সমাস

51. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. বিষ্ময় দ্বারা আপন্ন
  • খ. বিষ্ময়ে আপন্ন
  • গ. বিষ্ময়কে আপন্ন
  • ঘ. বিষ্ময়ে যে আপরে

উত্তরঃ বিষ্ময়কে আপন্ন

বিস্তারিত

52. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?

  • ক. রাঙাআলু
  • খ. রসরঙ্গ
  • গ. ভাঙাগড়া
  • ঘ. বঙ্গভঙ্গ

উত্তরঃ বঙ্গভঙ্গ

বিস্তারিত

53. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. তেমাথা
  • খ. চৌরাস্তা
  • গ. দশানন
  • ঘ. বিরানব্বই

উত্তরঃ দশানন

বিস্তারিত

54. ‘দর্শনমাত্র’ কোন ধরনের সমাসের উদাহরণ?

  • ক. প্রাদি সমাস
  • খ. নিত্য সমাস
  • গ. দ্বিগু সমাস
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

55. কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ?

  • ক. আলোছায়া
  • খ. ছায়াতরু
  • গ. ছায়াময়
  • ঘ. তরুছায়া

উত্তরঃ আলোছায়া

বিস্তারিত

56. ‘নীলাম্বর’ কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. দ্বিগু
  • গ. বহুব্রীহি
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

57. নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?

  • ক. নিবাস
  • খ. বড়াই
  • গ. মনমাঝি
  • ঘ. ছাত্রকে

উত্তরঃ মনমাঝি

বিস্তারিত

58. নিত্য সমাসের উদাহরণ?

  • ক. প্রতিপক্ষ
  • খ. প্রতিবাদ
  • গ. দর্শনমাত্র
  • ঘ. সেতার

উত্তরঃ দর্শনমাত্র

বিস্তারিত

59. ‘জীবনতরী = জীবন রূপ তরী’ কোন সমাসের উদাহরণ?

  • ক. উপমান কর্মধারয়
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. রূপক কর্মধারয়
  • ঘ. ৩য়া তৎপুরুষ

উত্তরঃ রূপক কর্মধারয়

বিস্তারিত

60. ‘সার্থক’ কোন সমাসের উদাহরণ?

  • ক. নঞ বহুব্রীহি
  • খ. সহার্থক বহুব্রীহি
  • গ. প্রত্যায়ান্ত বহুব্রীহি
  • ঘ. অলুক বহুব্রীহি

উত্তরঃ সহার্থক বহুব্রীহি

বিস্তারিত

61. ‘দলছাড়া’ কোন সমাসের উদাহরণ?

  • ক. ৩য়া তৎপুরুষ
  • খ. ৪র্থী তৎপুরুষ
  • গ. ৫মী তৎপুরুষ
  • ঘ. ৭মী তৎপুরুষ

উত্তরঃ ৫মী তৎপুরুষ

বিস্তারিত

62. ‘যিনি জজ তিনিই সাহেব’ = জজ সাহেব কোন সমাস?

  • ক. তৎপুরুষ সমাস
  • খ. বহুব্রীহি সমাস
  • গ. কর্মধারয় সমাস
  • ঘ. দ্বিগু সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

63. দ্বন্দ্ব সমাস জাত শব্দ কোনটি?

  • ক. মহাজন
  • খ. রেলগাড়ি
  • গ. আলোছায়া
  • ঘ. বাগদত্তা

উত্তরঃ আলোছায়া

বিস্তারিত

64. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?

  • ক. মোহনিদ্রা
  • খ. শোকানল
  • গ. মোমবাতি
  • ঘ. দিলদরিয়া

উত্তরঃ মোমবাতি

বিস্তারিত

65. ‘হজযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

  • ক. ৩য়া তৎপুরুষ
  • খ. ৪র্থী তৎপুরুষ
  • গ. ৫মী তৎপুরুষ
  • ঘ. ৭মী তৎপুরুষ

উত্তরঃ ৪র্থী তৎপুরুষ

বিস্তারিত

66. ‘মনগড়া’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

68. নিচে উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?

  • ক. কল কাকলি
  • খ. মুগ্ধ নয়নে
  • গ. পথে প্রান্তরে
  • ঘ. হাতে হাতে

উত্তরঃ হাতে হাতে

বিস্তারিত

69. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

  • ক. অজানা
  • খ. দোতলা
  • গ. আশীবিষ
  • ঘ. কানাকানি

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

70. ‘এতিমখানা’ কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

71. ‘চাঁদমুখ’ -এর ব্যাস বাক্য হলো -

  • ক. চাঁদ মুখের ন্যায়
  • খ. চাঁদের মত মুখ
  • গ. চাঁদ মুখ যার
  • ঘ. চাঁদ রূপ

উত্তরঃ চাঁদের মত মুখ

বিস্তারিত

72. অচেনা কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. দ্বন্দ্ব
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

73. ‘বীণাপাণি’ কোন সমাসের উদাহরণ?

  • ক. সমানাধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যধিকরণ বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. অলুক বহুব্রীহি

উত্তরঃ ব্যধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

74. ‘সুশীল’ কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. তৎপুরুষ
  • গ. অলুক
  • ঘ. প্রাদি

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

75. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

  • ক. মনমরা
  • খ. সবান্ধব
  • গ. খাসমহল
  • ঘ. তপোবন

উত্তরঃ সবান্ধব

বিস্তারিত

  • avatar
    Anonymous - 7 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects