সমাস

201. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

  • ক. ৩য়া তৎপুরুষ
  • খ. ৪র্থী তৎপুরুষ
  • গ. ৫মী তৎপুরুষ
  • ঘ. ৭মী তৎপুরুষ

উত্তরঃ ৪র্থী তৎপুরুষ

বিস্তারিত

202. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

  • ক. গায়ে হলুদ
  • খ. চালকুমড়া
  • গ. ছয়নি
  • ঘ. ছায়াছবি

উত্তরঃ চালকুমড়া

বিস্তারিত

203. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

  • ক. ইন্দ্রজিৎ
  • খ. একরোখা
  • গ. কালান্তর
  • ঘ. ইহকাল

উত্তরঃ ইহকাল

বিস্তারিত

204. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  • ক. ক্ষণস্থায়ী
  • খ. ঘরছাড়া
  • গ. হাসিমুখ
  • ঘ. ক্ষণস্থায়ী

উত্তরঃ হাসিমুখ

বিস্তারিত

205. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?

  • ক. বেহুস
  • খ. মুখে ভাত
  • গ. খেচর
  • ঘ. গায়ে হলুদ

উত্তরঃ মুখে ভাত

বিস্তারিত

206. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. ওলকপি
  • খ. কবিগুরু
  • গ. আটঘাট
  • ঘ. ঊনপাঁজুরে

উত্তরঃ ঊনপাঁজুরে

বিস্তারিত

207. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

  • ক. অন্যায়
  • খ. অনাসক্ত
  • গ. আমরণ
  • ঘ. অহি নকুল

উত্তরঃ অহি নকুল

বিস্তারিত

208. কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ?

  • ক. অসীম
  • খ. তেলেভাজা
  • গ. মুখচন্দ্র
  • ঘ. ঘরবাড়ি

উত্তরঃ তেলেভাজা

বিস্তারিত

209. নিচের কোনটি দ্বিগু সমাস?

  • ক. আপাদমস্তক
  • খ. রুই কাতলা
  • গ. একরোখা
  • ঘ. সেতার

উত্তরঃ সেতার

বিস্তারিত

210. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

  • ক. চিরসুখ
  • খ. সুগন্ধি
  • গ. খেয়াখাট
  • ঘ. আজীবন

উত্তরঃ সুগন্ধি

বিস্তারিত

211. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

  • ক. কাটাচোখা
  • খ. কানাকানি
  • গ. ঔষধি
  • ঘ. ঋষিকবি

উত্তরঃ ঋষিকবি

বিস্তারিত

212. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

  • ক. অনুতাপ
  • খ. আপাদমস্তক
  • গ. আটচালা
  • ঘ. আমরা

উত্তরঃ আপাদমস্তক

বিস্তারিত

213. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

  • ক. হাতাহাতি
  • খ. দম্পতি
  • গ. গাছপাকা
  • ঘ. সিংহাসন

উত্তরঃ দম্পতি

বিস্তারিত

214. ‘শোকানল’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. শোকের ন্যায় অনল
  • খ. শেকের অনল
  • গ. শোক ও অনল
  • ঘ. শোক রূপ অনল

উত্তরঃ শোক রূপ অনল

বিস্তারিত

215. ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। কাজলের মত কালো-

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. মধ্যপদলোপী কর্মধারয়
  • গ. উপমান কর্মধারয়
  • ঘ. উপমান বহুব্রীহি

উত্তরঃ উপমান কর্মধারয়

বিস্তারিত

216. যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে?

  • ক. দ্বন্দ্ব
  • খ. কর্মধারয়
  • গ. বহুব্রীহি
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

217. ‘ছাপোষা’ কোন শ্রেণীর বহুব্রীহি সমাস?

  • ক. সমানাধিকরণ
  • খ. ব্যধিকরণ
  • গ. ব্যতিহার
  • ঘ. মধ্যপদলোপী

উত্তরঃ ব্যধিকরণ

বিস্তারিত

218. ‘কোলাকুলি’ কোন সমাসের উদাহরণ?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. সমানাধিকরণ বহুব্রীহি
  • ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি

বিস্তারিত

219. ‘অমিল’-এর ব্যসবাক্য কোনটি?

  • ক. অ-মিল
  • খ. নেই-মিল
  • গ. স-মিল
  • ঘ. মিল নেই

উত্তরঃ নেই-মিল

বিস্তারিত

220. কোনটি অলুক দ্বন্দ্বের উদাহরণ?

  • ক. দম্পতি
  • খ. পথে-ঘাটে
  • গ. হাঁড়ি পাতিল
  • ঘ. বর-কনে

উত্তরঃ পথে-ঘাটে

বিস্তারিত

221. ‘স্কুল পালানো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. স্কুল রূপ পালানো
  • খ. স্কুল থেকে পালানো
  • গ. স্কুলের জন্য পালানো
  • ঘ. স্কুল পালায় যে

উত্তরঃ স্কুল থেকে পালানো

বিস্তারিত

222. কোনটি ‘দ্রুতগামী’ শব্দের ব্যাসবাক্য?

  • ক. দ্রুত যাহা গামী
  • খ. দ্রুত ও গামী
  • গ. দ্রুতগামী যে
  • ঘ. দ্রুত গমন করে যে

উত্তরঃ দ্রুত গমন করে যে

বিস্তারিত

223. ‘আমরা’ কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

224. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. চা-বিস্কুট
  • খ. মহাত্মা
  • গ. তেমাথা
  • ঘ. মনগড়া

উত্তরঃ মহাত্মা

বিস্তারিত

225. ‘যিনি জজ তিনি সাহেব’ কোন সমাস?

  • ক. দ্বিগু সমাস
  • খ. দ্বন্দ্ব সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ কর্মধারয় সমাস

বিস্তারিত

  • avatar
    Anonymous - 7 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects