সমাস

526. 'রক্তপতাকা' ও 'রক্তলাল' শব্দ দুটি যথাক্রমে কোন কোন কর্মধারয় সমাস?

  • ক. উপমিত ও রূপক
  • খ. উপমিত ও উপমান
  • গ. রূপক ও উপমান
  • ঘ. উপমান ও উপমিত

উত্তরঃ রূপক ও উপমান

বিস্তারিত

527. 'বউ ভাত' শব্দটি কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী কর্মধারয়
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

528. 'কাজল কালো' কোন সমাসের উদাহরণ?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. অলুক দ্বন্দ্ব
  • গ. উপমান কর্মধারয়
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ উপমান কর্মধারয়

বিস্তারিত

529. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ?

  • ক. কাঞ্চনপ্রভ
  • খ. দশবছুরে
  • গ. পাঁচহাতি
  • ঘ. গাড়িবান্দারা

উত্তরঃ গাড়িবান্দারা

বিস্তারিত

530. 'মহানদী' শব্দের ব্যাসবাক্য কোনটি?

  • ক. মহীয়সী যে নদী
  • খ. মহৎ যে নদী
  • গ. মহতী যে নদী
  • ঘ. মহান যে নদী

উত্তরঃ মহান যে নদী

বিস্তারিত

531. কোনটি তৎপুরুষ সমাস?

  • ক. কোকিলকণ্ঠী
  • খ. ঘোড়ার ডিম
  • গ. নিরামিষ
  • ঘ. যা-তা

উত্তরঃ ঘোড়ার ডিম

বিস্তারিত

532. 'বুদ্ধিদ্বীপ্ত' কোন ধরনের সমাস?

  • ক. প্রাদী
  • খ. নিত্য
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

533. 'গল্প প্রেমিক' শব্দটি কোন সমাস?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. কর্মধারয়
  • গ. দ্বিতীয়া তৎপুরুষ
  • ঘ. ষষ্ঠী তৎপুরুষ

উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ

বিস্তারিত

534. 'চোখের বালি' এই ব্যাসবাক্য কোন সমাসের?

  • ক. উপমিত কর্মধারয়
  • খ. অলুক তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ অলুক তৎপুরুষ

বিস্তারিত

535. 'নাতিদীর্ঘ'- কোন সমাস?

  • ক. নঞ্ তৎপুরুষ
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. উপমান কর্মধারয়
  • ঘ. উপপদ তৎপুরুষ

উত্তরঃ নঞ্ তৎপুরুষ

বিস্তারিত

536. 'ন্যায়সঙ্গত' কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. তৎপুরুষ
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

537. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

  • ক. মধ্যপদলোপী কর্মধারয়
  • খ. ষষ্ঠী তৎপুরুষ
  • গ. দ্বিতীয়া তৎপুরুষ
  • ঘ. পঞ্চমী তৎপুরুষ

উত্তরঃ দ্বিতীয়া তৎপুরুষ

বিস্তারিত

538. 'বুদ্ধিজীবী' কোন সমাস?

  • ক. সমার্থক দ্বন্দ্ব
  • খ. সমানাধিকরণ বহুব্রীহি
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

539. নিচের কোন ব্যাসবাক্য ও সমস্তপদ শুদ্ধ?

  • ক. বিচিত্র কর্ম যার = বিচিত্রকর্মী
  • খ. রাজসিক হাঁস = রাজহাঁস
  • গ. ছাগীর দুগ্ধ = ছাগদুগ্ধ
  • ঘ. অর্ধ যে পথ = অর্ধপথ

উত্তরঃ ছাগীর দুগ্ধ = ছাগদুগ্ধ

বিস্তারিত

540. 'অনেক' শব্দটি--

  • ক. নঞ্ তৎপুরুষ
  • খ. নিত্য সমাস
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. অলুক তৎপুরুষ

উত্তরঃ নঞ্ তৎপুরুষ

বিস্তারিত

541. 'মেঘাচ্ছন্ন' সমাসবদ্ধ পদটি কোন সমাস?

  • ক. সপ্তমী তৎপুরুষ
  • খ. তৃতীয়া তৎপুরুষ
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. নঞ্ তৎপুরুষ

উত্তরঃ তৃতীয়া তৎপুরুষ

বিস্তারিত

542. 'আম-কুড়ানো' কোন সমাস?

  • ক. পঞ্চমী তৎপুরুষ
  • খ. দ্বিতীয়া তৎপুরুষ
  • গ. তৃতীয়া তৎপুরুষ
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ দ্বিতীয়া তৎপুরুষ

বিস্তারিত

543. 'মেঘ দ্বারা আচ্ছন্ন'- এই ব্যাসবাক্যটিঃ

  • ক. সপ্তমী তৎপুরুষ
  • খ. উপপদ তৎপুরুষ
  • গ. তৃতীয়া তৎপুরুষ
  • ঘ. নঞ্ তৎপুরুষ

উত্তরঃ তৃতীয়া তৎপুরুষ

বিস্তারিত

544. বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. দায়বদ্ধ
  • খ. দামোদর
  • গ. দিগ্ভ্রান্ত
  • ঘ. দাবানল

উত্তরঃ দামোদর

বিস্তারিত

545. অনাদি কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. দ্বিগু
  • গ. বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

546. 'বেতার' কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. অব্যয়ীভাব
  • গ. তৎপুরুষ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

547. 'নিষ্কলঙ্ক' কোন সমাসের দৃষ্টান্ত?

  • ক. অব্যয়ীভাব
  • খ. নঞর্থক বহুব্রীহি
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. অলুক তৎপুরুষ

উত্তরঃ নঞর্থক বহুব্রীহি

বিস্তারিত

548. 'অমিল' এর ব্যাসবাক্য কোনটি?

  • ক. মিল নেই
  • খ. স-মিল
  • গ. ন-মিল
  • ঘ. অ-মিল

উত্তরঃ ন-মিল

বিস্তারিত

549. 'বেওয়ারিশ' কোন সমাস?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. নঞ্ তৎপুরুষ

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

550. 'রোজ রোজ = হররোজ'- সমাসটি কোন অর্থে নিষ্পন্ন?

  • ক. অভাব
  • খ. পৌনঃপুনিকতা
  • গ. নৈকট্য
  • ঘ. সাদৃশ্য

উত্তরঃ পৌনঃপুনিকতা

বিস্তারিত

  • avatar
    Anonymous - 7 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects