সমাস
301. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
- ক. দ্বন্দ্ব সমাস
- খ. অব্যয়ীভাব সমাস
- গ. তৎপুরুষ সমাস
- ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
303. 'শশব্যস্ত' কোন সমাস(শশকের ন্যায় ব্যস্ত)?
- ক. কর্মধারয়
- খ. তৎপুরুষ
- গ. বহুব্রীহি
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ কর্মধারয়
306. রতনে রতন চিনে
- ক. সম্প্রদানে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. কর্তায় ৭মী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ সম্প্রদানে ৭মী
307. অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের একপদে পরিণত হওয়ার নাম কি ?
- ক. সমাস
- খ. কারক
- গ. বচন
- ঘ. বাচ্য
উত্তরঃ সমাস
311. সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তার নাম কি ?
- ক. সরল বাক্য
- খ. মিশ্র বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য
উত্তরঃ ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য
312. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে কি বলে ?
- ক. অলুক তৎপুরুষ
- খ. উপপদ তৎপুরুষ
- গ. কৃ -তৎপুরুষ
- ঘ. অলুক তৎপুরুষ
উত্তরঃ উপপদ তৎপুরুষ
314. সমাসবদ্ধ পদের পূর্ববর্তী পদকে কি বলে ?
- ক. পূর্বপদ
- খ. পরপদ
- গ. বিষেশ্য পদ
- ঘ. বিশেষণ পদ
উত্তরঃ পূর্বপদ
315. পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপের ফলে যে সমাস হয়, তার নাম কি ?
- ক. তৃতীয়া তৎপুরুষ
- খ. সপ্তমী তৎপুরুষ
- গ. ষষ্ঠী তৎপুরুষ
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ
317. সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
320. উভয় পদের অর্থ প্রধান হয় কোন সমাসে ?
- ক. দ্বন্দ্ব
- খ. তৎপুরুষ
- গ. অব্যয়ীভাব
- ঘ. দ্বিগু
উত্তরঃ দ্বন্দ্ব
321. দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে সম্বন্দ্ধ বুঝাবার জন্য কয়টি অব্যয় ব্যবহৃত হয় ?
- ক. ৩ টি
- খ. ২ টি
- গ. ৪ টি
- ঘ. ৫ টি
উত্তরঃ ৩ টি
322. কর্মে পরস্পর বুঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কোন সমাস হয় ?
- ক. তৎপুরুষ
- খ. দ্বিগু
- গ. কর্মধারয়
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ কর্মধারয়
323. হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস ?
- ক. মিলনার্থে
- খ. বিরোধার্থে
- গ. সমার্থে
- ঘ. বিপরীতার্থে
উত্তরঃ সমার্থে
324. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস ?
- ক. দুধে -ভাতে
- খ. কাগজ-পত্র
- গ. ভাই-বোন
- ঘ. জমা-খরচ
উত্তরঃ কাগজ-পত্র
325. দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি ?
- ক. তৎপুরুষ
- খ. দ্বিগু
- গ. বহুব্রীহি
- ঘ. কর্মধারয়
উত্তরঃ বহুব্রীহি
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?