কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
376. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
- ক. পুনরাবৃত্তিমুলক কাজ
- খ. গাণিতিক কাজ
- গ. হিসাবরক্ষণ কাজ
- ঘ. প্রতিবেদন প্রণয়ন
উত্তরঃ পুনরাবৃত্তিমুলক কাজ
377. নিচের কোনটি Programmable system?
- ক. Computer
- খ. Telivision
- গ. Radio
- ঘ. Photocopying Machine
উত্তরঃ Computer
378. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
- ক. ড. জন মউসলিকে
- খ. প্রেসপার একটিকে
- গ. হলারিধকে
- ঘ. চার্লস ব্যাবেজকে
উত্তরঃ চার্লস ব্যাবেজকে
379. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
- ক. ENIAC
- খ. EDVAC
- গ. UNIVAC
- ঘ. IBM
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
380. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
- ক. ইউনিভ্যাক
- খ. এনিয়াক
- গ. পিডিপি
- ঘ. এডস্যাক
উত্তরঃ ইউনিভ্যাক
381. IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার-
- ক. PDP-1
- খ. Mark-1
- গ. Intel 4004
- ঘ. IBM system 360
উত্তরঃ IBM system 360
- ক. পর্বতারোহণ সামগ্রী
- খ. ছোট কুকুর
- গ. বাদ্যযন্ত্র
- ঘ. ছোট কম্পিউটার
উত্তরঃ ছোট কম্পিউটার
383. পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?
- ক. কোমপ্যাক, ১৯৮৫
- খ. এপসন, ১৯৮১
- গ. আই.বি.এম, ১৯৮৩
- ঘ. অ্যাপল কম্পিউটার, ১৯৭৭
উত্তরঃ এপসন, ১৯৮১
384. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত
- ক. যুক্তরাষ্ট্রে
- খ. যুক্তরাজ্যে
- গ. জাপানে
- ঘ. কানাডায়
উত্তরঃ যুক্তরাষ্ট্রে
385. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
- ক. আইবিএম-৩৬০ সিরিজ
- খ. আইবিএম-১৬২০ সিরিজ
- গ. আইবিএম-১৬০০ সিরিজ
- ঘ. আইবিএম- ৪৩০০ সিরিজ
উত্তরঃ আইবিএম-১৬২০ সিরিজ
386. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
- ক. অলিভেট
- খ. আইবিএম
- গ. এ্যাপেল ম্যাকিনটোশ
- ঘ. মাইক্রোসফট
উত্তরঃ মাইক্রোসফট
387. বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী কে?
- ক. বিল গেটস
- খ. সেমুর ক্রে
- গ. উইলিয়াম ইংলিশ
- ঘ. জর্জ বোলে
উত্তরঃ বিল গেটস
388. বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
- ক. কম্পিউটার জগৎ
- খ. আইটিকম
- গ. কম্পিউটার বিচিত্রা
- ঘ. কম্পিউটার নিউজ
উত্তরঃ কম্পিউটার জগৎ
389. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
- ক. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
- খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
- গ. হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
- ঘ. সফটওয়্যার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
390. কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-
- ক. স্মৃতি অংশ
- খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
- গ. শক্ত ধাতব অংশ
- ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ শক্ত ধাতব অংশ
391. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
- ক. মনিটর
- খ. আউটপুট
- গ. হার্ডওয়্যার
- ঘ. সফটওয়্যার
উত্তরঃ হার্ডওয়্যার
393. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
- ক. মাউস
- খ. বাস
- গ. স্ক্যানার
- ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
উত্তরঃ বাস
394. উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
- ক. ইনপুট
- খ. আউটপুট
- গ. পাওয়ার সাপ্লাই
- ঘ. ডেটাবেস
উত্তরঃ ডেটাবেস
395. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলা হয়-
- ক. মাদারবোর্ড
- খ. লজিক ইউনিট
- গ. মনিটর
- ঘ. কন্ট্রোল ইউনিট
উত্তরঃ মাদারবোর্ড
396. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
- ক. কন্ট্রোল ইউনিট
- খ. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
- গ. গাণিতিক ইউনিট
- ঘ. যুক্তি বর্তনী ইউনিট
উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
397. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
- ক. গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ ও অংশের সমন্বয়ে
- খ. স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
- গ. অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
- ঘ. অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তরঃ অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
399. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
- ক. স্মৃতি
- খ. নির্গমন পথ
- গ. যুক্ত বর্তনী
- ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
- ক. মেমোরি
- খ. হার্ড ডিক্স
- গ. বায়োস
- ঘ. মাইক্রো প্রসেসর
উত্তরঃ মাইক্রো প্রসেসর