বাংলা সাহিত্য

101. ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ?’ - কার লেখা?

  • ক. কৃষ্ণ চন্দ্র মজুমদার
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. কামিনী রায়
  • ঘ. যতীন্দ্র মোহন বাগচী

উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার

বিস্তারিত

102. কোন চরণটি সঠিক?

  • ক. ধন ধান্যে পুষ্পে ভরা
  • খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
  • গ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা
  • ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা

উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা

বিস্তারিত

103. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল বাঙল।’- এটি কোন বাক্য?

  • ক. সরল
  • খ. মিশ্র বা জটিল
  • গ. যৌগিক
  • ঘ. সংযুক্ত

উত্তরঃ মিশ্র বা জটিল

বিস্তারিত

104. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯২৩ সালে
  • খ. ১৯২৪ সালে
  • গ. ১৯২৫ সালে
  • ঘ. ১৯২৭ সালে

উত্তরঃ ১৯২৩ সালে

বিস্তারিত

105. কোন গ্রন্থটি সুকান্ত ভট্রাচার্য কর্তৃক রচিত?

  • ক. হরতাল
  • খ. পালাবদল
  • গ. উত্তীর্ণ পঞ্চাশে
  • ঘ. অম্বিষ্ট স্বদেশ

উত্তরঃ হরতাল

বিস্তারিত

106. ‘বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?

  • ক. কুন্দনন্দিনী
  • খ. শ্যামাসুন্দরী
  • গ. বিমলা
  • ঘ. রোহিনী

উত্তরঃ কুন্দনন্দিনী

বিস্তারিত

107. গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-

  • ক. এজরা পাউন্ড
  • খ. টি. এস. এলিয়ট
  • গ. ডবলিউ বি. ইয়েটস
  • ঘ. কীটস

উত্তরঃ ডবলিউ বি. ইয়েটস

বিস্তারিত

108. ‘The Origin and Development of Bengali Language ' গ্রন্থটি রচনা করেছেন-

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. স্যার জর্জ

উত্তরঃ ড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়

বিস্তারিত

109. ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-

  • ক. রামাই পণ্ডিত
  • খ. শ্রীকর নন্দী
  • গ. বিজয় গুপ্ত
  • ঘ. লোচন দাস

উত্তরঃ রামাই পণ্ডিত

বিস্তারিত

110. ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?

  • ক. শর‌ৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • গ. সঞ্জীব চন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ সঞ্জীব চন্দ্র চট্রোপাধ্যায়

বিস্তারিত

111. দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?

  • ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • খ. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
  • গ. ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

112. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

  • ক. পদ্মরাগ
  • খ. পদ্মগোখরা
  • গ. পদ্মপুরাণ
  • ঘ. পদ্মবতী

উত্তরঃ পদ্মগোখরা

বিস্তারিত

113. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?

  • ক. কাজী এমদাদুল হক
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মোহাম্মদ নজিবর রহমান
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ মোহাম্মদ নজিবর রহমান

বিস্তারিত

114. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন ?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মুনীর চৌধুরী
  • গ. সমরেশ বসু
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

115. ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ. বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

বিস্তারিত

116. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?

  • ক. আরেক ফালগুন
  • খ. জীবন ঘষে আগুন
  • গ. নন্দিত নরকে
  • ঘ. পিঙ্গল আকাশ

উত্তরঃ আরেক ফালগুন

বিস্তারিত

117. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?

  • ক. এইসব দিন রাত্রি
  • খ. নূরলদীনের সারা জীবন
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. সৎ মানুষের খোঁজে

উত্তরঃ একাত্তরের দিনগুলি

বিস্তারিত

118. বাংলা গদ্যের জনক কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. উইলিয়াম কেরী
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

119. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?

  • ক. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়
  • গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. আনন্দমোহন বাগচী

উত্তরঃ বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়

বিস্তারিত

120. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?

  • ক. দোলনচাঁপা
  • খ. বিষের বাঁশী
  • গ. সাম্যবাদী
  • ঘ. অগ্নিবীনা

উত্তরঃ অগ্নিবীনা

বিস্তারিত

121. তাম্বুলখানা গ্রামে জম্মে ছিলেন কোন কবি?

  • ক. জসীমউদদীন
  • খ. ফররুখ আহমদ
  • গ. আবুল হাসান
  • ঘ. শহীদ কাদরী

উত্তরঃ জসীমউদদীন

বিস্তারিত

122. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

  • ক. ইন্দিরা দেবী
  • খ. কাদম্বরী দেবী
  • গ. মৃণালিনী দেবী
  • ঘ. মৈত্রেয়ী দেবী

উত্তরঃ ইন্দিরা দেবী

বিস্তারিত

123. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?

  • ক. মহাকাব্য
  • খ. সনেট
  • গ. পত্রকাব্য
  • ঘ. গীতিকাব্য

উত্তরঃ পত্রকাব্য

বিস্তারিত

124. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?

  • ক. আত্মজীবনী
  • খ. প্রণয়কাব্য
  • গ. নীতিকাব্য
  • ঘ. জঙ্গনামা

উত্তরঃ নীতিকাব্য

বিস্তারিত

125. অশোক সৈয়দ কার ছদ্মনাম?

  • ক. আবদুল মান্নান সৈয়দ
  • খ. সৈয়দ আজিজুল হক
  • গ. আবু সয়ীদ আইয়ুব
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ আবদুল মান্নান সৈয়দ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects