তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী সিভিল
1. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কোন শতাব্দীতে ভারতবর্ষে আসেন?
- ক. একাদশ
- খ. দ্বাদশ
- গ. ত্রয়োদশ
- ঘ. পঞ্চদশ
2. মুক্তিযুদ্ধের সময়ে ‘মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ক. ৭
- খ. ৮
- গ. ৯
- ঘ. ১০
3. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ খ্যাত বাদক দলের নাম -
- ক. পিঙ্ক ফ্লয়েড
- খ. বি-গিস
- গ. বিটলস্
- ঘ. ডিপরাসল
4. বঙ্গবন্ধু কোন সালের কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?
- ক. ১৯৭২ সালের ৮ জানুয়ারি
- খ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
- গ. ১৯৭২ সালের ১১ জানুয়ারি
- ঘ. ১৯৭২ সালের ১২ জানুয়ারি
5. ঐতিহাসিক ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ক. ঢাকায়
- খ. আগরতলায়
- গ. লাহোরে
- ঘ. করাচিতে
6. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় -
- ক. ১০ এপ্রিল ১৯৭১
- খ. ১৭ এপ্রিল ১৯৭১
- গ. ১৭ মে ১৯৭১
- ঘ. ২৭ মে ১৯৭১
7. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম -
- ক. বিজয় কেতন
- খ. রক্তসোপান
- গ. স্বাধীনতা সোপান
- ঘ. বিজয় স্তম্ভ
8. বাংলাদেশের সুপ্রীপ কোর্টের কয়টি বিভাগ?
- ক. ৫টি
- খ. ৪টি
- গ. ৩টি
- ঘ. ২টি
9. বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি?
- ক. এয়ার বাংলা
- খ. জিএমজি
- গ. অ্যারোবেঙ্গল এয়ারলাইন্স
- ঘ. বাংলাদেশ বিমান
10. খাসিয়া উপজাতিরা কোন জেলায় অধিক সংখ্যায় বাস করে?
- ক. ময়মনসিংহ
- খ. রাঙ্গামাটি
- গ. পটুয়াখালী
- ঘ. সিলেট
11. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম -
- ক. রংপুর
- খ. ময়মনসিংহ
- গ. সিলেট
- ঘ. জামালপুর
12. সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়াল্র্ড হেরিটেজ?
- ক. ৫২২তম
- খ. ৬২০তম
- গ. ৭৯৮তম
- ঘ. ৮৯৮তম
13. জাতীয় শিশু দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ১৭ মার্চ
- খ. ১৭ এপ্রিল
- গ. ১৭ জুন
- ঘ. ১০ এপ্রিল
14. স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত?
- ক. জেনেভায়
- খ. হেগে
- গ. প্যারিসে
- ঘ. লন্ডনে
15. এশিয়ান উন্নয়ন ব্যাংক (ABM) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ম্যানিলা
- খ. জাকার্তা
- গ. জেনেভা
- ঘ. ভিয়েনা
16. কোন সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়?
- ক. ১৮৯৬
- খ. ১৮৯৯
- গ. ১৯০০
- ঘ. ১৯০১
17. কোন দেশকে ‘সমুদ্রের বধূ’ বলা হয়?
- ক. মিসর
- খ. মালয়েশিয়া
- গ. গ্রেট ব্রিটেন
- ঘ. জাপান
18. কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা দেয়?
- ক. জর্ডান
- খ. সৌদি আরব
- গ. কুয়েত
- ঘ. ইরাক
- ক. ইউরি গ্যাগারিন
- খ. লাইকা
- গ. ভেলেন্টিনা তেরেসকোভা
- ঘ. নীল আমস্ট্রং
20. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. মালদ্বীপ
21. হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. ইতালি
- ঘ. ফ্রান্স
22. ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে লাভ করেন?
- ক. অ্যাঙ্গাস ডিটন
- খ. মারলন জেমস
- গ. অ্যান্ডু উইলস
- ঘ. হান কাং
23. সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ কি নামে পরিচিত?
- ক. ওশেনিয়া
- খ. ইউরেশিয়া
- গ. বলশেভিয়া
- ঘ. পলিনেশিয়া
24. ‘ফ্যাসিজম’ এর প্রবর্তক কে?
- ক. গর্বাচেভ
- খ. মুসোলিনি
- গ. হিটলার
- ঘ. মাও সে তুং
25. মদিনা শরীফের পূর্ব নাম কি?
- ক. আল হারামাইন
- খ. আলমদিনা
- গ. ইয়াসরিব
- ঘ. মদিনাতুর রহমান