কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

251. H. 323 Protocal সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?

  • ক. File transfer
  • খ. VoIP
  • গ. Data Security
  • ঘ. File download

উত্তরঃ VoIP

বিস্তারিত

255. HTML কখন ব্যবহার করা হয়?

  • ক. গ্রাফিক্স ডিজাইন
  • খ. ওয়েব সাইট ডিজাইন
  • গ. ওয়েব পেইজ ডিজাইনে
  • ঘ. টেবিল ডিজাইনে

উত্তরঃ ওয়েব পেইজ ডিজাইনে

বিস্তারিত

256. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?

  • ক. প্রসেসিং
  • খ. বাইনারি
  • গ. প্রতিনিধিত্বমূলক
  • ঘ. কিলোবাইট

উত্তরঃ বাইনারি

বিস্তারিত

257. Ms word এর কোন মেনুতে Mail mergeকমান্ড থাকে?

  • ক. View
  • খ. Review
  • গ. Mailings
  • ঘ. Page Layout

উত্তরঃ Mailings

বিস্তারিত

258. পেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?

  • ক. Ctrl + P
  • খ. Ctrl + V
  • গ. Ctrl + C
  • ঘ. Ctrl + S

উত্তরঃ Ctrl + V

বিস্তারিত

259. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

  • ক. মনিটর
  • খ. মাউস
  • গ. স্পিকার
  • ঘ. প্রিন্টার

উত্তরঃ মাউস

বিস্তারিত

260. প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?

  • ক. Ctrl +shift
  • খ. Ctrl + P
  • গ. Shift + p
  • ঘ. Alt + p

উত্তরঃ Ctrl + P

বিস্তারিত

261. ইন্টারপ্রেটার হলো -

  • ক. রেকর্ডিং যন্ত্র
  • খ. বাদক যন্ত্র
  • গ. অনুবাদক যন্ত্র
  • ঘ. অনুবাদক যন্ত্র

উত্তরঃ অনুবাদক যন্ত্র

বিস্তারিত

262. All the logical and mathematical calculations are performed by the computer by its :

  • ক. Mother board
  • খ. Memory
  • গ. Hard disk
  • ঘ. CPU

উত্তরঃ CPU

বিস্তারিত

263. Record are composed of - such as name, address and phone number.

  • ক. Fields
  • খ. Bytes
  • গ. Information
  • ঘ. Bits

উত্তরঃ Fields

বিস্তারিত

264. A barcode reader emits -

  • ক. Sounds
  • খ. Commands
  • গ. Lights
  • ঘ. Magnetic field

উত্তরঃ Lights

বিস্তারিত

265. USB stands for :

  • ক. United Serial Bus
  • খ. Universal Strategic Bus
  • গ. Universal Serial Bus
  • ঘ. Uninterupted Strategic Bus

উত্তরঃ Universal Serial Bus

বিস্তারিত

266. Wi-Fi means :

  • ক. Word Wide Web
  • খ. Wireless Fidelity
  • গ. Witeless Friendly
  • ঘ. Wireless Free

উত্তরঃ Wireless Fidelity

বিস্তারিত

267. কম্পিউটারের জনক কে?

  • ক. প্যাসকেল
  • খ. নেপিয়ার
  • গ. ব্যাবেজ
  • ঘ. মুনার

উত্তরঃ ব্যাবেজ

বিস্তারিত

268. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর ‍তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

  • ক. ভয়েস টেলিফোনি
  • খ. মোবাইল টিভি
  • গ. ব্রডব্যান্ড
  • ঘ. ইন্টারনেট সেবা

উত্তরঃ ব্রডব্যান্ড

বিস্তারিত

269. কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?

  • ক. পেন ড্রাইভ
  • খ. ডিভিডি রম ড্রাইভ
  • গ. মডেম
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ মডেম

বিস্তারিত

270. ‘কম্পিউটার মেমোরি’ বলতে কি বুঝায়?

  • ক. কম্পিউটার ব্রেইন
  • খ. তথ্য সংগ্রহের স্থান
  • গ. কম্পিউটার সফটওয়্যার
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ তথ্য সংগ্রহের স্থান

বিস্তারিত

271. কম্পিউটার আবিষ্কার করেন -

  • ক. উইলিয়াম অটবেড
  • খ. ব্রেইন প্যাসকেল
  • গ. হাওয়ার্ড এইকিন
  • ঘ. অ্যাবাকাস

উত্তরঃ হাওয়ার্ড এইকিন

বিস্তারিত

272. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

  • ক. ওয়াইম্যাক্স
  • খ. সি-মস
  • গ. ব্লু - টুথ
  • ঘ. ব্রডব্যান্ড

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

273. কোনটি আউটপুট ডিভাইস?

  • ক. মাইক্রোফেন
  • খ. সিডি ড্রাইভ
  • গ. মনিটর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ মনিটর

বিস্তারিত

274. Which of the followings is an image file name extension?

  • ক. gif
  • খ. docx
  • গ. ppt
  • ঘ. lib

উত্তরঃ gif

বিস্তারিত

275. DSS stands for -

  • ক. Decision support system
  • খ. Decision support software
  • গ. Database support system
  • ঘ. Database support software

উত্তরঃ Decision support system

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects