কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

401. কম্পিউটারের প্রধান মেমরি-

  • ক. মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে
  • খ. মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
  • গ. মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
  • ঘ. সিপিইউ এর ভেতরে থাকে

উত্তরঃ মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে

বিস্তারিত

402. কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-

  • ক. সত্য
  • খ. মিথ্যা
  • গ. দুটোই হতে পারে
  • ঘ. কোনটিই সত্য নয়

উত্তরঃ মিথ্যা

বিস্তারিত

404. কম্পিউটার এর RAM হচ্ছে/ RAM in computer stands for

  • ক. Readily avilable memory
  • খ. Random access memory
  • গ. Read access memory
  • ঘ. Reading access memory

উত্তরঃ Random access memory

বিস্তারিত

405. CD পুরো লিখলে কি হয়?

  • ক. Control Disc
  • খ. Colour Disc
  • গ. Compact Disc
  • ঘ. Computer Disc

উত্তরঃ Compact Disc

বিস্তারিত

406. ফ্লপি ডিস্ক হচ্ছে-

  • ক. একটি পরিবাহী স্মৃতি
  • খ. একটি প্রধান স্মৃতি
  • গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
  • ঘ. একটি শুধু গঠন স্মৃতি

উত্তরঃ হার্ডডিস্কের চেয়ে ছোট

বিস্তারিত

407. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-

  • ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
  • খ. যে সব অংশ মুদ্রায়িত অস্থায় থাকে
  • গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
  • ঘ. কম্পিউটার তৈরির নক্সা

উত্তরঃ এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

বিস্তারিত

408. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-

  • ক. সফটওয়্যার
  • খ. প্রোগ্রাম
  • গ. অপারেটিং সিস্টেম
  • ঘ. হার্ডওয়ার

উত্তরঃ প্রোগ্রাম

বিস্তারিত

409. সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?

  • ক. এপ্লিকেশন প্রোগ্রাম
  • খ. লোটাস
  • গ. ফাইল মেকার
  • ঘ. সিস্টেম সফটওয়্যার

উত্তরঃ সিস্টেম সফটওয়্যার

বিস্তারিত

410. কোনটি অপারেটিং সিস্টেম?

  • ক. বেসিক
  • খ. উইন্ডোজ-২০০০
  • গ. কোবল
  • ঘ. কোয়াট্রোপ্রো

উত্তরঃ উইন্ডোজ-২০০০

বিস্তারিত

411. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-

  • ক. অবজেক্ট প্রোগ্রাম
  • খ. কম্পাইলার
  • গ. ডেটাবেস
  • ঘ. এসেম্বলি

উত্তরঃ এসেম্বলি

বিস্তারিত

412. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন

  • ক. উচ্চতর ভাষায়
  • খ. প্যাকেজের ভাষায়
  • গ. মেশিনের ভাষায়
  • ঘ. এসেম্বলি ভাষায়

উত্তরঃ মেশিনের ভাষায়

বিস্তারিত

413. ১ বাইটে বিটের সংখ্যা কত?

  • ক. ১০
  • খ. ৮
  • গ. ৬
  • ঘ. ৪

উত্তরঃ

বিস্তারিত

414. One kilobyte is/ এক কিলোবাইটে বিটের সংখ্যা-

  • ক. 512 byte
  • খ. 1000 byte
  • গ. 1024 byte
  • ঘ. 1048576 byte

উত্তরঃ 1024 byte

বিস্তারিত

415. কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?

  • ক. ১০০০ ´ ১০০০
  • খ. ১০২৪ ´১০২৪
  • গ. ১০৩২ ´১০৩২
  • ঘ. ১০০ ´১০০

উত্তরঃ ১০২৪ ´১০২৪

বিস্তারিত

417. কম্পিউটার ভাইরাস কি?

  • ক. এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
  • খ. কম্পিউটার সার্কিটে জমা ময়লা
  • গ. কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশন
  • ঘ. একধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে "Short Circuit" সৃষ্টি

উত্তরঃ এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম

বিস্তারিত

418. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে?

  • ক. ২৬ এপ্রিল, ১৯৯৮
  • খ. ২৬ মে, ১৯৯৮
  • গ. ২৬ এপ্রিল, ১৯৯৯
  • ঘ. ২৬ মে, ১৯৯৯

উত্তরঃ ২৬ এপ্রিল, ১৯৯৯

বিস্তারিত

419. Y-2K বাগ কি?

  • ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
  • খ. ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
  • গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
  • ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম

উত্তরঃ ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ

বিস্তারিত

421. Y2K- তে K মানে-

  • ক. শত
  • খ. হাজার
  • গ. দশ হাজার
  • ঘ. লক্ষ

উত্তরঃ হাজার

বিস্তারিত

422. 'হার্ডডিস্ক' মাপার একক হল-

  • ক. মেগাবাইট
  • খ. গিগাবাইট
  • গ. কিলোবাইট
  • ঘ. টেরাবাইট

উত্তরঃ গিগাবাইট

বিস্তারিত

423. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-

  • ক. উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
  • খ. উন্নত মুদ্রণ যন্ত্র
  • গ. অনুবাদক প্রোগ্রাম
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা

বিস্তারিত

425. The word LAN is related to

  • ক. Air traffic control
  • খ. Fertilizer factory
  • গ. Bridge design
  • ঘ. Atomic reactor

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects