সমাস
- ক. বহুব্রীহি
 - খ. দ্বন্দ্ব
 - গ. তৎপুরুষ
 - ঘ. কর্মধারয়
 
উত্তরঃ বহুব্রীহি
153. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
- ক. দ্বন্দ্ব সমাস
 - খ. রূপক সমাস
 - গ. বহুব্রীহি সমাস
 - ঘ. দ্বিগু সমাস
 
উত্তরঃ দ্বিগু সমাস
154. ‘শতাব্দী’ কোন সমাস?
- ক. দ্বিগু সমাস
 - খ. বহুব্রীহি সমাস
 - গ. তৎপুরুষ সমাস
 - ঘ. কর্মধারয় সমাস
 
উত্তরঃ দ্বিগু সমাস
155. ‘পঞ্চনদ’ কোন সমাসের উদহারণ?
- ক. বহুব্রীহি
 - খ. অব্যয়ীভাব
 - গ. দ্বিগু
 - ঘ. ব্যতিহার বহুব্রীহি
 
উত্তরঃ দ্বিগু
157. ‘বেহায়া’ কেন সমাস?
- ক. দ্বন্দ্ব সমাস
 - খ. নিত্য সমাস
 - গ. বহুব্রীহি সমাস
 - ঘ. অব্যয়ীভাব সমাস
 
উত্তরঃ অব্যয়ীভাব সমাস
- ক. দ্বন্দ্ব
 - খ. দ্বিগু
 - গ. অব্যয়ীভাব
 - ঘ. কর্মধারয়
 
উত্তরঃ অব্যয়ীভাব
164. ‘কলুর বলদ’ কোন সমাস?
- ক. উপপদ তৎপুরুষ
 - খ. অলুক তৎপুরুষ
 - গ. মধ্যপদলোপী কর্মধারয়
 - ঘ. উপমিত কর্মধারয়
 
উত্তরঃ অলুক তৎপুরুষ
165. যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে-
- ক. দ্বন্দ্ব সমাস
 - খ. অব্যয়ীভাব সমাস
 - গ. কর্মধারয় সমাস
 - ঘ. নিত্য সমাস
 
উত্তরঃ নিত্য সমাস
166. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাহাকে কোন সমাস বলে?
- ক. নিত্য সমাস
 - খ. অলুক দ্বন্দ্ব
 - গ. প্রাদি সমাস
 - ঘ. অব্যয়ীভাব
 
উত্তরঃ নিত্য সমাস
167. পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে-
- ক. রূপক সমাস
 - খ. নিত্য সমাস
 - গ. প্রাদি সমাস
 - ঘ. অলুক সমাস
 
উত্তরঃ প্রাদি সমাস
168. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
- ক. বহুব্রীহি
 - খ. কর্মধারয়
 - গ. সুপসুপা
 - ঘ. অব্যয়ীভাব
 
উত্তরঃ অব্যয়ীভাব
169. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
- ক. মধ্যপদলোপী কর্মধারয়
 - খ. ষষ্ঠী তৎপুরুষ
 - গ. পঞ্চমী তৎপুরুষ
 - ঘ. উপমান কর্মধারয়
 
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
170. সমাস ভাষাকে কি করে?
- ক. সংক্ষেপ করে
 - খ. বিস্তৃত করে
 - গ. অর্থের রূপান্তর ঘটায়
 - ঘ. অর্থপূর্ণ করে
 
উত্তরঃ সংক্ষেপ করে
171. 'হারমণি' কোন সমাস(হারিয়েছে যে মণি)?
- ক. তৎপুরুষ
 - খ. কর্মধারয়
 - গ. বহুব্রীহি
 - ঘ. অব্যয়ীভাব
 
উত্তরঃ কর্মধারয়
173. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. মহতী যে কীর্তি
 - খ. মহা যে কীর্তি
 - গ. মহান যে কীর্তি
 - ঘ. মহান কীর্তি যার
 
উত্তরঃ মহতী যে কীর্তি
175. আয়ের উপর কর=আয়কর, কোন সমাস?
- ক. দ্বন্দ্ব সমাস
 - খ. মধ্যপদলোপী কর্মধারয়
 - গ. বহুব্রীহি সমাস
 - ঘ. কোনটিই না
 
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
-  
  Anonymous - 1 year ago
‘তপোবন’ কোন সমাস?