সমাস

101. ‘কালসাপ’ কোন সমাস?

  • ক. নিত্য সমাস
  • খ. দ্বন্দ্ব সমাস
  • গ. বহুব্রীহি সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

102. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?

  • ক. দ্বন্দ্ব
  • খ. কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

103. গোঁফ খেজুরে কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. ব্যাধিকরণ বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ ব্যাধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

104. ‘মহানবী’ কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

105. দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?

  • ক. ত্রিফলা
  • খ. হরিণ-চপল
  • গ. কালান্তর
  • ঘ. গায়ে-হলুদ

উত্তরঃ ত্রিফলা

বিস্তারিত

106. ‘জজসাহেব’ কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

107. ‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. বহুব্রীহি
  • গ. তৎপুরুষ
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

108. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?

  • ক. কর্মধারয়
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বিগু
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ দ্বিগু

বিস্তারিত

109. ‘কাজলকালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. কাজলের ন্যায় কালো
  • খ. কাজল ও কালো
  • গ. কাজল রূপ কালো
  • ঘ. কালো ও কাজল

উত্তরঃ কাজলের ন্যায় কালো

বিস্তারিত

110. ‘উপকূল’ কোন সমাস?

  • ক. দ্বিগু সমাস
  • খ. তৎপুরুষ সমাস
  • গ. কর্মধারয় সমাস
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ অব্যয়ীভাব সমাস

বিস্তারিত

111. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. নিত্য সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

112. কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  • ক. পদ্মপাতা
  • খ. নীলপদ্ম
  • গ. পদ্মনয়না
  • ঘ. পদ্মপলাশ

উত্তরঃ নীলপদ্ম

বিস্তারিত

113. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বিগু
  • খ. কর্মধারয়
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

114. ‘লাঠালাঠি’ - এটি কোন সমাস?

  • ক. প্রাদি সমাস
  • খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস

বিস্তারিত

115. ‘কোলাকুলি’ কোন সমাস?

  • ক. ব্যধিকরণ বহুব্রীহি
  • খ. অলুক বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. ব্যতিহার বহুব্রীহি

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি

বিস্তারিত

116. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?

  • ক. সমস্যমান পদ
  • খ. সমস্তপদ
  • গ. উত্তরপদ
  • ঘ. পূর্বপদ

উত্তরঃ সমস্যমান পদ

বিস্তারিত

117. সমাস কত প্রকার

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৬ প্রকার
  • ঘ. ৮ প্রকার

উত্তরঃ ৬ প্রকার

বিস্তারিত

118. ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. জমা ও খরচ
  • খ. জমাকে খরচ
  • গ. জমা থেকে খরচ
  • ঘ. জমার খরচ

উত্তরঃ জমা ও খরচ

বিস্তারিত

119. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

  • ক. সিংহাসন
  • খ. ভাই-বোন
  • গ. কানাকানি
  • ঘ. গাছপাকা

উত্তরঃ ভাই-বোন

বিস্তারিত

120. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?

  • ক. স্বামী-স্ত্রী
  • খ. পতি-পত্নী
  • গ. দম্পতি
  • ঘ. জায়া-পতি

উত্তরঃ দম্পতি

বিস্তারিত

121. ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. তৎপুরুষ
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

122. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?

  • ক. রাজর্ষি
  • খ. অহিনকুল
  • গ. নীলকণ্ঠ
  • ঘ. প্রামান্তর

উত্তরঃ অহিনকুল

বিস্তারিত

123. ‘সমাস’ শব্দের অর্থ হলো-

  • ক. সংযোজন
  • খ. বিশ্লেষণ
  • গ. সংশ্লেষণ
  • ঘ. সংক্ষেপণ

উত্তরঃ সংক্ষেপণ

বিস্তারিত

124. সমাস ভাষাকে--

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃতি করে
  • গ. ভাষারূপ করে
  • ঘ. অর্থবোধক করে

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

125. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-

  • ক. সন্ধি
  • খ. প্রত্যয়
  • গ. সমাস
  • ঘ. পুরুষ

উত্তরঃ সমাস

বিস্তারিত

  • avatar
    Anonymous - 7 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects