বাংলা সাহিত্য

26. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

  • ক. শৈবধর্ম
  • খ. বৌদ্ধ সহজযান
  • গ. নাথধর্ম
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ নাথধর্ম

বিস্তারিত

27. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

  • ক. রামনিধি গুপ্ত
  • খ. দাশরথি রায়
  • গ. এ্যান্টনি ফিরিঙ্গি
  • ঘ. রামপ্রসাদ সেন

উত্তরঃ রামপ্রসাদ সেন

বিস্তারিত

28. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. হুমায়ন আজাদ
  • খ. হেলাল হাফিজ
  • গ. আসাদ চৌধুরী
  • ঘ. রফিক আজাদ

উত্তরঃ হুমায়ন আজাদ

বিস্তারিত

29. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

  • ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
  • খ. ইসলামের গুনকীর্তন করেছিলেন বলে
  • গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
  • ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

বিস্তারিত

30. “প্রদীপ নিবিয়া গেল” ! -এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

  • ক. বঙ্গিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
  • খ. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
  • গ. বঙ্গিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’
  • ঘ. রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

উত্তরঃ বঙ্গিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’

বিস্তারিত

31. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” -কার উক্তি?

  • ক. মীর মশাররফ হোসেনের
  • খ. ইসমাইল হোসেন সিরাজীর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ মীর মশাররফ হোসেনের

বিস্তারিত

32. ‘কল্লোল’ পত্রিকার প্রথমা সম্পাদকের নাম কী?

  • ক. বুন্ধদেব বসু
  • খ. দীনেশরঞ্জন দাশ
  • গ. সজনীকান্ত দাশ
  • ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ দীনেশরঞ্জন দাশ

বিস্তারিত

33. Ode কী?

  • ক. শোককবিতা
  • খ. পত্রকাব্য
  • গ. খন্ড কবিতা
  • ঘ. কোরাসগান

উত্তরঃ কোরাসগান

বিস্তারিত

34. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

  • ক. বাংলা ধ্বনিবিজ্ঞান
  • খ. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
  • গ. ধ্বনিবিজ্ঞানের কথা
  • ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

উত্তরঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

35. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-

  • ক. পলাশীর যুদ্ধ
  • খ. তৃতীয় পানিপথের যুদ্ধ
  • গ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
  • ঘ. ছিয়াত্তরের মন্বন্তর

উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ

বিস্তারিত

36. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

  • ক. রুহু চন্ডালের হাড়
  • খ. কৈবর্ত খন্ড
  • গ. ফুল বউ
  • ঘ. অলীক মানুষ

উত্তরঃ অলীক মানুষ

বিস্তারিত

38. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

  • ক. আল মাহমুদ
  • খ. আব্দুল মান্নান সৈয়দ
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ শামসুর রহমান

বিস্তারিত

39. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

  • ক. ছায়ানট
  • খ. চক্রবাক
  • গ. রুদ্রমঙ্গল
  • ঘ. বালুচর

উত্তরঃ বালুচর

বিস্তারিত

40. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?

  • ক. ১৯০৯
  • খ. ১৯১০
  • গ. ১৯১৪
  • ঘ. ১৯২১

উত্তরঃ ১৯১৪

বিস্তারিত

41. মুক্তিযুদ্ধ ‍বিষয়ক নাটক-

  • ক. সুবচন
  • খ. রক্তাক্ত প্রান্তর
  • গ. নূরলদীনের সারা জীবন
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

42. কোনটি জসীম উদ্দীনের নাটক?

  • ক. রাখালী
  • খ. মাটির কান্না
  • গ. বেদের মেয়ে
  • ঘ. বোবা কাহিনী

উত্তরঃ বেদের মেয়ে

বিস্তারিত

43. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?

  • ক. শ্রীচৈতন্যদেব
  • খ. শ্রীকৃষ্ণ
  • গ. আদিনাথ
  • ঘ. মনোহর দাশ

উত্তরঃ শ্রীচৈতন্যদেব

বিস্তারিত

44. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

  • ক. কবর
  • খ. চিঠি
  • গ. রক্তাক্ত প্রান্তর
  • ঘ. মুখরা রমণী বশীকরণ

উত্তরঃ মুখরা রমণী বশীকরণ

বিস্তারিত

46. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

  • ক. দৌলত কাজী
  • খ. মাগন ঠাকুর
  • গ. সাবিরিদ খান
  • ঘ. আলাওল

উত্তরঃ আলাওল

বিস্তারিত

47. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

  • ক. কবিগান
  • খ. পুঁথি সাহিত্য
  • গ. নাথ সাহিত্য
  • ঘ. বৈষ্ণব পদ সাহিত্য

উত্তরঃ কবিগান

বিস্তারিত

48. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির রচয়িতা?

  • ক. উইলিয়াম কেরি
  • খ. গোলকনাথ শর্মা
  • গ. রামরাম বসু
  • ঘ. হরপ্রসাদ রায়

উত্তরঃ রামরাম বসু

বিস্তারিত

49. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

  • ক. বঙ্গদূত
  • খ. জ্ঞানান্বেষণ
  • গ. জ্ঞানাঙ্গুর
  • ঘ. সংবাদ প্রভাকর

উত্তরঃ জ্ঞানান্বেষণ

বিস্তারিত

50. হরিনাথ মজুমদার সম্পদিত পত্রিকার নাম-

  • ক. অবকাশ রঞ্জিকা
  • খ. বিবিধার্য সংগ্রহ
  • গ. কাব্য প্রকাশ
  • ঘ. গ্রামবার্তা প্রকাশিকা

উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects