তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী সিভিল
28. ১ থেকে ৪৯ পর্যন্ত স্বাভাবিক (পূর্ণ) সংখ্যাগুলোর গড় কত?
- ক. ২৩
- খ. ২৫
- গ. ২৪.৫
- ঘ. ২৫.৫
30. x2 - x - 20 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
- ক. (x -5) (x - 4)
- খ. (x + 5) (x + 4)
- গ. (x -5) (x + 4)
- ঘ. (x + 5) (x - 4)
31. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার। পরিধি ৮ মিটার হলে ব্যাসার্ধ কত?
- ক. ২ মিটার
- খ. ৪ মিটার
- গ. ৫ মিটার
- ঘ. ৩ মিটার
33. একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5 মিটার ও অতিভুজ 13 মিটার হলে ত্রিভুজের পরিসীমা হবে -
- ক. 25 মিটার
- খ. 35 মিটার
- গ. 30 মিটার
- ঘ. 36 মিটার
34. বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
- ক. ৮ বছর
- খ. ১২ ১/২ বছর
- গ. ১০ বছর
- ঘ. ১৪ বছর
35. a + b = 4 এবং a - b = 2 হলে a2 + b2 এর মান কত?
- ক. 5
- খ. 10
- গ. 15
- ঘ. 20
37. ২৫ থেকে কোনো সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা ৫ বেশি হবে?
- ক. ৭
- খ. ৯
- গ. ১০
- ঘ. ১২
38. ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ক. ১২টি
- খ. ১০টি
- গ. ৯টি
- ঘ. ৮টি
39. ৫, ৭, ২৪ এর গাণিতিক গড়; ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
- ক. ২০
- খ. ১৬
- গ. ১৪
- ঘ. ২৪
41. দুইটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তরফল 10 হলে বড় সংখ্যাটি কত?
- ক. 35
- খ. 40
- গ. 50
- ঘ. 60
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
43. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
- ক. স্বর্ণলতা
- খ. কপালকুণ্ডলা
- গ. আলারের ঘরের দুলাল
- ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
44. ‘বীরাঙ্গনা কাব্য’ কার রচনা?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. অক্ষয় কুমার দত্ত
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
45. ‘মৃত্যুক্ষধা’ উপন্যাসটি কে রচনা করেন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রামমোহন রায়
46. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক?
- ক. কৃষ্ণকুমারী
- খ. রক্তকরবী
- গ. বসন্তকুমারী
- ঘ. সধবার একাদশী
47. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে/কে বাঁচিতে চায়?’ - উক্তিটি কার?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
- ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. মানিক বন্দ্যোপাধ্যায়
- ঘ. কাজী নজরুল ইসলাম
49. বাংলা গদ্যের জনক কালে বলা হয়?
- ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. প্যারিচাঁদ মিত্র
- ঘ. কালীপ্রসন্ন সিংহ
50. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটির রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. সৈয়দ মঞ্জুরুল ইসলাম