্যে ভাজা
উত্তরঃ তেলেভাজা
- ক. মধ্যপদলোপী বহুব্রীহি
- খ. ব্যতিহার বহুব্রীহি
- গ. ব্যধিকরণ বহুব্রীহি
- ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি
- ক. অলুক দ্বন্দ্ব
- খ. অলুক তৎপুরুষ
- গ. অলুক বহুব্রীহি
- ঘ. ব্যতিহার বহুব্রীহি
উত্তরঃ অলুক বহুব্রীহি
185. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-
- ক. রূপক সমাস
- খ. নিত্য সমাস
- গ. প্রাদী সমাস
- ঘ. অলুক সমাস
উত্তরঃ প্রাদী সমাস
186. ‘শতাব্দী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. শতের অব্দী
- খ. শত অব্দ যার
- গ. শত অব্দের সমাহার
- ঘ. শত শত অব্দ
উত্তরঃ শত অব্দের সমাহার
187. প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নামপদযোগে সৃষ্ট হয়-
- ক. নিত্য সমাস
- খ. অব্যয়ীভাব সমাস
- গ. প্রাদী সমাস
- ঘ. উপমিত কর্মধারয় সমাস
উত্তরঃ প্রাদী সমাস
190. ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
- ক. অব্যয়ীভাব
- খ. কর্মধারয়
- গ. বহুব্রীহি
- ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ বহুব্রীহি
192. ‘বিষবৃক্ষ’ কোন সমাস?
- ক. কর্মধারয় সমাস
- খ. তৎপুরুষ সমাস
- গ. বহুব্রীহি সমাস
- ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ কর্মধারয় সমাস
193. ‘উপকূল’ কোন সমাস?
- ক. বহুব্রীহি সমাস
- খ. তৎপুরুষ সমাস
- গ. অব্যয়ীভাব সমাস
- ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তরঃ অব্যয়ীভাব সমাস
- ক. অব্যয়ীভাব
- খ. তৎপুরুষ
- গ. দ্বিগু
- ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ অব্যয়ীভাব
196. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে?
- ক. অলুক বহুব্রীহি
- খ. সংখ্যাবাচক বহুব্রীহি
- গ. মধ্যপদলোপী বহুব্রীহি
- ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ব্যাধিকরণ বহুব্রীহি
197. ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. তাপের ক্ষুদ্র
- খ. তাপের অণু
- গ. অণুকে যে তাপ
- ঘ. অনুরূপ তাপ
উত্তরঃ তাপের ক্ষুদ্র
198. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
- ক. প্রথম পদে
- খ. শেষ পদে
- গ. সর্বনাম পদে
- ঘ. বিশেষ্য পদে
উত্তরঃ শেষ পদে
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?