কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

254. HTML কখন ব্যবহার করা হয়?

  • ক. গ্রাফিক্স ডিজাইন
  • খ. ওয়েব সাইট ডিজাইন
  • গ. ওয়েব পেইজ ডিজাইনে
  • ঘ. টেবিল ডিজাইনে

উত্তরঃ ওয়েব পেইজ ডিজাইনে

বিস্তারিত

255. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?

  • ক. প্রসেসিং
  • খ. বাইনারি
  • গ. প্রতিনিধিত্বমূলক
  • ঘ. কিলোবাইট

উত্তরঃ বাইনারি

বিস্তারিত

256. Ms word এর কোন মেনুতে Mail mergeকমান্ড থাকে?

  • ক. View
  • খ. Review
  • গ. Mailings
  • ঘ. Page Layout

উত্তরঃ Mailings

বিস্তারিত

257. পেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?

  • ক. Ctrl + P
  • খ. Ctrl + V
  • গ. Ctrl + C
  • ঘ. Ctrl + S

উত্তরঃ Ctrl + V

বিস্তারিত

258. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

  • ক. মনিটর
  • খ. মাউস
  • গ. স্পিকার
  • ঘ. প্রিন্টার

উত্তরঃ মাউস

বিস্তারিত

259. প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?

  • ক. Ctrl +shift
  • খ. Ctrl + P
  • গ. Shift + p
  • ঘ. Alt + p

উত্তরঃ Ctrl + P

বিস্তারিত

260. ইন্টারপ্রেটার হলো -

  • ক. রেকর্ডিং যন্ত্র
  • খ. বাদক যন্ত্র
  • গ. অনুবাদক যন্ত্র
  • ঘ. অনুবাদক যন্ত্র

উত্তরঃ অনুবাদক যন্ত্র

বিস্তারিত

261. All the logical and mathematical calculations are performed by the computer by its :

  • ক. Mother board
  • খ. Memory
  • গ. Hard disk
  • ঘ. CPU

উত্তরঃ CPU

বিস্তারিত

262. Record are composed of - such as name, address and phone number.

  • ক. Fields
  • খ. Bytes
  • গ. Information
  • ঘ. Bits

উত্তরঃ Fields

বিস্তারিত

263. A barcode reader emits -

  • ক. Sounds
  • খ. Commands
  • গ. Lights
  • ঘ. Magnetic field

উত্তরঃ Lights

বিস্তারিত

264. USB stands for :

  • ক. United Serial Bus
  • খ. Universal Strategic Bus
  • গ. Universal Serial Bus
  • ঘ. Uninterupted Strategic Bus

উত্তরঃ Universal Serial Bus

বিস্তারিত

265. Wi-Fi means :

  • ক. Word Wide Web
  • খ. Wireless Fidelity
  • গ. Witeless Friendly
  • ঘ. Wireless Free

উত্তরঃ Wireless Fidelity

বিস্তারিত

266. কম্পিউটারের জনক কে?

  • ক. প্যাসকেল
  • খ. নেপিয়ার
  • গ. ব্যাবেজ
  • ঘ. মুনার

উত্তরঃ ব্যাবেজ

বিস্তারিত

267. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর ‍তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

  • ক. ভয়েস টেলিফোনি
  • খ. মোবাইল টিভি
  • গ. ব্রডব্যান্ড
  • ঘ. ইন্টারনেট সেবা

উত্তরঃ ব্রডব্যান্ড

বিস্তারিত

268. কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?

  • ক. পেন ড্রাইভ
  • খ. ডিভিডি রম ড্রাইভ
  • গ. মডেম
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ মডেম

বিস্তারিত

269. ‘কম্পিউটার মেমোরি’ বলতে কি বুঝায়?

  • ক. কম্পিউটার ব্রেইন
  • খ. তথ্য সংগ্রহের স্থান
  • গ. কম্পিউটার সফটওয়্যার
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ তথ্য সংগ্রহের স্থান

বিস্তারিত

270. কম্পিউটার আবিষ্কার করেন -

  • ক. উইলিয়াম অটবেড
  • খ. ব্রেইন প্যাসকেল
  • গ. হাওয়ার্ড এইকিন
  • ঘ. অ্যাবাকাস

উত্তরঃ হাওয়ার্ড এইকিন

বিস্তারিত

271. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

  • ক. ওয়াইম্যাক্স
  • খ. সি-মস
  • গ. ব্লু - টুথ
  • ঘ. ব্রডব্যান্ড

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

272. কোনটি আউটপুট ডিভাইস?

  • ক. মাইক্রোফেন
  • খ. সিডি ড্রাইভ
  • গ. মনিটর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ মনিটর

বিস্তারিত

273. Which of the followings is an image file name extension?

  • ক. gif
  • খ. docx
  • গ. ppt
  • ঘ. lib

উত্তরঃ gif

বিস্তারিত

274. DSS stands for -

  • ক. Decision support system
  • খ. Decision support software
  • গ. Database support system
  • ঘ. Database support software

উত্তরঃ Decision support system

বিস্তারিত

275. What is LINUX?

  • ক. Malware
  • খ. Operating System
  • গ. Application Program
  • ঘ. Firmware

উত্তরঃ Operating System

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects