কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

151. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে -

  • ক. পাঞ্চ কার্ড
  • খ. ইন্টিগ্রেটেড সাকির্ট
  • গ. বায়ুশূন্য টিউব
  • ঘ. ট্রানজিস্টার

উত্তরঃ ইন্টিগ্রেটেড সাকির্ট

বিস্তারিত

152. Which one of the following converts scanned text into editable text?

  • ক. Touch screen
  • খ. Image scanner
  • গ. OCR
  • ঘ. OMR

উত্তরঃ OCR

বিস্তারিত

153. ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো -

  • ক. মেগাবাইট
  • খ. গিগাবাইট
  • গ. কিলোবাইট
  • ঘ. টেরাবাইট

উত্তরঃ গিগাবাইট

বিস্তারিত

154. কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?

  • ক. ডেসিবেল
  • খ. অকট্যাল
  • গ. হেক্সাডেসিমেল
  • ঘ. বাইনারী

উত্তরঃ বাইনারী

বিস্তারিত

155. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?

  • ক. মডেম
  • খ. অডিও কার্ড
  • গ. সিম কার্ড
  • ঘ. ভিডিও কার্ড

উত্তরঃ ভিডিও কার্ড

বিস্তারিত

156. কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?

  • ক. বায়োস
  • খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  • গ. রম
  • ঘ. কাপলার

উত্তরঃ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

বিস্তারিত

157. ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?

  • ক. জি-মেইল
  • খ. ইয়াহ মেসেঞ্জার
  • গ. ইউটিউব
  • ঘ. এক্সেল

উত্তরঃ জি-মেইল

বিস্তারিত

158. কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি -

  • ক. অক্টাল
  • খ. দশমিক
  • গ. হেক্সাডেসিমেল
  • ঘ. বাইনারি

উত্তরঃ বাইনারি

বিস্তারিত

159. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?

  • ক. ইনটেল
  • খ. বেল ল্যাব
  • গ. আই বি এম
  • ঘ. মাইক্রোসফট

উত্তরঃ বেল ল্যাব

বিস্তারিত

160. কোনটি গণনা পদ্ধতি নয়?

  • ক. ডেসিমেল
  • খ. বিসিডি
  • গ. হেক্সাডেসিমেল
  • ঘ. অকট্যাল

উত্তরঃ বিসিডি

বিস্তারিত

161. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় -

  • ক. মাউস
  • খ. বাস
  • গ. স্ক্যানার
  • ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে

উত্তরঃ বাস

বিস্তারিত

162. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় -

  • ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
  • খ. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
  • গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
  • ঘ. কম্পিউটার তৈরির নক্সা

উত্তরঃ এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

বিস্তারিত

163. জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?

  • ক. ৬ই এপ্রিল ১৯৪২
  • খ. ১৭ জুন ১৯৪৩
  • গ. ৭ ডিসেম্বর ১৯৪১
  • ঘ. ১৫ জানুয়ারি ১৯৪০

উত্তরঃ ৭ ডিসেম্বর ১৯৪১

বিস্তারিত

164. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

  • ক. RAM
  • খ. ROM
  • গ. হার্ডডিস্ক
  • ঘ. অপারেটিং সিস্টেম

উত্তরঃ ROM

বিস্তারিত

165. ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?

  • ক. সবচেয়ে দরিদ্র ৮টি দেশ
  • খ. সবচেয়ে শিল্পোন্নত ৮টি দেশ
  • গ. সবচেয়ে উন্নত ৮টি দেশ
  • ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ

উত্তরঃ সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ

বিস্তারিত

166. Computer এর মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?

  • ক. অ্যালুমিনিয়াম
  • খ. সিলিকন
  • গ. কোনোটিই নয়
  • ঘ. প্লাস্টিক

উত্তরঃ সিলিকন

বিস্তারিত

167. কম্পিউটারে গণনার একক কোনটি?

  • ক. সেন্টিমিটার
  • খ. বাইট
  • গ. ডেসিবেল
  • ঘ. মিটার

উত্তরঃ বাইট

বিস্তারিত

168. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা -

  • ক. বিল গেটস
  • খ. টিম কুক
  • গ. স্টিভ জবস
  • ঘ. মার্ক জুকারবার্গ

উত্তরঃ মার্ক জুকারবার্গ

বিস্তারিত

169. ওয়েব অর্থ কী?

  • ক. পোশাক
  • খ. ছবি
  • গ. জাল
  • ঘ. মানুষ

উত্তরঃ জাল

বিস্তারিত

170. An approach to business information management that relies on integrated application software to provide date on resources, sales etc. is known as.

  • ক. DHCP
  • খ. DAO
  • গ. CAM
  • ঘ. ERM

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

171. Operating System is a/an

  • ক. Interface
  • খ. Application software
  • গ. Program
  • ঘ. System software

উত্তরঃ System software

বিস্তারিত

172. In MS Power point, which shortcut command is used to make duplicate of a slide?

  • ক. Shift + N
  • খ. Alt + D
  • গ. Ctrl + D
  • ঘ. Ctrl + C

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

173. Which of the following is a utility program?

  • ক. Norton
  • খ. Oracle
  • গ. Ms Word
  • ঘ. Ms Windows

উত্তরঃ Norton

বিস্তারিত

174. Which shortcut key is used in order to select the entire document in word file?

  • ক. Ctrl + E
  • খ. Alt + A
  • গ. Shift + A
  • ঘ. Ctrl + A

উত্তরঃ Ctrl + A

বিস্তারিত

175. Which one of the following is not a picture file extension?

  • ক. .gif
  • খ. .php
  • গ. .jpeg
  • ঘ. .bmp

উত্তরঃ .php

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects