কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
326. কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরনের মেমোরি?
- ক. প্রাথমিক মেমোরি
- খ. চার্জ কাপল মেমোরি
- গ. প্রধান মেমোরি
- ঘ. সহায়ক মেমোরি
উত্তরঃ সহায়ক মেমোরি
327. নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
- ক. Ununtu
- খ. Mac OS
- গ. iOS
- ঘ. A ও C দুটোই
উত্তরঃ Ununtu
328. কোনটি ‘এপ্লিকেশন সফটওয়ার’?
- ক. Power Point
- খ. MS Windows-98
- গ. LINUX
- ঘ. MS-DOS
উত্তরঃ Power Point
- ক. World Wide Work
- খ. Wor Wait Web
- গ. World Way Work
- ঘ. World Wide Web
উত্তরঃ World Wide Web
332. Wi-Fi means -
- ক. Wireless Friendly
- খ. Wireless Fidelity
- গ. Wireless Free
- ঘ. World Wide Web
উত্তরঃ Wireless Fidelity
- ক. মার্ক জুকারবার্গ
- খ. রেইড হকম্যান
- গ. জাওয়াদুল করিম
- ঘ. জ্যাক ডর্সি
উত্তরঃ জ্যাক ডর্সি
335. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি?
- ক. ctrl + shift
- খ. ctrl + p
- গ. shift + p
- ঘ. alt + p
উত্তরঃ ctrl + p
336. WAN এর পূর্ণ রূপ কি?
- ক. World Area Network
- খ. Wide Area Network
- গ. Wild Area Network
- ঘ. White Area Network
উত্তরঃ Wide Area Network
337. SMS এর পূর্ণরূপ কী?
- ক. Short Message Service
- খ. Short Mail Service
- গ. Simple Message Service
- ঘ. Simple Mail Service
উত্তরঃ Short Message Service
338. ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি?
- ক. Wireless Fidelity
- খ. Wireless Fertility
- গ. Wireless Field
- ঘ. Wireless Function
উত্তরঃ Wireless Fidelity
339. CPU এর প্রধান অংশ নয় কোনটি?
- ক. মেমোরি
- খ. নিয়ন্ত্রণ ইউনিট
- গ. অপারেটিং সিস্টেম
- ঘ. গাণিতিক যু্ক্তি ইউনিট
উত্তরঃ অপারেটিং সিস্টেম
- ক. অন্ধকার
- খ. মারা যাওয়া
- গ. অচলাবস্থা
- ঘ. তালাবদ্ধ
উত্তরঃ অচলাবস্থা
341. Windows কী?
- ক. Programming Language
- খ. Antivirus Software
- গ. Operating System
- ঘ. Data Storage Device
উত্তরঃ Operating System
342. কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
- ক. ন্যানো সেকেন্ড
- খ. ঘণ্টা
- গ. মিনিট
- ঘ. সেকেন্ড
উত্তরঃ ন্যানো সেকেন্ড
343. Ms Word এ Copy করার শর্টকার্ট কমান্ড কোনটি?
- ক. Ctrl + P
- খ. Ctrl + V
- গ. Ctrl + C
- ঘ. Alt + C
উত্তরঃ Ctrl + C
344. Mail merge কোন ধরনের সফটওয়্যার দিয়ে করা যায়?
- ক. Ms Word
- খ. Ms Excel
- গ. Ms powrer point
- ঘ. Ms outtook
উত্তরঃ Ms Word
345. HTML কি কাজে ব্যবহার করা হয়?
- ক. গ্রাফিক্স ডিজাইনে
- খ. ওয়েবসাইট ডিজাইনে
- গ. টেবিল ডিজাইনে
- ঘ. চার্ট ডিজাইনে
উত্তরঃ ওয়েবসাইট ডিজাইনে
346. নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট?
- ক. ফেসবুক
- খ. ইউটিউব
- গ. টুইটার
- ঘ. ইন্সটাগ্রাম
উত্তরঃ ইউটিউব
- ক. Control panel
- খ. Shift & Control
- গ. Calender
- ঘ. Writes
উত্তরঃ Control panel
348. মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
- ক. মডেম
- খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
- গ. হার্ড ডিস্ক
- ঘ. রাউটার
উত্তরঃ রাউটার
350. সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?
- ক. মার্ক জুকারবার্গ
- খ. বিল গেটস
- গ. এন্ডি গ্রোভ
- ঘ. গর্ডন ই-মূর
উত্তরঃ মার্ক জুকারবার্গ