সমাস
226. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. হাতে খড়ি
- খ. হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
- গ. খড়ির হাত
- ঘ. হাতে দেয়া খড়ি
উত্তরঃ হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
227. পূর্বপদে ‘প্র’ উপসর্গ যোগে যে সমাস হয় তার নাম কি?
- ক. প্রাদি
- খ. নিত্য
- গ. কর্মধারয়
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ প্রাদি
228. প্রাণ রূপ পাখি = প্রাণপাখি- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
- ক. রূপক
- খ. মধ্যপদলোপী
- গ. উপমান
- ঘ. উপমিত
উত্তরঃ রূপক
229. অরুণের মত রাঙা = অরুণরাঙা- কোন কর্মধারয় সমাস?
- ক. মধ্যপদলোপী
- খ. উপমিত
- গ. রূপক
- ঘ. উপমান
উত্তরঃ উপমান
232. ‘কাজল-কাল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. কাজলের ন্যায় কালো
- খ. কাজল রূপ কালো
- গ. কাজল ও কালো
- ঘ. কালো যে কাজল
উত্তরঃ কাজলের ন্যায় কালো
233. উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে কি বলা হয়?
- ক. উপমান কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. রূপক কর্মধারয়
- ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ উপমিত কর্মধারয়
234. রূপক কর্মধারয় -এর সমস্তপদ কোনটি?
- ক. মহাপুরুষ
- খ. ঘনশ্যাম
- গ. বিষাদসিন্ধু
- ঘ. তুষার শুভ্র
উত্তরঃ বিষাদসিন্ধু
235. ‘ছাগদুগ্ধ’ এই সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. ছাগের দুগ্ধ
- খ. ছাগ ও দুগ্ধ
- গ. ছাগী হতে দুগ্ধ
- ঘ. ছাগীর দুগ্ধ
উত্তরঃ ছাগীর দুগ্ধ
236. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
- ক. কলেছাঁটা
- খ. মাথায় ছাতা
- গ. হাতেকলমে
- ঘ. গায়েহলুদ
উত্তরঃ কলেছাঁটা
238. ‘হা-ভাত’ সমস্ত পদটির সঠিক ব্রাসবাক্য কোনটি?
- ক. হা ও ভাত
- খ. ভাতের অভাব
- গ. হাতে ও ভাতে
- ঘ. যেই হা সেই ভাত
উত্তরঃ ভাতের অভাব
241. কোন সমাসে কোন ব্যাসবাক্য হয় না?
- ক. অলুক সামসে
- খ. প্রাদী সমাসে
- গ. নিত্য সমাসে
- ঘ. অব্যয়ীভাব সমাসে
উত্তরঃ নিত্য সমাসে
242. আশীতে বিষ যার = আশীবিষ -কোন বহুব্রীহি সমাস?
- ক. ব্যধিকরণ
- খ. অলুক
- গ. প্রত্যয়ান্ত
- ঘ. ব্যতিহার
উত্তরঃ ব্যধিকরণ
243. ঈষৎ রক্তিম = আরক্তিম -এখানে ‘আ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অনিক্রমতা
- খ. ঈষৎ
- গ. সমগ্র
- ঘ. বিরোধ
উত্তরঃ ঈষৎ
244. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
- ক. পুত্রের রাজা
- খ. রাজার পুত্র
- গ. রাজা যে পুত্র
- ঘ. জাতিবিশেষ
উত্তরঃ জাতিবিশেষ
245. কূলের সমীপে = উপকুল -এটা কোন সমাস?
- ক. দ্বিগু সমাস
- খ. অব্যয়ীভাব সমাস
- গ. দ্বন্দ্ব সমাস
- ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ অব্যয়ীভাব সমাস
246. ‘নির্দয়’ কোন সমাস?
- ক. নিত্য সমাস
- খ. নঞ বহুব্রীহি সমাস
- গ. অব্যয়ীভাব সমাস
- ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ নঞ বহুব্রীহি সমাস
- ক. রূপক কর্মধারয়
- খ. মধ্যপদলোপী কর্মধারয়
- গ. উপমান কর্মধারয়
- ঘ. উপমিত কর্মধারয়
উত্তরঃ রূপক কর্মধারয়
248. দশানন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. দশ ও আনন
- খ. দশ সংখ্যক আনন
- গ. দশ আননের সমাহার
- ঘ. দশ আনন আছে যার
উত্তরঃ দশ আনন আছে যার
249. ‘অনুপ্রেরণা’ কোন মাসের উদাহরণ?
- ক. বহুব্রীহি সমাস
- খ. প্রাদি সমাস
- গ. নিত্য সমাসে
- ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ অব্যয়ীভাব সমাস
- ক. কর পল্লবের মত
- খ. রাতে কানা
- গ. ছেলে ধরে যে
- ঘ. পঞ্চ বটের সমাহার
উত্তরঃ ছেলে ধরে যে
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?