বাংলা সাহিত্য

1. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত-

  • ক. পদাবলি
  • খ. ধামালি
  • গ. প্রেমগীত
  • ঘ. নাটগীতি

উত্তরঃ নাটগীতি

বিস্তারিত

2. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ?

  • ক. চর্যাপদ
  • খ. পদাবলি
  • গ. মঙ্গলকাব্য
  • ঘ. রোমান্সকাব্য

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

3. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?

  • ক. ফরিদপুর
  • খ. সিলেট
  • গ. কৃষ্ণনগর
  • ঘ. চট্রগ্রাম

উত্তরঃ চট্রগ্রাম

বিস্তারিত

4. ‘চন্দবতী’ কী?

  • ক. নাটক
  • খ. কাব্য
  • গ. পদাবলী
  • ঘ. পালাগান

উত্তরঃ কাব্য

বিস্তারিত

5. ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?

  • ক. রোসাঙ্গ
  • খ. কৃষ্ণনগর
  • গ. বিক্রমপুর
  • ঘ. মিথিলা

উত্তরঃ মিথিলা

বিস্তারিত

6. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

  • ক. আত্মচরিত
  • খ. আত্মকথা
  • গ. আত্মজিজ্ঞাসা
  • ঘ. আমার কথা

উত্তরঃ আত্মচরিত

বিস্তারিত

7. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?

  • ক. প্রবন্ধ
  • খ. উপন্যাস
  • গ. নাটক
  • ঘ. আত্মজীবনী

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

8. কোনটি জসীমউদ্দীনের রচনা?

  • ক. গাজী মিঁয়ার বস্তানী
  • খ. হাঁসুলী বাঁকের উপকথা
  • গ. ভাওয়াল গড়ের উপাখ্যান
  • ঘ. ঠাঁকুরবাড়ির আঙিনা

উত্তরঃ ঠাঁকুরবাড়ির আঙিনা

বিস্তারিত

9. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?

  • ক. লালন শাহ্
  • খ. হাসান রাজা
  • গ. পাগলা কানাই
  • ঘ. রাধারমণ দত্ত

উত্তরঃ লালন শাহ্

বিস্তারিত

10. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগন্থ কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. বন্দী শিবিড় থেকে
  • গ. নিষিদ্ধ লোবান
  • ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তমা

উত্তরঃ বন্দী শিবিড় থেকে

বিস্তারিত

11. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

  • ক. আগমনী
  • খ. কোরবানী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. বিদ্রোহী

উত্তরঃ প্রলয়োল্লাস

বিস্তারিত

12. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগন্থ?

  • ক. শেষলেখা
  • খ. শেষপ্রশ্ন
  • গ. শেষকথা
  • ঘ. শেষদিন

উত্তরঃ শেষলেখা

বিস্তারিত

13. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. কাজী আবদুল ওদুদ
  • খ. আবুল ফজল
  • গ. রশীদ করিম
  • ঘ. হুমায়ন কবির

উত্তরঃ হুমায়ন কবির

বিস্তারিত

14. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. আবু ইসহাক
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • গ. প্রমথনাথ বিশী
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

15. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি-

  • ক. উপন্যাস
  • খ. ছোটগল্প
  • গ. প্রবন্ধ
  • ঘ. অনুবাদ

উত্তরঃ অনুবাদ

বিস্তারিত

16. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

17. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শাহাদাৎ হোসেন
  • গ. সঞ্জয় ভট্রাচার্য
  • ঘ. সুধীন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সঞ্জয় ভট্রাচার্য

বিস্তারিত

18. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?

  • ক. হরপ্রসাদ শাস্ত্রী
  • খ. রামরাম বসু
  • গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ রামরাম বসু

বিস্তারিত

19. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রকাশিত হয়?

  • ক. ১৮৬০
  • খ. ১৮৬৫
  • গ. ১৮৫৯
  • ঘ. ১৮৬১

উত্তরঃ ১৮৬১

বিস্তারিত

20. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহর লেখা?

  • ক. বঙ্গভাষা ও সাহিত্য
  • খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  • গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
  • ঘ. বাংলা সাহিত্যের কথা

উত্তরঃ বাংলা সাহিত্যের কথা

বিস্তারিত

21. ভাষা আন্দেলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

  • ক. মুনীর চৌধুর
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. শামসুর রহমান
  • ঘ. গাজীউল হক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

22. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’-এর প্রবর্তক কে?

  • ক. মমতাজ উদদীন আহমদ
  • খ. আব্দুল্লাহ আল মামুন
  • গ. সেলিম আল দীন
  • ঘ. রামেন্দু মজুমদার

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

23. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

  • ক. ভাবরস
  • খ. মধুর রস
  • গ. প্রেমরস
  • ঘ. লীলারস

উত্তরঃ মধুর রস

বিস্তারিত

24. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

  • ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. চন্দ্রকুমার দে
  • ঘ. দীনেশচন্দ্র সেন

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

25. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ -এর অর্থ কী?

  • ক. কোনটি চর্যাগান, আর কোনটি নয়
  • খ. কোনটি আচরণীয়, আর কোনটি নয়
  • গ. কোনটি চরাচরের, আর কোনটি নয়
  • ঘ. কোনটি আচার্যর, আর কোনটি নয়

উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects