কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
251. H. 323 Protocal সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
- ক. File transfer
- খ. VoIP
- গ. Data Security
- ঘ. File download
উত্তরঃ VoIP
252. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?
- ক. OMR
- খ. OCR
- গ. MICR
- ঘ. Scanner
উত্তরঃ MICR
253. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
- ক. Interpreter
- খ. Emulator
- গ. Compiler
- ঘ. Simulator
উত্তরঃ Compiler
254. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
- ক. Mouse
- খ. Microphone
- গ. Touch Screen
- ঘ. Printer
উত্তরঃ Touch Screen
- ক. গ্রাফিক্স ডিজাইন
- খ. ওয়েব সাইট ডিজাইন
- গ. ওয়েব পেইজ ডিজাইনে
- ঘ. টেবিল ডিজাইনে
উত্তরঃ ওয়েব পেইজ ডিজাইনে
256. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?
- ক. প্রসেসিং
- খ. বাইনারি
- গ. প্রতিনিধিত্বমূলক
- ঘ. কিলোবাইট
উত্তরঃ বাইনারি
257. Ms word এর কোন মেনুতে Mail mergeকমান্ড থাকে?
- ক. View
- খ. Review
- গ. Mailings
- ঘ. Page Layout
উত্তরঃ Mailings
258. পেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?
- ক. Ctrl + P
- খ. Ctrl + V
- গ. Ctrl + C
- ঘ. Ctrl + S
উত্তরঃ Ctrl + V
260. প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?
- ক. Ctrl +shift
- খ. Ctrl + P
- গ. Shift + p
- ঘ. Alt + p
উত্তরঃ Ctrl + P
261. ইন্টারপ্রেটার হলো -
- ক. রেকর্ডিং যন্ত্র
- খ. বাদক যন্ত্র
- গ. অনুবাদক যন্ত্র
- ঘ. অনুবাদক যন্ত্র
উত্তরঃ অনুবাদক যন্ত্র
262. All the logical and mathematical calculations are performed by the computer by its :
- ক. Mother board
- খ. Memory
- গ. Hard disk
- ঘ. CPU
উত্তরঃ CPU
263. Record are composed of - such as name, address and phone number.
- ক. Fields
- খ. Bytes
- গ. Information
- ঘ. Bits
উত্তরঃ Fields
- ক. Sounds
- খ. Commands
- গ. Lights
- ঘ. Magnetic field
উত্তরঃ Lights
265. USB stands for :
- ক. United Serial Bus
- খ. Universal Strategic Bus
- গ. Universal Serial Bus
- ঘ. Uninterupted Strategic Bus
উত্তরঃ Universal Serial Bus
266. Wi-Fi means :
- ক. Word Wide Web
- খ. Wireless Fidelity
- গ. Witeless Friendly
- ঘ. Wireless Free
উত্তরঃ Wireless Fidelity
268. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
- ক. ভয়েস টেলিফোনি
- খ. মোবাইল টিভি
- গ. ব্রডব্যান্ড
- ঘ. ইন্টারনেট সেবা
উত্তরঃ ব্রডব্যান্ড
269. কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?
- ক. পেন ড্রাইভ
- খ. ডিভিডি রম ড্রাইভ
- গ. মডেম
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ মডেম
270. ‘কম্পিউটার মেমোরি’ বলতে কি বুঝায়?
- ক. কম্পিউটার ব্রেইন
- খ. তথ্য সংগ্রহের স্থান
- গ. কম্পিউটার সফটওয়্যার
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ তথ্য সংগ্রহের স্থান
271. কম্পিউটার আবিষ্কার করেন -
- ক. উইলিয়াম অটবেড
- খ. ব্রেইন প্যাসকেল
- গ. হাওয়ার্ড এইকিন
- ঘ. অ্যাবাকাস
উত্তরঃ হাওয়ার্ড এইকিন
272. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
- ক. ওয়াইম্যাক্স
- খ. সি-মস
- গ. ব্লু - টুথ
- ঘ. ব্রডব্যান্ড
উত্তরঃ ওয়াইম্যাক্স
274. Which of the followings is an image file name extension?
- ক. gif
- খ. docx
- গ. ppt
- ঘ. lib
উত্তরঃ gif
275. DSS stands for -
- ক. Decision support system
- খ. Decision support software
- গ. Database support system
- ঘ. Database support software
উত্তরঃ Decision support system