সমাস
277. প্রিয়ংবদা শব্দটি কোন সমাস?
- ক. বহুব্রীহি
- খ. উপপদ তৎপুরুষ
- গ. রূপক কর্মধারয়
- ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ উপপদ তৎপুরুষ
279. 'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. লঙ্কা ও বাটা
- খ. যা লঙ্কা তাই বাটা
- গ. লঙ্কার বাটা
- ঘ. বাটা যে লঙ্কা
উত্তরঃ যা লঙ্কা তাই বাটা
280. 'নবপৃথিবী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. নব ও পৃথিবী
- খ. নব পৃথিবী যার
- গ. নব পৃথিবীর ন্যায়
- ঘ. নব যে পৃথিবী
উত্তরঃ নব যে পৃথিবী
281. যে সমাসে পূর্ব পদের বিভক্ত লোপ হয় না তাকে বলে-
- ক. নিত্য সমাস
- খ. প্রাদি সমাস
- গ. দ্বন্দ্ব সমাস
- ঘ. অলুক সমাস
উত্তরঃ অলুক সমাস
282. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
- ক. উপমান
- খ. উপমিত
- গ. কর্মধারয়
- ঘ. উপপদ তৎপুরুষ
উত্তরঃ উপপদ তৎপুরুষ
- ক. বিশ্বরূপ কবি
- খ. যিনি বিশ্বের কবি
- গ. বিশ্ব ও কবি
- ঘ. বিশ্বের কবি
উত্তরঃ বিশ্বের কবি
285. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
- ক. কর্মধারয়
- খ. তৎপুরুষ
- গ. বহুব্রীহি
- ঘ. কোনটিই না
উত্তরঃ তৎপুরুষ
286. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ?
- ক. সাতসমুদ্র
- খ. প্রতিদিন
- গ. নীলকন্ঠ
- ঘ. মুখেভাত
উত্তরঃ সাতসমুদ্র
291. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়-
- ক. উপমান কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. রূপক কর্মধারয়
- ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ উপমিত কর্মধারয়
292. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
- ক. তৎপুরুষ
- খ. কর্মধারয়
- গ. দ্বন্দ্ব
- ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ কর্মধারয়
293. 'নদীমাতৃক' শব্দের সমাস হল-
- ক. নদী মাতা যার
- খ. নদীতে মাতা আছে যার
- গ. নদী ও মাতা
- ঘ. নদী এবং মাতৃকা
উত্তরঃ নদী মাতা যার
294. 'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. কাচাঁ ও মিঠা
- খ. যা কাচাঁ তাই মিঠা
- গ. কাচাঁ হয়েও মিঠা
- ঘ. কাচাঁ যে মিঠা
উত্তরঃ যা কাচাঁ তাই মিঠা
- ক. উপমান কর্মধারয়
- খ. মধ্যপদলোপী কর্মধারয়
- গ. উপমিত কর্মধারয়
- ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ উপমান কর্মধারয়
297. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
- ক. কাজ-কর্ম
- খ. খাসমহল
- গ. মুখোমুখি
- ঘ. উপকূল
উত্তরঃ মুখোমুখি
298. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
- ক. পল্লান্ন
- খ. মশা-মাছি
- গ. বেহায়া
- ঘ. চিরসুখী
উত্তরঃ পল্লান্ন
300. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
- ক. ঘরে-বাইরে
- খ. ঘর-বাড়ি
- গ. ভাই-বোন
- ঘ. আমরা
উত্তরঃ ঘরে-বাইরে
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?