সমাস

451. নিচের কোনটি নিত্য সমাস?

  • ক. বিপদাপন্ন
  • খ. গৃহান্তর
  • গ. চালাক চতুর
  • ঘ. কাপড় চোপড়

উত্তরঃ গৃহান্তর

বিস্তারিত

452. 'জলদ' কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. রূপক কর্মধারয়
  • গ. ব্যতিহার বহুব্রীহি
  • ঘ. উপপদ তৎপুরুষ

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

453. কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?

  • ক. প্রতিচ্ছবি
  • খ. প্রতিবাদ
  • গ. আনত
  • ঘ. অনুগমন

উত্তরঃ আনত

বিস্তারিত

454. কোনটি দ্বন্দ সমাস?

  • ক. গোমড়া মুখো
  • খ. হাট-বাজার
  • গ. রাতকানা
  • ঘ. মধুকণ্ঠী

উত্তরঃ হাট-বাজার

বিস্তারিত

455. 'দুধেভাতে' কোন সমাসের উদাহরণ?

  • ক. অলুক দ্বন্দ
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. দ্বিগু

উত্তরঃ অলুক দ্বন্দ

বিস্তারিত

456. 'যে চালাক সেই চতুর' কোন সমাস?

  • ক. দ্বন্দ সমাস
  • খ. দ্বিগু সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

457. 'পুরুষ সিংহের ন্যায়' কোন সমাসের ব্যাসবাক্য?

  • ক. মধ্যপদলোপী কর্মধারয়
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. উপমান কর্মধারয়
  • ঘ. রূপক কর্মধারয়

উত্তরঃ উপমিত কর্মধারয়

বিস্তারিত

458. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?

  • ক. ছারপোকা
  • খ. গায়ে পড়া
  • গ. গলা কাটা
  • ঘ. জলদ

উত্তরঃ গায়ে পড়া

বিস্তারিত

459. তেল-নুন-লাকড়ি কোন ধরনের সমাস?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. অলুক দ্বন্দ
  • গ. বহুপদী দ্বন্দ
  • ঘ. ব্যতিহার বহুব্রীহি

উত্তরঃ বহুপদী দ্বন্দ

বিস্তারিত

460. 'অন্তরীপ' কোন বহুব্রীহি সমাস?

  • ক. নিপাতনে সিদ্ধ
  • খ. অলুক
  • গ. সমানাধিকরণ
  • ঘ. ব্যতিহার

উত্তরঃ নিপাতনে সিদ্ধ

বিস্তারিত

461. 'শহরের সদৃশ = উপশহর' এখানে কোন অর্থে 'উপ' ব্যবহৃত হয়েছে?

  • ক. অভাব
  • খ. বীপ্সা
  • গ. সামীপ্য
  • ঘ. সদৃশ

উত্তরঃ সদৃশ

বিস্তারিত

462. ব্যপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয়?

  • ক. অলুক
  • খ. দ্বিতীয়া
  • গ. চতুর্থী
  • ঘ. তৃতীয়া

উত্তরঃ দ্বিতীয়া

বিস্তারিত

463. 'বেড়া জালের ন্যায়' কোন সমাসের উদাহরণ?

  • ক. রূপক কর্মধারয়
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. উপমান কর্মধারয়
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ উপমিত কর্মধারয়

বিস্তারিত

464. রক্তে রক্তে লেপন করিয়া যে যুদ্ধ কোন বহুব্রীহি সমাস?

  • ক. নঞ
  • খ. ব্যতিহার
  • গ. নিপাতনে
  • ঘ. সমর্থক

উত্তরঃ ব্যতিহার

বিস্তারিত

465. মেঘশ্যাম উপমান কর্মধারয় সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. শ্যাম এর ন্যায় মেঘ
  • খ. শ্যাম রূপ মেঘ
  • গ. মেঘের মত শ্যাম
  • ঘ. শ্যাম মেঘের মত

উত্তরঃ মেঘের মত শ্যাম

বিস্তারিত

466. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  • ক. মনমাঝি
  • খ. তুষারশুভ্র
  • গ. ক্রোধানল
  • ঘ. মুখচন্দ্র

উত্তরঃ তুষারশুভ্র

বিস্তারিত

467. 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?

  • ক. পঞ্চমী তৎপুরুষ
  • খ. উপপদ তৎপুরুষ
  • গ. প্রাদি সমাস
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

468. 'যৌবন সূর্য' কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী কর্মধারয়
  • খ. দ্বন্দ্ব
  • গ. ষষ্ঠী তৎপুরুষ
  • ঘ. রূপক কর্মধারয়

উত্তরঃ রূপক কর্মধারয়

বিস্তারিত

469. ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে?

  • ক. পূর্বপদ
  • খ. পরপদ
  • গ. সমস্ত পদ
  • ঘ. সমস্যমান পদ

উত্তরঃ সমস্যমান পদ

বিস্তারিত

470. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?

  • ক. বহুব্রীহি
  • খ. তৎপুরুষ
  • গ. দ্বিগু
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ দ্বিগু

বিস্তারিত

471. 'ঘোড়াড্ডিম' কোন জাতীয় শব্দ?

  • ক. তৎসম
  • খ. পদপ্রকরণ
  • গ. সন্ধিবিচ্ছেদ
  • ঘ. সমাসবদ্ধ

উত্তরঃ সমাসবদ্ধ

বিস্তারিত

472. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

  • ক. দুধেভাতে
  • খ. আমরণ
  • গ. অনাসক্ত
  • ঘ. অন্যায়

উত্তরঃ দুধেভাতে

বিস্তারিত

473. 'খাসমহল' (খাস যে মহল) কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. অব্যয়ীভাব
  • গ. তৎপুরুষ
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

474. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

  • ক. একাদশ (একের অধিক দশ)
  • খ. দম্পতি (জায়া ও পতি)
  • গ. নীলকণ্ঠ (নীল কণ্ঠ যার)
  • ঘ. দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব)

উত্তরঃ একাদশ (একের অধিক দশ)

বিস্তারিত

475. 'হারামনি' কোন সমাস (হারিয়েছে যে মনি)?

  • ক. অব্যয়ীভাব
  • খ. বহুব্রীহি
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

  • avatar
    Anonymous - 7 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects