সমাস

501. 'অসুখ' কোন সমাস (নাই সুখ যার)?

  • ক. বহুব্রীহি
  • খ. অব্যয়ীভাব
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

502. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. হররোজ (রোজ রোজ)
  • খ. ক্রোধানল (ক্রোধ রূপ অনল)
  • গ. বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত)
  • ঘ. সুবর্ণ (সু বর্ণ যার)

উত্তরঃ সুবর্ণ (সু বর্ণ যার)

বিস্তারিত

503. 'গলায় গামছা যার'- এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?

  • ক. ব্যাধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যাতিহার বহুব্রীহি
  • গ. অলুক বহুব্রীহি
  • ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

উত্তরঃ ব্যাধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

504. 'মীনের মত অক্ষি যার'- কোন সমাস?

  • ক. মধ্যপদলোপী বহুব্রীহি
  • খ. অলুক বহুব্রীহি
  • গ. ব্যতিহার বহুব্রীহি
  • ঘ. সমানাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

505. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?

  • ক. কানাকানি
  • খ. গায়ে হলুদ
  • গ. দশানন
  • ঘ. চিরসুখী

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

506. 'চার রাস্তার সমাহার' বাক্যটির সংকোচন রূপ কি হবে?

  • ক. চারটি পথ
  • খ. চার সমাহার
  • গ. চৌরাস্তা
  • ঘ. চার রাস্তা

উত্তরঃ চৌরাস্তা

বিস্তারিত

507. কোনটি দ্বিগু সমাস?

  • ক. হাটবাজার
  • খ. পুরুষ সিংহ
  • গ. ত্রিপদী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ত্রিপদী

বিস্তারিত

508. 'সপ্তর্ষি' শব্দটি কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ দ্বিগু

বিস্তারিত

509. 'ত্রিভুজ' কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. কর্মধারয়
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ দ্বিগু

বিস্তারিত

510. ত্রিকাল কোন সমাসের উদাহরণ?

  • ক. ব্যতিহার বহুব্রীহি
  • খ. দ্বিগু
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ দ্বিগু

বিস্তারিত

511. অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

  • ক. বহুব্রীহি
  • খ. উপকূল
  • গ. আমরা
  • ঘ. অহিনকুল

উত্তরঃ উপকূল

বিস্তারিত

512. 'আমরণ' (মরণ পর্যন্ত) কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. অব্যয়ীভাব
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

513. 'কূলের সমীপে' -এর সংক্ষেপণ কি?

  • ক. উপকূল
  • খ. সমকূল
  • গ. প্রতিকূল
  • ঘ. অনুকূল

উত্তরঃ উপকূল

বিস্তারিত

514. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্গত?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. উপমান কর্মধারয়
  • গ. নিত্যসমাস
  • ঘ. অলুক তৎপুরুষ

উত্তরঃ নিত্যসমাস

বিস্তারিত

515. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?

  • ক. প্রত্যহ
  • খ. সহোদর
  • গ. দেশান্তর
  • ঘ. সেতার

উত্তরঃ দেশান্তর

বিস্তারিত

516. 'তুষার শুভ্র' কোন সমাসের উদাহরণ?

  • ক. তৎপুরুষ
  • খ. রূপক কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. উপমান কর্মধারয়

উত্তরঃ উপমান কর্মধারয়

বিস্তারিত

517. 'পৌরসভা' কোন তৎপুরুষ সমাস?

  • ক. দ্বিতীয়া
  • খ. তৃতীয়া
  • গ. চতুর্থী
  • ঘ. ষষ্ঠী

উত্তরঃ ষষ্ঠী

বিস্তারিত

518. 'মেঘের মত নাদ যার- মেঘনাদ' কোন সমাস?

  • ক. ব্যতিহার বহুব্রীহি
  • খ. ব্যাধিকরণ বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. সমানাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি

বিস্তারিত

519. নিচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ?

  • ক. তৈলাক্ত
  • খ. ষড়ঋত
  • গ. ক্রোধানল
  • ঘ. দম্পতি

উত্তরঃ ষড়ঋত

বিস্তারিত

520. সমাসবদ্ধ পদ কোনটি?

  • ক. সাগর
  • খ. মৃত্তিকা
  • গ. ছাড়পত্র
  • ঘ. আকাশ

উত্তরঃ ছাড়পত্র

বিস্তারিত

521. অলুক দ্বন্দ্বের উদাহরণ?

  • ক. দুধে-ভাতে
  • খ. অকাল
  • গ. গুণগ্রাম
  • ঘ. মহারাজ

উত্তরঃ দুধে-ভাতে

বিস্তারিত

522. 'আয়ব্যয়' পদের ব্যাসবাক্যসহ সমাস নিচের কোনটি শুদ্ধ?

  • ক. আয়বিহীন ব্যয়- ৩য়া তৎপুরুষ
  • খ. আয় ও ব্যয়- দ্বন্দ্ব
  • গ. আয়ের সঙ্গে ব্যয়- মধ্যপদলোপী কর্মধারয়
  • ঘ. আয় দ্বারা ব্যয়- ৩য়া তৎপুরুষ

উত্তরঃ আয় ও ব্যয়- দ্বন্দ্ব

বিস্তারিত

523. 'তুষারধবল' কোন সমাসের উদাহরণ?

  • ক. মধ্যপদলোপী কর্মধারয়
  • খ. উপমান কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. সাধারণ কর্মধারয়

উত্তরঃ উপমান কর্মধারয়

বিস্তারিত

524. 'গোলাপফুল' শব্দটি কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. অব্যয়ীভাব
  • গ. দ্বিগু
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

525. 'কুসুমের মত কোমল' ব্যাস বাক্যটি কোন সমাসের?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. উপমান কর্মধারয়
  • গ. মধ্যপদলোপী কর্মধারয়
  • ঘ. রূপক কর্মধারয়

উত্তরঃ উপমান কর্মধারয়

বিস্তারিত

  • avatar
    Anonymous - 1 month ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects