কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

201. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে ?

  • ক. RAM
  • খ. ROM
  • গ. হার্ডওয়্যার
  • ঘ. সফটওয়্যার

উত্তরঃ ROM

বিস্তারিত

202. বাংলা টাইপিং সফটওয়্যার নয় কোনটি?

  • ক. গুগল কিবোর্ড
  • খ. বিজয় কিবোর্ড
  • গ. অভ্র কিবোর্ড
  • ঘ. বিজয় বায়ান্ন

উত্তরঃ গুগল কিবোর্ড

বিস্তারিত

204. কোনটি মিডিয়া?

  • ক. রাউটার
  • খ. অপটিক্যাল ফাইবার
  • গ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  • ঘ. প্রটোকল

উত্তরঃ অপটিক্যাল ফাইবার

বিস্তারিত

206. সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ -

  • ক. নৌচলাচলের বিপদ সংকেত
  • খ. জাহাজ চলাচলের সুবিধা
  • গ. ইন্টারনেট সংযোগ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ইন্টারনেট সংযোগ

বিস্তারিত

207. চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় :

  • ক. রোবেটিক্সে
  • খ. বায়োমেট্রিক্সে
  • গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ
  • ঘ. বায়োইনফরমেটিক্সে

উত্তরঃ বায়োমেট্রিক্সে

বিস্তারিত

209. নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?

  • ক. এমএস ওয়ার্ড
  • খ. উইন্ডোজ
  • গ. লিনাক্স
  • ঘ. ডস

উত্তরঃ এমএস ওয়ার্ড

বিস্তারিত

211. নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস?

  • ক. প্রসেসর
  • খ. হার্ডডিস্ক
  • গ. মনিটর
  • ঘ. মাউস

উত্তরঃ হার্ডডিস্ক

বিস্তারিত

212. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

  • ক. বিন্দ্রা
  • খ. সুলেখা
  • গ. সুতনী
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

213. নিচের কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন?

  • ক. মাইক্রোসফট
  • খ. গুগল
  • গ. জাভা
  • ঘ. নোটপ্যাড

উত্তরঃ গুগল

বিস্তারিত

215. বৈকাল -হ্রদটি কোথায় অবস্থিত?

  • ক. সাইবেরিয়া
  • খ. পানামা
  • গ. ডেনমার্ক
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ সাইবেরিয়া

বিস্তারিত

216. কম্পিউটারের সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল :

  • ক. ইন্ট্রানেট
  • খ. ইন্টারনেট
  • গ. গুগল
  • ঘ. ফায়ারফেক্স

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

219. কোন সন থেকে Facefook চালু হয়?

  • ক. ১৯৯২
  • খ. ২০০০
  • গ. ২০০৪
  • ঘ. ২০০৯

উত্তরঃ ২০০৪

বিস্তারিত

220. Operating System is a/an

  • ক. Device
  • খ. Application software
  • গ. Hardware
  • ঘ. System software

উত্তরঃ System software

বিস্তারিত

221. In MS Office package, which of the following is a series of recorded commands to automate a task?

  • ক. Auditing
  • খ. Outlining
  • গ. Macro
  • ঘ. Status Bar

উত্তরঃ Macro

বিস্তারিত

222. Computer keyboard is also known as -

  • ক. Function Board
  • খ. Control Board
  • গ. Console
  • ঘ. Option Board

উত্তরঃ Console

বিস্তারিত

223. In MS Word, which of the following function keys activates the spell checking?

  • ক. F7
  • খ. F9
  • গ. F11
  • ঘ. Shift + F7

উত্তরঃ F7

বিস্তারিত

224. Which of the following companies launched world's first smartphone?

  • ক. Samsung
  • খ. Apple
  • গ. Blackberry
  • ঘ. IBM

উত্তরঃ IBM

বিস্তারিত

225. Which of the following is not a step in the accounting processs?

  • ক. Identification
  • খ. Verfication
  • গ. Recording
  • ঘ. Communication

উত্তরঃ Verfication

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects