সমাস

401. 'লাঠালাঠি' শব্দটির সমাস--

  • ক. দ্বন্দ্ব
  • খ. বহুব্রীহি
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

402. 'হরবোলা' কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. বহুব্রীহি
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

403. নীল যে অম্বর = নীলাম্বর- কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

404. 'কানাকানি' শব্দটি কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. কর্মধারয়
  • গ. দ্বিগু
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

405. 'ফুলকুমারী' কোন সমাস?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. উপমান কর্মধারয়
  • গ. রূপক কর্মধারয়
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ রূপক কর্মধারয়

বিস্তারিত

406. 'দম্পতি' কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. তৎপুরুষ
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

407. 'গোঁফ খেজুরে' কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. ব্যাতিহার বহুব্রীহি
  • গ. ব্যধিকরণ বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

408. 'হাতাহাতি' কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. কর্মধারয়
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

409. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব?

  • ক. বিপরীত
  • খ. মিলন
  • গ. সমার্থক
  • ঘ. বিরোধ

উত্তরঃ সমার্থক

বিস্তারিত

410. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে?

  • ক. নিত্য সমাস
  • খ. অলুক সমাস
  • গ. প্রাদি সমাস
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

411. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. তেমাথা
  • খ. চা-বিস্কুট
  • গ. মনগড়া
  • ঘ. মহাত্মা

উত্তরঃ মহাত্মা

বিস্তারিত

412. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?

  • ক. কাগজ ও পত্র = কাগজপত্র
  • খ. সাপে ও নেউলে = সাপে নেউলে
  • গ. কাগজ ও কলম = কাগজকলম
  • ঘ. যাকে ও তাকে = যাকেতাকে

উত্তরঃ সাপে ও নেউলে = সাপে নেউলে

বিস্তারিত

413. উপশহর শব্দটি কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

414. 'জমাখরচ' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য হলো--

  • ক. জমা ও খরচ
  • খ. জমার খরচ
  • গ. জমাকে খরচ
  • ঘ. জমা থেকে খরচ

উত্তরঃ জমা ও খরচ

বিস্তারিত

415. অলুক তৎপুরুষ সমাস 'তেলেভাজা'র ব্যাসবাক্য কি?

  • ক. তেলে ভাজা
  • খ. তেল দ্বারা ভাজা
  • গ. তেলের ওপর ভাজা
  • ঘ. তেলের মধ্যে ভাজা

উত্তরঃ তেলে ভাজা

বিস্তারিত

416. 'কলুর বলদ' কোন সমাস?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. অলুক তৎপুরুষ
  • গ. মধ্যপদলোপী কর্মধারয়
  • ঘ. উপমিত কর্মধারয়

উত্তরঃ অলুক তৎপুরুষ

বিস্তারিত

417. বাসবাক্যটির সমাস নির্নয় করুন। কাজলের মত কালো--

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • গ. উপমান বহুব্রীহি
  • ঘ. উপমান কর্মধারয়

উত্তরঃ উপমান কর্মধারয়

বিস্তারিত

418. মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত--

  • ক. ঘর থেকে ছেড়ে = ঘরছাড়া
  • খ. অরুণের মত রাঙা = অরুণরাঙা
  • গ. হাসিমাখা মুখ = হাসিমুখ
  • ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী

উত্তরঃ হাসিমাখা মুখ = হাসিমুখ

বিস্তারিত

419. কোনটি ঈসৎ অর্থে অব্যয়ীভাব সমাস?

  • ক. আজীবন
  • খ. আরক্তিম
  • গ. আগাছা
  • ঘ. আলুনী

উত্তরঃ আরক্তিম

বিস্তারিত

420. 'গাঁয়ে হলুদ' কোন সমাস?

  • ক. অলুক দ্বন্দ্ব
  • খ. অলুক তৎপুরুষ
  • গ. অলুক বহুব্রীহি
  • ঘ. ব্যাতিহার বহুব্রীহি

উত্তরঃ অলুক বহুব্রীহি

বিস্তারিত

421. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?

  • ক. রাজর্ষি
  • খ. অহিনকুল
  • গ. নীলকণ্ঠ
  • ঘ. গ্রামান্তর

উত্তরঃ অহিনকুল

বিস্তারিত

422. 'পদচ্যুত' কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. বহুব্রীহি
  • গ. তৎপুরুষ
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

423. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে---

  • ক. অলুক সমাস
  • খ. রূপক সমাস
  • গ. প্রাদি সমাস
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ প্রাদি সমাস

বিস্তারিত

424. কোন সমাসের ব্যাসবাক্যের প্রয়োজন হয় না?

  • ক. উপপদ তৎপুরুষ সমাস
  • খ. অলুক সমাস
  • গ. প্রাদি সমাস
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

425. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

  • ক. আমরা
  • খ. উপশহর
  • গ. গো-ধরা
  • ঘ. পরিভ্রমণ

উত্তরঃ আমরা

বিস্তারিত

  • avatar
    Anonymous - 1 month ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects