বাংলা সাহিত্য

51. নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

  • ক. চার ইয়ারী কথা
  • খ. পালামৌ
  • গ. দৃষ্টিপাত
  • ঘ. দেশে বিদেশে

উত্তরঃ চার ইয়ারী কথা

বিস্তারিত

52. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজজীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-

  • ক. গণদেবতা
  • খ. পদ্মানদীর মাঝি
  • গ. সীতারাম
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ সীতারাম

বিস্তারিত

53. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?

  • ক. বিহারী-বিনোদিনী
  • খ. নিখিলেস-বিমলা
  • গ. মধুসূদন-কুমুদিনী
  • ঘ. অমিত-লাবণ্য

উত্তরঃ নিখিলেস-বিমলা

বিস্তারিত

54. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

  • ক. রিক্তের বেদন
  • খ. সর্বহারা
  • গ. আলেয়া
  • ঘ. কুহেলিকা

উত্তরঃ কুহেলিকা

বিস্তারিত

55. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

  • ক. ব্রজাঙ্গনা
  • খ. বিলাতের পত্র
  • গ. বীরাঙ্গনা
  • ঘ. হিমালয়

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

56. ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

  • ক. সোনার তরী
  • খ. চিত্রা
  • গ. মানসী
  • ঘ. বলাকা

উত্তরঃ সোনার তরী

বিস্তারিত

57. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?

  • ক. শাসমুর রাহমান
  • খ. আল মাহমুদ
  • গ. আবুল ফজল
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ

বিস্তারিত

58. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

  • ক. চৌরসন্ধি
  • খ. ক্রীতদাসের হাসি
  • গ. ভেজাল
  • ঘ. বনি আদম

উত্তরঃ ভেজাল

বিস্তারিত

59. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

  • ক. লুইপা
  • খ. ভুসুকুপা
  • গ. শবরপা
  • ঘ. কাহ্নপা

উত্তরঃ কাহ্নপা

বিস্তারিত

60. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

  • ক. নিরঞ্জনের রুষ্মা
  • খ. গুপিচন্দ্রের সন্ন্যাস
  • গ. দোহাকোষ
  • ঘ. ময়নামতির গান

উত্তরঃ দোহাকোষ

বিস্তারিত

61. “তাম্বুল রাতুল হইল অধর পরশে।” -অর্থ কী?

  • ক. ঠোঁটেন পরশে পান লাল হল
  • খ. পানের পরশে ঠোঁট লাল হয়
  • গ. অস্তাচলগামী সূর্য আভায় মুখ রক্তিম দেখা গেল
  • ঘ. অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল

উত্তরঃ ঠোঁটেন পরশে পান লাল হল

বিস্তারিত

62. ‘হপ্ত পয়কর’ কার রচনা?

  • ক. সৈয়দ আলাওল
  • খ. দীনবন্ধু
  • গ. জৈনুদ্দিন
  • ঘ. অমিয় দেব

উত্তরঃ সৈয়দ আলাওল

বিস্তারিত

63. মঙ্গলকাব্যের কবি নন কে?

  • ক. কানাহরি দত্ত
  • খ. ভারতচন্দ্র
  • গ. মানিক দত্ত
  • ঘ. দাশু রায়

উত্তরঃ দাশু রায়

বিস্তারিত

64. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-

  • ক. জন ক্লার্ক মার্শম্যান
  • খ. উইলিয়াম কেরি
  • গ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
  • ঘ. ডেভিড হেয়ার

উত্তরঃ জন ক্লার্ক মার্শম্যান

বিস্তারিত

65. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

  • ক. স্মৃতি কথামালা
  • খ. আত্মকথা
  • গ. আত্মচরিত
  • ঘ. আমার কথা

উত্তরঃ আত্মচরিত

বিস্তারিত

66. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

  • ক. খুলনার ‍দক্ষিণ ডিহি
  • খ. ছোটনাগপুর মালভূমি
  • গ. যশোরের কেশবপুর
  • ঘ. কুষ্টিয়ার শিলাইদহ

উত্তরঃ খুলনার ‍দক্ষিণ ডিহি

বিস্তারিত

67. ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?

  • ক. প্রবোধ চন্দ্র সেন
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. প্রমথনাথ বিশি
  • ঘ. প্রদ্যুম্ন মিত্র

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

68. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

  • ক. কৃষ্ণকুমারী
  • খ. সথবার একাদশী
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. নীলদর্পণ

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

69. ‘কপাল কুগুলা’ কোন প্রকৃতির রচনা?

  • ক. রোমান্সমূলক উপন্যাস
  • খ. ঐতিহাসিক উপন্যাস
  • গ. বিয়োগান্তক নাটক
  • ঘ. সামাজিক উপন্যাস

উত্তরঃ রোমান্সমূলক উপন্যাস

বিস্তারিত

70. দ্রোপদী কে?

  • ক. রামায়ণে সীতার সহচারী
  • খ. রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থী নারী
  • গ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
  • ঘ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

উত্তরঃ মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

বিস্তারিত

71. “মিলির হাতে স্টেনগান” -গল্পটি কার লেখা?

  • ক. আখতারুজ্জামান ইলিয়াস
  • খ. শহীদুল জহির
  • গ. শওকত ওসমান
  • ঘ. শওকত আলী

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

72. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

  • ক. বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
  • খ. শেখ হাসিনা
  • গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • ঘ. এ, কে, ফজলুল হক

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

বিস্তারিত

73. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণ।” -গানটির গীতিকার কে?

  • ক. শাহ আবদুল করিম
  • খ. রাধারমন
  • গ. শেখ ওয়াহিদ
  • ঘ. কুদ্দুস বয়াতি

উত্তরঃ শেখ ওয়াহিদ

বিস্তারিত

74. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. আলমগীর কবির
  • খ. হুমায়ন আহমেদ
  • গ. তারেক মাসুদ
  • ঘ. শেখ নিয়ামত আলী

উত্তরঃ তারেক মাসুদ

বিস্তারিত

75. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?

  • ক. আবুল হাসান
  • খ. আবুল হোসেন
  • গ. মহাদেব সাহা
  • ঘ. নির্মলেন্দু গুন

উত্তরঃ নির্মলেন্দু গুন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects