সমাস
351. অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ?
- ক. পূর্বপদ
- খ. উত্তরপদ
- গ. উভয়পদ
- ঘ. পরপদ
উত্তরঃ পূর্বপদ
353. যেসব সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায় না, তাকে কি বলে ?
- ক. অপ্রধান সমাস
- খ. প্রধান সমাস
- গ. অলুক সমাস
- ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ অপ্রধান সমাস
355. মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত -
- ক. ঘর হতে ছাড়া = ঘরছাড়া
- খ. অরুণের মতো রাঙ্গা = অরুণরাঙা
- গ. হাসিমাখা মুখ = হাসিমুখ
- ঘ. চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
উত্তরঃ হাসিমাখা মুখ = হাসিমুখ
358. কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
- ক. কম - বেশী
- খ. বাপ - বেটা
- গ. দয়া -মায়া
- ঘ. জলে-স্থলে
উত্তরঃ জলে-স্থলে
359. কোনটি খাঁটি বাংলা দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
- ক. স্বর্গ - নরক
- খ. চাল - ডাল
- গ. জমা-খরচ
- ঘ. চা - বিস্কুট
উত্তরঃ চাল - ডাল
360. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
- ক. সিংহ চিহ্নিত আসন - সিংহাসন
- খ. তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র
- গ. মন রুপ মাঝি - মনমাঝি
- ঘ. সুন্দরী যে লতা = সুন্দর লতা
উত্তরঃ তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র
361. কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহরণ ?
- ক. ক্রোধানল
- খ. পলান্ন
- গ. ঘনশ্যাম
- ঘ. কদাচার
উত্তরঃ ক্রোধানল
- ক. দ্বিগু সমাস
- খ. অব্যয়ীভাব সমাস
- গ. কর্মধারয় সমাস
- ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তরঃ কর্মধারয় সমাস
363. পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলে -
- ক. তৎপুরুষ
- খ. বহুব্রীহি
- গ. কর্মধারয়
- ঘ. দ্বিগু
উত্তরঃ তৎপুরুষ
364. 'স্কুল পালানো' কোন সমাসের উদাহরণ ?
- ক. দ্বিতীয়া তৎপুরুষ
- খ. তৃতীয়া তৎপুরুষ
- গ. চতুর্থী তৎপুরুষ
- ঘ. পঞ্চমী তৎপুরুষ
উত্তরঃ পঞ্চমী তৎপুরুষ
365. 'ছেলেধরা' কোন সমাসের উদাহরণ ?
- ক. অলুক তৎপুরুষ
- খ. উপপদ তৎপুরুষ
- গ. ষষ্ঠী তৎপুরুষ
- ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ উপপদ তৎপুরুষ
366. যে সমাসে সমস্যমান পদগুলির পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে ?
- ক. বহুব্রীহি
- খ. তৎপুরুষ
- গ. অব্যয়ীভাব
- ঘ. কর্মধারয়
উত্তরঃ বহুব্রীহি
367. 'হাতেখড়ি' কোন সমাসের উদাহরণ ?
- ক. সমানাধিকরণ বহুব্রীহি
- খ. অলুক বহুব্রীহি
- গ. ব্যতিহার বহুব্রীহি
- ঘ. মধ্যেপদলোপী বহুব্রীহি
উত্তরঃ অলুক বহুব্রীহি
368. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ?
- ক. নদীমাতা যার - নদীমাতৃক
- খ. কথা সর্বস্ব যার - কথাসর্বস্ব
- গ. খোশ মেজাজ যার - খোশমেজাজ
- ঘ. দুদিকে অপ যার - দীপ
উত্তরঃ দুদিকে অপ যার - দীপ
369. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
- ক. মরণ পর্যন্ত - আমরণ
- খ. তিন কালের সমাহার - ত্রিকাল
- গ. ন জ্ঞান যার - অজ্ঞান
- ঘ. দশ আনন যার - দশানন
উত্তরঃ মরণ পর্যন্ত - আমরণ
371. কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না ?
- ক. উপপদ তৎপুরুষ সমাস
- খ. অলুক সমাস
- গ. প্রাদি সমাস
- ঘ. নিত্য সমাস
উত্তরঃ নিত্য সমাস
373. কোন সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ হয় ?
- ক. অলুক তৎপুরুষ সমাস
- খ. দ্বিগু সমাসে
- গ. উপপদ তৎপুরুষ সমাস
- ঘ. নিত্য সমাস
উত্তরঃ উপপদ তৎপুরুষ সমাস
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?