সমাস

126. সমাস নিষ্পন্ন পদটির নাম কি?

  • ক. অব্যয় পদ
  • খ. বিগ্রহ পদ
  • গ. সমস্যমান পদ
  • ঘ. সমস্ত পদ

উত্তরঃ সমস্ত পদ

বিস্তারিত

127. ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?

  • ক. সাধারণ দ্বন্দ্ব
  • খ. অলুক দ্বন্দ্ব
  • গ. একশেষ দ্বন্দ্ব
  • ঘ. সমার্থক দ্বন্দ্ব

উত্তরঃ সাধারণ দ্বন্দ্ব

বিস্তারিত

128. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সামস?

  • ক. কাগজ ও পত্র = কাগজ পত্র
  • খ. সাপে ও নেউলে = সাপে নেউলে
  • গ. কাগজ ও কলম = কাগজ-কলম
  • ঘ. যাকে ও তাকে = যাকে তাকে

উত্তরঃ যাকে ও তাকে = যাকে তাকে

বিস্তারিত

129. ‘নীল যে আকাশ = নীলাকাশ’ কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. দ্বিগু
  • গ. কর্মধারয়
  • ঘ. অভ্যয়ভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

130. ‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

131. ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

132. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?

  • ক. ষষ্ঠী তৎপুরুষ
  • খ. মধ্যপদলোপী কর্মধারয়
  • গ. নিমিত্তার্থে ষষ্ঠী
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

133. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত

  • ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
  • খ. অরুণের মত রাঙ্গা-অরুণরাঙা
  • গ. হাসিমাখা মুখ-হাসিমুখ
  • ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী

উত্তরঃ হাসিমাখা মুখ-হাসিমুখ

বিস্তারিত

134. ‘গোবর গণেশ’ কোন সমাস?

  • ক. উপমান কর্মধারায়
  • খ. মধ্যপদলোপী কর্মধারয়
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. দ্বিগু

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

136. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো-

  • ক. চাঁদমুখের ন্যায়
  • খ. চাঁদের মত মুখ
  • গ. চাঁদ মুখ যার
  • ঘ. চাঁদ রূপ মুখ

উত্তরঃ চাঁদের মত মুখ

বিস্তারিত

137. চাঁদমুখ কোন সমাস

  • ক. উপমান
  • খ. উপমিত
  • গ. রূপক
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ রূপক

বিস্তারিত

138. ‘ফুলকুমারী’ শব্দটি কোন সামস?

  • ক. উপমিত
  • খ. উপমান
  • গ. রূপক
  • ঘ. ষষ্ঠী তৎপুরুষ

উত্তরঃ রূপক

বিস্তারিত

139. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?

  • ক. মনমাঝি
  • খ. জলযান
  • গ. সিংহদ্বার
  • ঘ. একাদশ

উত্তরঃ মনমাঝি

বিস্তারিত

140. ‘সহোদর’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

141. কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?

  • ক. বীণাপাণি
  • খ. সিংহাসন
  • গ. চৌরাস্তা
  • ঘ. বাচষ্পতি

উত্তরঃ বীণাপাণি

বিস্তারিত

142. ‘সোনামুখী’ কোন সমাস?

  • ক. উপমান
  • খ. উপমিত
  • গ. রূপক
  • ঘ. মধ্যপদলোপী

উত্তরঃ মধ্যপদলোপী

বিস্তারিত

143. ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি?

  • ক. ধর্ম নেই যার
  • খ. ধর্মহীন যে
  • গ. ধর্মের অভাব
  • ঘ. নেই ধর্ম যার

উত্তরঃ নেই ধর্ম যার

বিস্তারিত

144. ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?

  • ক. প্রাদি সমাস
  • খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস

বিস্তারিত

145. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদারহণ?

  • ক. কানাকানি
  • খ. আশীবিষ
  • গ. হাতেখড়ি
  • ঘ. হাতেনাতে

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

146. ‘কানাকানি’ শব্দটি কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. কর্মধারয়
  • গ. দ্বিগু
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

147. কোনটি বহুব্রীহি সমাসের উদারহণ

  • ক. তেমাথা
  • খ. মনগড়া
  • গ. চা-বিস্কুট
  • ঘ. হাতাহাতি

উত্তরঃ হাতাহাতি

বিস্তারিত

148. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ?

  • ক. দশহাতি
  • খ. হাতাহাতি
  • গ. দশানন
  • ঘ. দ্বিপদ

উত্তরঃ হাতাহাতি

বিস্তারিত

149. ‘গোফ খেজুরে’ কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. ব্যধিকরণ বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

150. “চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ = চন্দ্রমুখ।” এটি কোন সমাসের উদাহরণ?

  • ক. উপমান কর্মধারয়
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

  • avatar
    Anonymous - 7 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects