সমাস

376. 'মধুমাখা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • ক. মধু দ্বারা মাখা
  • খ. মধুকে মাখা
  • গ. মধুতে মাখা
  • ঘ. মধুর মাখা

উত্তরঃ মধু দ্বারা মাখা

বিস্তারিত

377. 'প্রতিবাদ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • ক. প্রতির বাদ
  • খ. প্রতির নিমিত্তে বাদ
  • গ. প্রতি যে বাদ
  • ঘ. প্রতিকে বাদ

উত্তরঃ প্রতি যে বাদ

বিস্তারিত

378. 'পত্নীসহ' কোন সমাসের উদাহরণ ?

  • ক. তৃতীয়া তৎপুরুষ
  • খ. চতুর্থী তৎপুরুষ
  • গ. পঞ্চমী তৎপুরুষ
  • ঘ. ষষ্ঠী তৎপুরুষ

উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ

বিস্তারিত

379. কোন বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয় ?

  • ক. সংখ্যাবাচক বহুব্রীহি
  • খ. প্রত্যয়ন্ত বহুব্রীহি
  • গ. অলুক বহুব্রীহি
  • ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

উত্তরঃ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

বিস্তারিত

380. চা - বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব ?

  • ক. সমার্থে
  • খ. বিরোধার্থে
  • গ. মিলনার্থে
  • ঘ. বিপরীতার্থে

উত্তরঃ মিলনার্থে

বিস্তারিত

381. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

  • ক. পূর্বপদ
  • খ. উভয়পদ
  • গ. পরপদ
  • ঘ. মধ্যপদ

উত্তরঃ পরপদ

বিস্তারিত

382. নিচের কোনটি 'বাগদত্তা' শব্দের সঠিক ব্যাসবাক্য ?

  • ক. বাক্ দ্বারা দত্তা
  • খ. বাক্কে দত্তা
  • গ. বাক্ রূপ দত্তা
  • ঘ. বাকের ন্যায় দত্তা

উত্তরঃ বাক্ দ্বারা দত্তা

বিস্তারিত

383. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. বিরোধ
  • খ. পশ্চাৎ
  • গ. অতিপ্রান্ত
  • ঘ. ঈষৎ

উত্তরঃ পশ্চাৎ

বিস্তারিত

384. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ ?

  • ক. দীপ
  • খ. দিপ
  • গ. দ্বীপ
  • ঘ. দ্বিপ

উত্তরঃ দ্বীপ

বিস্তারিত

385. 'পদ্মানাভ' কোন সমাসের উদাহরণ ?

  • ক. আধারাধিকরণ
  • খ. সমানাধিকরণ বহুব্রীহি
  • গ. ব্যধিকরণ বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ ব্যধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

386. 'নির্দয়' কোন সমাসের উদাহরণ ?

  • ক. নঞ বহুব্রীহি সমাস
  • খ. কর্মধারয় সমাস
  • গ. নঞ তৎপুরুষ সমাস
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ নঞ বহুব্রীহি সমাস

বিস্তারিত

387. 'প্রপিতামহ' কি অর্থে অব্যয়ীভাব সমাস ?

  • ক. নিকটবর্তী
  • খ. বিরোধ
  • গ. দূরবর্তী
  • ঘ. অভাব

উত্তরঃ দূরবর্তী

বিস্তারিত

388. সাধারণত কোন সমাসে কোনো ব্যাসবাক্য হয় না ?

  • ক. অলুক দ্বন্দ্ব সমাস
  • খ. নিত্য সমাস
  • গ. উপমিত তৎপুরুষ
  • ঘ. দ্বিগু সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

389. 'পলান্ন' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • ক. পল মিশ্রিত অন্ন
  • খ. পল ও অন্ন
  • গ. পলের অন্ন
  • ঘ. পলের সহিত অন্ন

উত্তরঃ পল মিশ্রিত অন্ন

বিস্তারিত

390. 'ঘরজামাই' কোন সমাস ?

  • ক. তৎপুরুষ
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. রূপক কর্মধারয়
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

391. নিচের কোনটি 'শোকানল' এর সঠিক ব্যাসবাক্য ?

  • ক. শোকের অনল
  • খ. শোকের ন্যায় অনল
  • গ. শোক রূপ অনল
  • ঘ. শোকের অভাব

উত্তরঃ শোক রূপ অনল

বিস্তারিত

392. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • ক. পঙ্কজ
  • খ. সহকর্মী
  • গ. জনৈক
  • ঘ. মধুমাখা

উত্তরঃ জনৈক

বিস্তারিত

393. যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও প্রভৃতি প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?

  • ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  • খ. নঞ বহুব্রীহি
  • গ. অলুক বহুব্রীহি
  • ঘ. ব্যধিকরণ বহুব্রীহি

উত্তরঃ প্রত্যয়ান্ত বহুব্রীহি

বিস্তারিত

394. যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ হয় না তাকে বলে--

  • ক. নিত্য সমাস
  • খ. অলুক সমাস
  • গ. প্রাদি সমাস
  • ঘ. দ্বন্দ্ব সমাস

উত্তরঃ অলুক সমাস

বিস্তারিত

395. সমাস ভাষাকে কি করে?

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. অর্থপূর্ণ করে
  • ঘ. অর্থের রূপান্তর করে

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

396. 'লাঠালাঠি' কোন ধরনের সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. কর্মধারয়
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

397. 'গুরুকে ভক্তি- গুরুভক্তি'। এটি কোন সমাস?

  • ক. ২য়া তৎপুরুষ
  • খ. ৩য়া তৎপুরুষ
  • গ. ৪র্থী তৎপুরুষ
  • ঘ. ৭মী তৎপুরুষ

উত্তরঃ ২য়া তৎপুরুষ

বিস্তারিত

398. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?

  • ক. সমস্তপদ
  • খ. পূর্বপদ
  • গ. উত্তরপদ
  • ঘ. সমস্যমান পদ

উত্তরঃ সমস্যমান পদ

বিস্তারিত

399. সমাস শব্দের অর্থ হলো--

  • ক. সংযোজন
  • খ. বিশ্লেষণ
  • গ. সংশ্লেষণ
  • ঘ. সংক্ষেপণ

উত্তরঃ সংক্ষেপণ

বিস্তারিত

400. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

  • ক. নামপদ
  • খ. উপপদ
  • গ. প্রাতিপাদিক
  • ঘ. উপমিত

উত্তরঃ প্রাতিপাদিক

বিস্তারিত

  • avatar
    Anonymous - 1 month ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects