সমাস
576. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
- ক. দ্বন্দ্ব সমাসে
- খ. দ্বিগু সমাসে
- গ. নিত্য সমাসে
- ঘ. বহুব্রীহি সমাসে
উত্তরঃ দ্বন্দ্ব সমাসে
577. ‘প্রাণভয়’ কোন সমাস?
- ক. ৬ষ্ঠী তৎপুরুষ
- খ. অলুক দ্বন্দ্ব
- গ. উপমান কর্মধারয়
- ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
579. সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম -
- ক. সমস্ত পদ
- খ. সমস্যমান পদ
- গ. পূর্ব পদ
- ঘ. উত্তর পদ
উত্তরঃ সমস্ত পদ
580. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
- ক. গমনের পশ্চাৎ
- খ. গমনের অগ্র
- গ. অনুরূপ গমন
- ঘ. পরস্পর গমন
উত্তরঃ গমনের পশ্চাৎ
581. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
- ক. অব্যয়ীভাব
- খ. দ্বিগু
- গ. বহুব্রীহি
- ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ অব্যয়ীভাব
- ক. চার দিকে জল যার
- খ. দুদিকে আবদ্ধ জল যার
- গ. দুদিকে অপ যার
- ঘ. দ্বীপের মত
উত্তরঃ দুদিকে অপ যার
583. ‘পণ্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
- ক. পণ্ডিত হয়েও যিনি মূর্খ
- খ. পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
- গ. জ্ঞান থাকতেও যিনি মূর্খ
- ঘ. পাণ্ডিত্যে যিনি মূর্খ
উত্তরঃ পণ্ডিত হয়েও যিনি মূর্খ
584. 'লাঠালাঠি' কোন সমাস?
- ক. প্রাদি
- খ. তৎপুরুষ
- গ. কর্মধারয়
- ঘ. ব্যতিহার বহুব্ররীহি
উত্তরঃ ব্যতিহার বহুব্ররীহি
588. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
- ক. চিরসুখী
- খ. দশানন
- গ. গায়েহলুদ
- ঘ. কানাকানি
উত্তরঃ কানাকানি
589. 'পোস্টাল কোড' কী নির্দেশ করে?
- ক. প্রাপকের এলাকা
- খ. ডাকবিভাগের নাম
- গ. পোস্ট অফিসের নাম
- ঘ. প্রেরকের এলাকা
উত্তরঃ প্রাপকের এলাকা
590. 'কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
- ক. অন্যকাল
- খ. ক্ষুদ্রকাল
- গ. কালের অন্তর
- ঘ. কাল ও অন্তর
উত্তরঃ অন্যকাল
- ক. দ্বন্দ্ব সমাস
- খ. দ্বিগু সমাস
- গ. কর্মধারয় সমাস
- ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ কর্মধারয় সমাস
- ক. তৎপুরুষ
- খ. দ্বিগু
- গ. দ্বন্দ্ব
- ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ রূপক কর্মধারয়
594. ‘রাজপথ’ __এর ব্যাসবাক্য কোনটি হবে ?
- ক. পথের রাজা
- খ. রাজার পথ
- গ. রাজা নির্মিত পথ
- ঘ. রাজাদের পথ
উত্তরঃ পথের রাজা
595. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?
- ক. তৎপুরুষ সমাস
- খ. কর্মধারয় সমাস
- গ. অব্যয়ীভাব সমাস
- ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ অব্যয়ীভাব সমাস
596. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ?
- ক. উপমিত কর্মধারয়
- খ. রূপক কর্রধারয়
- গ. উপমান কর্মধারয়
- ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ উপমিত কর্মধারয়
597. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি ?
- ক. দুধে-ভাতে
- খ. মাতাপিতা
- গ. কমবেশি
- ঘ. সাত-পাঁচ
উত্তরঃ দুধে-ভাতে
- ক. দ্বিগু
- খ. দ্বন্দ্ব
- গ. রূপক কর্মধারয়
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ রূপক কর্মধারয়
-
Anonymous - 7 months ago
‘তপোবন’ কোন সমাস?