সমাস
77. ‘নিরুৎসাহ’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. নাই উৎসাহ
 - খ. উৎসাহের অভাব
 - গ. উৎসাহ নাই যার
 - ঘ. নঞ উৎসাহ
 
উত্তরঃ উৎসাহের অভাব
- ক. চতুর্থী তৎপুরুষ
 - খ. প্রাদি তৎপুরুষ
 - গ. পঞ্চমী তৎপুরুষ
 - ঘ. তৃতীয়া তৎপুরুষ
 
উত্তরঃ চতুর্থী তৎপুরুষ
80. ‘মনমাঝি’ কোন সমাসের উদাহরণ?
- ক. দ্বিগু
 - খ. বহুব্রীহি
 - গ. রূপক কর্মধারয়
 - ঘ. নিত্য সমাস
 
উত্তরঃ রূপক কর্মধারয়
81. ‘আনত’ সমাসবদ্ধ শব্দ কোন সমাসের উদাহরণ?
- ক. বহুব্রীহি
 - খ. কর্মধারয়
 - গ. অব্যয়ীভাব
 - ঘ. দ্বিগু
 
উত্তরঃ অব্যয়ীভাব
82. ‘পোকা-মাকড়’ কোন সমাস যোগে গঠিত শব্দ?
- ক. দ্বন্দ্ব
 - খ. দ্বিগু
 - গ. কর্মধারয়
 - ঘ. অব্যয়ীভাব
 
উত্তরঃ দ্বন্দ্ব
85. ‘ভিক্ষালব্ধ’ সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
- ক. কর্মধারয়
 - খ. দ্বন্দ্ব
 - গ. বহুব্রীহি
 - ঘ. ৩য়া তৎপুরুষ
 
উত্তরঃ ৩য়া তৎপুরুষ
86. ‘নাতিশীতোষ্ণ’ - কোন সমাসের উদাহরণ?
- ক. দ্বিতীয়া তৎপুরুষ
 - খ. নংঞ তৎপুরুষ
 - গ. উপপদ তৎপুরুষ
 - ঘ. অলুক তৎপুরুষ
 
উত্তরঃ নংঞ তৎপুরুষ
87. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
- ক. সোনার তরী
 - খ. দ্রুতগামী
 - গ. ভারপ্রাপ্ত
 - ঘ. প্রাণপ্রিয়
 
উত্তরঃ সোনার তরী
- ক. ষষ্ঠী তৎপুরুষ
 - খ. কর্মধারয়
 - গ. দ্বন্দ্ব
 - ঘ. বহুব্রীহি
 
উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ
- ক. রূপক কর্মধারয়
 - খ. উপমতি কর্মধারয়
 - গ. মধ্যমদলোপী কর্মধারয়
 - ঘ. উপমান কর্মধারয়
 
উত্তরঃ উপমতি কর্মধারয়
92. ‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
- ক. বহুব্রীহি
 - খ. অব্যয়ীভাব
 - গ. দ্বন্দ্ব
 - ঘ. কর্মধারয়
 
উত্তরঃ বহুব্রীহি
94. ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
- ক. কৃত যে বিদ্য
 - খ. কৃত যে বিদ্যা
 - গ. কৃত বিদ্যা যার
 - ঘ. কৃত হয়েছে যার বিদ্যা
 
উত্তরঃ কৃত বিদ্যা যার
95. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি?
- ক. অগ্রনায়ক
 - খ. রতন
 - গ. আপন
 - ঘ. অনুষ্ঠান
 
উত্তরঃ অগ্রনায়ক
- ক. কর কমল
 - খ. কাল স্রোত
 - গ. কর পল্লব
 - ঘ. কচুকাটা
 
উত্তরঃ কাল স্রোত
97. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
- ক. কোলন
 - খ. সেমিকোলন
 - গ. কমা
 - ঘ. হাইফেন
 
উত্তরঃ হাইফেন
- ক. দ্বন্দ্ব সমাস
 - খ. চতুর্থী তৎপুরুষ সমাস
 - গ. প্রাদি সমাস
 - ঘ. বহুব্রীহি সমাস
 
উত্তরঃ প্রাদি সমাস
99. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
- ক. সমস্যমান পদ
 - খ. সমস্তপদ
 - গ. ব্যাসবাক্য
 - ঘ. উত্তরপদ
 
উত্তরঃ সমস্তপদ
100. ‘সিংহাসন’ কোন সমাস?
- ক. দ্বন্দ্ব সমাস
 - খ. মধ্যপদলোপী কর্মধারয়
 - গ. মধ্যপদলোপী বহুব্রীহি
 - ঘ. অব্যয়ীভাব সমাস
 
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
-  
  Anonymous - 1 year ago
‘তপোবন’ কোন সমাস?