সমাস

326. কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

  • ক. দা-কুমড়া
  • খ. আয়-ব্যয়
  • গ. জমা-খরচ
  • ঘ. স্বামী-স্ত্রী

উত্তরঃ দা-কুমড়া

বিস্তারিত

327. তৎপুরুষ সমাস কয় প্রকার ?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৮ প্রকার
  • ঘ. ৯ প্রকার

উত্তরঃ ৯ প্রকার

বিস্তারিত

328. তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ?

  • ক. পরপদের
  • খ. বিশেষণ পদের
  • গ. নাম পদের
  • ঘ. বিশেষ্য পদের

উত্তরঃ পরপদের

বিস্তারিত

329. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয় ?

  • ক. ৩য়া
  • খ. ৪র্থী
  • গ. ২য়া
  • ঘ. ৫মী

উত্তরঃ ২য়া

বিস্তারিত

330. নিমিত্তার্থে কোন তৎপুরুষ সমাস হয় ?

  • ক. ২য়া
  • খ. ৪র্থী
  • গ. ৩য়া
  • ঘ. ৫মী

উত্তরঃ ৪র্থী

বিস্তারিত

331. 'রাজহাঁস' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • ক. রাজার হাঁস
  • খ. হাঁসের রাজা
  • গ. হাঁসদের রাজা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ হাঁসের রাজা

বিস্তারিত

332. 'রাজপথ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • ক. রাজার পথ
  • খ. পথের রাজা
  • গ. রাজপুত্রদের পথ
  • ঘ. রাজাদের পথ

উত্তরঃ পথের রাজা

বিস্তারিত

333. যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না, তাকে বলে -

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. নঞ তৎপুরুষ
  • গ. অলুক তৎপুরুষ
  • ঘ. নিমিত্তার্থে তৎপুরুষ

উত্তরঃ অলুক তৎপুরুষ

বিস্তারিত

334. যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে তৃতীয়পদকে বুঝায়, তাকে কি বলে ?

  • ক. দ্বিগু সমাস
  • খ. বহুব্রীহি সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. ব্যতিহার বহুব্রীহি সমাস

উত্তরঃ বহুব্রীহি সমাস

বিস্তারিত

335. পূর্বপদে বিশ্লেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন বহুব্রীহি বলে ?

  • ক. ব্যধিকরণ
  • খ. ব্যতিহার
  • গ. সংখ্যাবাচক
  • ঘ. সমানাধিকরণ

উত্তরঃ ব্যধিকরণ

বিস্তারিত

336. ক্রিয়ার পারস্পরিকতা অর্থে কোন বহুব্রীহি হয় ?

  • ক. নঞ
  • খ. ব্যধিকরণ
  • গ. সমানাধিকরণ
  • ঘ. ব্যতিহার

উত্তরঃ ব্যতিহার

বিস্তারিত

337. নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয় ?

  • ক. বিশেষ্য পদ
  • খ. সর্বনাম পদ
  • গ. বিশেষণ পদ
  • ঘ. অব্যয় পদ

উত্তরঃ বিশেষণ পদ

বিস্তারিত

338. অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয় ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. সর্বনাম

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

339. 'আশীবিষ' অর্থ কি ?

  • ক. ভুজঙ্গ
  • খ. মার্তন্ড
  • গ. হুতাশন
  • ঘ. মাতঙ্গ

উত্তরঃ ভুজঙ্গ

বিস্তারিত

340. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ?

  • ক. নরাধম
  • খ. দ্বীপ
  • গ. বর্ণচোরা
  • ঘ. দোলন

উত্তরঃ দ্বীপ

বিস্তারিত

342. দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ ?

  • ক. ক্রিয়া
  • খ. সর্বনাম
  • গ. বিষেশ্য
  • ঘ. বিশেষণ

উত্তরঃ বিষেশ্য

বিস্তারিত

343. দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রধান হয় ?

  • ক. পরপদ
  • খ. উওরপদ
  • গ. পূর্বপদ
  • ঘ. সমস্তপদ

উত্তরঃ পূর্বপদ

বিস্তারিত

344. দ্বিগু সমাসে পূর্বপদ কি হয় ?

  • ক. নামবাচক বিশেষ্য
  • খ. সংখ্যাবাচক বিশেষ্য
  • গ. সমস্যমান পদ
  • ঘ. সমস্তপদ

উত্তরঃ সংখ্যাবাচক বিশেষ্য

বিস্তারিত

345. দ্বিগু সমাস কোন অর্থে ব্যবহৃত হয় ?

  • ক. সমাহার
  • খ. সমাচার
  • গ. সমাপন
  • ঘ. সমাবেশ

উত্তরঃ সমাহার

বিস্তারিত

346. অনুতাপ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • ক. দ্ব্যর্থকতা
  • খ. ভিন্নার্থকতা
  • গ. অনুরূপ তাপ
  • ঘ. তাপের পশ্চাৎ

উত্তরঃ অনুরূপ তাপ

বিস্তারিত

347. কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে ?

  • ক. দ্বিগু
  • খ. নিত্য
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. উপপদ

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

348. দিনদিন = প্রতিদিন - কোন অর্থে অব্যয়ীভাব ?

  • ক. অতিক্রান্ত
  • খ. বিপ্সা
  • গ. পর্যন্ত
  • ঘ. ক্ষুদ্র

উত্তরঃ বিপ্সা

বিস্তারিত

349. আরক্তিম কোন অর্থে ব্যবহৃত হয় ?

  • ক. পশ্চাৎ
  • খ. সমগ্র
  • গ. ঈষৎ
  • ঘ. বেশী

উত্তরঃ ঈষৎ

বিস্তারিত

350. উপগ্রহ, উপনদী কোন অর্থে অব্যয়ীভাব ?

  • ক. বৃহদার্থে
  • খ. ক্ষুদ্রার্থে
  • গ. সদৃশ অর্থে
  • ঘ. পশ্চাৎ অর্থে

উত্তরঃ ক্ষুদ্রার্থে

বিস্তারিত

  • avatar
    Anonymous - 1 month ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects