সমাস

601. 'উপশহর' কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. অব্যয়ীভাব
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

602. কোনটি ব্যাতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?  

  • ক. চিরসুখী
  • খ. দশানন
  • গ. গায়ে হলুদ
  • ঘ. কানাকানি

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

603.  কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? 

  • ক. চিরসুখী
  • খ. কানাকানি
  • গ. গায়ে হলুদ
  • ঘ. দশানন

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

604. 'সমাস' শব্দের অর্থ কি?

  • ক. সংশ্লেষ
  • খ. বিশ্লেষ
  • গ. সংক্ষেপণ
  • ঘ. সংযোজন

উত্তরঃ সংক্ষেপণ

বিস্তারিত

605. দ্বন্দ্ব সমাস এর সঠিক বিপরীত সমাস কোনটি?

  • ক. অব্যয়ীভাব
  • খ. কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

606. সাহেব, বিবি ও গোলাম কি সমাস?

  • ক. মিলনার্থক দ্বন্দ্ব
  • খ. বিরোধার্থক দ্বন্দ্ব
  • গ. অলুক দ্বন্দ্ব
  • ঘ. বহুপদী দ্বন্দ্ব

উত্তরঃ বহুপদী দ্বন্দ্ব

বিস্তারিত

607. সমাস ভাষাকে কি করে?

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. অর্থপূর্ণ করে
  • ঘ. অর্থের রূপান্তর ঘটায়

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

608. বেমানান (মানানোর অভাব) কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

609. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

610. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

  • ক. তৎপুরুষ
  • খ. অব্যয়ীভাব
  • গ. কর্মধারয়
  • ঘ. দ্বিগু

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

611. 'অসুখ' কোন সমাস ( নাই সুখ যার)?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

612. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

  • ক. আরবি
  • খ. সংস্কৃত
  • গ. ফারসি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

613. নীল যে অম্বর = নীলাম্বর - কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

614. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?

  • ক. উত্তর পদ
  • খ. পর পদ
  • গ. দক্ষিণ পদ
  • ঘ. পূর্ব পদ

উত্তরঃ পর পদ

বিস্তারিত

615. ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?

  • ক. স্বামী-স্ত্রী
  • খ. পতি-পত্নী
  • গ. দম্পতি
  • ঘ. জায়া-পতি

উত্তরঃ দম্পতি

বিস্তারিত

616. নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. দ্বিগু
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

617. ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?

  • ক. পতি-পত্নী
  • খ. দম্পতি
  • গ. জায়া-পতি
  • ঘ. স্বামী-স্ত্রী

উত্তরঃ দম্পতি

বিস্তারিত

618. ”দম্পতি” কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. দ্বন্দ্ব
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

619. শৃঙ্খলাকে অতিক্রান্ত =উচ্ছৃঙ্খল‘ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. অব্যয়ীভাব
  • গ. বহুব্রীহি
  • ঘ. তত্‍পুরুষ

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

620. কুশীলব কোন সমাসের উদাহারণ?

  • ক. কর্মধারয়
  • খ. দ্বিগু
  • গ. দ্বন্দ্বব
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ দ্বন্দ্বব

বিস্তারিত

621. খেচর কোন সমাস -

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

622. নিম্নের কোনটি বহুব্রীহি সমাস?

  • ক. একগুঁয়ে
  • খ. কাঁচা-মিঠা
  • গ. রাজপথ
  • ঘ. উনিশ-বিশ

উত্তরঃ একগুঁয়ে

বিস্তারিত

623. “ইত্যাদি” কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. অব্যয়ীভাব
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

624. ‘মহাত্মা’ কোন সমাস ? 

  • ক. দ্বিগু
  • খ. বহুব্রিহী
  • গ. তৎপুরুষ
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ বহুব্রিহী

বিস্তারিত

625. " জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?

  • ক. দিগু
  • খ. কর্মধারায়
  • গ. দ্বন্দ
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ কর্মধারায়

বিস্তারিত

  • avatar
    Anonymous - 8 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects