সমাস
- ক. অলুক দ্বন্দ্ব
- খ. দ্বিগু
- গ. অব্যয়ীভাব
- ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ অব্যয়ীভাব
552. 'আলুনি' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. আলোর অভাব
- খ. লবণের অভাব
- গ. নেই আলু
- ঘ. আলু নেই যার
উত্তরঃ লবণের অভাব
553. 'প্রকৃষ্ট যে ভাত' কোন সমাস?
- ক. নিত্য সমাস
- খ. কর্মধারয়
- গ. অব্যয়ীভাব
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
554. 'উদ্বাস্তু' কোন সমাসের উদাহরণ?
- ক. প্রাদি
- খ. অব্যয়ীভাব
- গ. বহুব্রীহি
- ঘ. অলুক তৎপুরুষ
উত্তরঃ প্রাদি
555. উপাচার্য শব্দটি কোন শ্রেণীর সমাস?
- ক. প্রাদি তৎপুরুষ
- খ. বহুব্রীহি
- গ. অলুক তৎপুরুষ
- ঘ. উপপদ তৎপুরুষ
উত্তরঃ প্রাদি তৎপুরুষ
556. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- ক. শশব্যস্ত
- খ. কালচক্র
- গ. পরাণপাখি
- ঘ. বহুব্রীহি
উত্তরঃ শশব্যস্ত
557. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. দ্বন্দ্ব
- ঘ. কর্মধারয়
উত্তরঃ কর্মধারয়
558. শবপোড়া শব্দটির কী দোষ দেখা যায়?
- ক. গুরুচণ্ডালী
- খ. দুর্বোধ্যতা
- গ. উপমার প্রয়োগ ভুল
- ঘ. আকাঙক্ষার প্রয়োগ ভুল
উত্তরঃ গুরুচণ্ডালী
559. নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. নাই উৎসাহ
- খ. উৎসাহের অভাব
- গ. উৎসাহ নাই যার
- ঘ. নঞ উৎসাহ
উত্তরঃ উৎসাহের অভাব
560. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- ক. মুখচন্দ্র
- খ. ক্রোধানল
- গ. তুষারশুভ্র
- ঘ. মনমাঝি
উত্তরঃ তুষারশুভ্র
562. কোনটি ”রাজপথ” শব্দের ব্যাসবাক্য?
- ক. পথের রাজা
- খ. রাজার পথ
- গ. রাজাদের পথ
- ঘ. রাজার নির্মিত পথ
উত্তরঃ পথের রাজা
563. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?
- ক. ৪র্থী তৎপুরুষ
- খ. ৩য়া তৎপুরুষ
- গ. ৫মী তৎপুরুষ
- ঘ. ৭মী তৎপুরুষ
উত্তরঃ ৪র্থী তৎপুরুষ
- ক. রাজপুত্র
- খ. গৃহান্তর
- গ. সস্ত্রীক
- ঘ. গায়ে হলুদ
উত্তরঃ গৃহান্তর
565. নিচের কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহর?
- ক. নৃতত্ত্ব
- খ. আলুনি
- গ. নাকে খত
- ঘ. দায়ে ঠেকা
উত্তরঃ আলুনি
568. ‘রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য -
- ক. রাজার মিস্ত্রী
- খ. রাজ যে মিস্ত্রী
- গ. মিস্ত্রীর রাজা
- ঘ. মিস্ত্রী যার রাজ্য
উত্তরঃ মিস্ত্রীর রাজা
569. বিভক্তি লোপ পায় কোন সমাসে?
- ক. অলুক সমাসে
- খ. বহুব্রীহি সমাসে
- গ. কর্মধারয় সমাসে
- ঘ. তৎপুরুষ সমাসে
উত্তরঃ তৎপুরুষ সমাসে
570. ‘চৌরাস্তা’ কোন সমাসের উদাহরণ?
- ক. দ্বিগু কর্মধারয়
- খ. সংখ্যাবাচক বহুব্রীহি
- গ. অলুক বহুব্রীহি
- ঘ. সমানাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ দ্বিগু কর্মধারয়
574. বিরানব্বই কোন সমাস?
- ক. প্রাদি সমাস
- খ. নিত্য সমাস
- গ. অলুক তৎপুরুষ
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ নিত্য সমাস
575. "বর্ণচোরা" কোন ধরনের সমাস?
- ক. উপমান কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. উপপদ তৎপুরুষ
- ঘ. নিত্য সমাস
উত্তরঃ উপপদ তৎপুরুষ
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?