কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

1. ইন্টারনেট চালুর বছর-

  • ক. ১৯৫৯
  • খ. ১৯৬৫
  • গ. ১৯৬৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৬৯

বিস্তারিত

2. কম্পিউটার ভাইরাস কি?

  • ক. একটি ক্ষতিকারক জীবাণু
  • খ. একটি ক্ষতিকারক সার্কিট
  • গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
  • ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম

উত্তরঃ একটি ক্ষতিকারক প্রোগ্রাম

বিস্তারিত

3. কোনটি তারবিহীন দ্রুতগ্রতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

  • ক. ওয়াইম্যাক্স
  • খ. সি-মস
  • গ. ব্লু-টুথ
  • ঘ. ব্রডব্রান্ড

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

4. অপটিক্যার ফাইবার (Optical fibre) হচ্ছে-

  • ক. খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল
  • খ. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
  • গ. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
  • ঘ. সূক্ষ্ম প্লাষ্টিক ঘটিত হল

উত্তরঃ খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল

বিস্তারিত

5. কম্পিউটার টু কম্পিউটারের তথ্যে আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-

  • ক. ই-মেইল
  • খ. ইন্টারকম
  • গ. ইন্টারনেট
  • ঘ. টেলিকমিউনিকেশন

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

6. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-

  • ক. ই-মেইল
  • খ. ইন্টারকম
  • গ. ইন্টারনেট
  • ঘ. টেলিগ্রাম

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

7. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

  • ক. RAM
  • খ. ROM
  • গ. হার্ডওয়ার
  • ঘ. সফটওয়্যার

উত্তরঃ ROM

বিস্তারিত

8. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

  • ক. কমপ্যাক, ১৯৮৫
  • খ. এপসন, ১৯৮১
  • গ. আইবিএম, ১৯৮৩
  • ঘ. অ্যাপল, ১৯৭৭

উত্তরঃ এপসন, ১৯৮১

বিস্তারিত

9. কম্পিউটারে কোনটি নেই?

  • ক. স্মৃতি
  • খ. বুদ্ধি
  • গ. দীর্ঘসময় কাজ করার ক্ষমতা
  • ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

উত্তরঃ বুদ্ধি

বিস্তারিত

10. কম্পিউটার ভাইরাস হলো-

  • ক. একধরনের বিশেষ কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
  • খ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
  • গ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
  • ঘ. কম্পিউটারের কোন যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন

উত্তরঃ একধরনের বিশেষ কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট

বিস্তারিত

11. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনট্?

  • ক. অলিভেটি
  • খ. আইবিএম
  • গ. এ্যাপেল ম্যাকিনটশ
  • ঘ. মাইক্রোসফট

উত্তরঃ মাইক্রোসফট

বিস্তারিত

12. ল্যাপটপ হলো একধরনের -

  • ক. পর্বতারোহণ সামগ্রী
  • খ. ছোট কুকুর
  • গ. বাদ্যযন্ত্র
  • ঘ. ছোট কম্পিউটার

উত্তরঃ ছোট কম্পিউটার

বিস্তারিত

13. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় -

  • ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
  • খ. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
  • গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
  • ঘ. কম্পিউটারে তৈরির নক্সা

উত্তরঃ এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

বিস্তারিত

14. 10101111 -এর 1's complement কোনটি?

  • ক. 11111111
  • খ. 00000000
  • গ. 01010000
  • ঘ. 11000011

উত্তরঃ 01010000

বিস্তারিত

16. কোনটি সঠিক নয়?

  • ক. A + O = A
  • খ. A . 1 = A
  • গ. A + A` = 1
  • ঘ. A . A` = 1

উত্তরঃ A . A` = 1

বিস্তারিত

17. এক word কত বিট বিশিষ্ট হয়?

  • ক. 8
  • খ. 16
  • গ. 4
  • ঘ. 2

উত্তরঃ 8

বিস্তারিত

18. কোন ধরনের bus ব্যবহৃত হয় না?

  • ক. address bus
  • খ. input-reader bus
  • গ. dat bus
  • ঘ. control bus

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

20. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ?

  • ক. Windows XP
  • খ. Windows 98
  • গ. MS DOS
  • ঘ. Windows

উত্তরঃ MS DOS

বিস্তারিত

21. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়

  • ক. ভাইরাস ধ্বংসের জন্য
  • খ. খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
  • গ. ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
  • ঘ. ডিস্ক ফরমেট করতে

উত্তরঃ ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে

বিস্তারিত

22. কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?

  • ক. ekhanei.com
  • খ. olx.com
  • গ. google.com
  • ঘ. amazon.com

উত্তরঃ google.com

বিস্তারিত

25. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

  • ক. ফেসবুক
  • খ. টুইটার
  • গ. লিংকড ইন
  • ঘ. উইকিপিডিয়া

উত্তরঃ উইকিপিডিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects