সমাস
477. 'ঈগল পাখি' কোন সমাস (ঈগল নামের যে পাখি)?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. কর্মধারয়
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ কর্মধারয়
478. বিশেষণের সাথে বিশেষ্যের সে সমাস হয় তার নাম কি?
- ক. বহুব্রীহি
- খ. কর্মধারয়
- গ. তৎপুরুষ
- ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ কর্মধারয়
479. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
- ক. দ্বিগু
- খ. কর্মধারয়
- গ. অব্যয়ীভাব
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ কর্মধারয়
480. কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
- ক. ফুলকুমারী
- খ. মমতারস
- গ. কৃষ্ণনয়ন
- ঘ. দুগ্ধধবল
উত্তরঃ ফুলকুমারী
481. 'মনমাঝি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. মন যে মাঝি
- খ. মন রূপ মাঝি
- গ. মন মাঝির ন্যায়
- ঘ. মন ও মাঝি
উত্তরঃ মন রূপ মাঝি
483. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
- ক. চিরসুখী
- খ. বেহায়া
- গ. মশা-মাছি
- ঘ. পলান্ন
উত্তরঃ পলান্ন
485. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
- ক. দিলদরিয়া
- খ. মোমবাতি
- গ. শোকানল
- ঘ. মোহনিন্দ্রা
উত্তরঃ মোমবাতি
489. নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?
- ক. মহাকাব্য
- খ. দশানন
- গ. চতুষ্পদী
- ঘ. উপদ্বীপ
উত্তরঃ মহাকাব্য
492. 'মেঘশূন্য' (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. কর্মধারয়
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ তৎপুরুষ
493. 'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
- ক. বহুব্রীহি
- খ. কর্মধারয়
- গ. অব্যয়ীভাব
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ তৎপুরুষ
494. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
- ক. রাজর্ষি
- খ. পীতাম্বর
- গ. গায়ে হলুদ
- ঘ. অহি-নকুল
উত্তরঃ পীতাম্বর
- ক. কর্মধারয়
- খ. বহুব্রীহি
- গ. অব্যয়ীভাব
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ তৎপুরুষ
500. 'দিগম্বর' (দিক অম্বর যার) কোন সমাস?
- ক. অব্যয়ীভাব
- খ. কর্মধারয়
- গ. বহুব্রীহি
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ বহুব্রীহি
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?