কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
479. কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূ্ল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়েছে?
- ক. মেইনফ্রেম
- খ. মাইক্রো কম্পিউটার
- গ. মাইক্রোপ্রসেসর
- ঘ. সুপার কম্পিউটার
উত্তরঃ মাইক্রো কম্পিউটার
480. CPU এর পূর্ণরূপ -
- ক. Central Performance Unit
- খ. Control Processing Unit
- গ. Central Processing Unit
- ঘ. Control Performance Unit
উত্তরঃ Central Processing Unit
481. প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে বলা হয় -
- ক. কন্ট্রোল
- খ. এএলইউ
- গ. রেজিস্টার
- ঘ. ক্যাশ মেমোরি
উত্তরঃ এএলইউ
483. নিচের কোনটি ইনপুট এবং আউটপুট দুটোই?
- ক. মনিটর
- খ. ওয়েব ক্যাস
- গ. জয় স্টিক
- ঘ. নেটওয়ার্ক কার্ড
উত্তরঃ নেটওয়ার্ক কার্ড
484. ----- is an essential part of any backup system.
- ক. Filter
- খ. recovery
- গ. security
- ঘ. scalability
উত্তরঃ recovery
486. একটি লজিক গেট এর আউটপুট (1) হয় যখন এর সব ইনপুট (0) থাকে এই গেইটটি -
- ক. NAND
- খ. NOR
- গ. OR
- ঘ. AND
উত্তরঃ NAND
- ক. Personal Area Network
- খ. Public Area Network
- গ. Private Area Network
- ঘ. Protocol Area Network
উত্তরঃ Personal Area Network
490. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে -
- ক. ৩টি অংশ
- খ. ৪টি অংশ
- গ. ৫টি অংশ
- ঘ. ৬টি অংশ
উত্তরঃ ৩টি অংশ
491. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
- ক. ড. স্যামুয়্যেল হাস্ট
- খ. মার্টিন কুপার
- গ. স্টিভ জবস
- ঘ. বিল গেটস
উত্তরঃ স্টিভ জবস
492. বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে?
- ক. জাতীয় পরিচয় পত্র
- খ. পাসপোর্ট
- গ. ব্যাংকের চেকবই
- ঘ. সবগুলোতেই ব্যবহৃত হচ্ছে
উত্তরঃ ব্যাংকের চেকবই
494. কোন ই-মেইলে BCC এর অর্থ কি?
- ক. Blind carbon copy
- খ. blank carbon
- গ. bold carbon copy
- ঘ. bright carbon copy
উত্তরঃ Blind carbon copy
495. বিশ্বে সর্বপ্রথম ৫জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. চীন
- গ. জাপান
- ঘ. রাশিয়া
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
496. কোন সালে @ কে ই-মেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেওয়া হয়?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৬
- গ. ১৯৮০
- ঘ. ১৯৮৪
উত্তরঃ ১৯৭২
- ক. Sample Mail Transfer Protocol
- খ. Simple Mail Transfer Protocol
- গ. Signal Mail Transfer Protocol
- ঘ. Signall Mail Transfer Protocol
উত্তরঃ Simple Mail Transfer Protocol
500. স্প্রেডশিট, এম এস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য?
- ক. Microsoft
- খ. IBM
- গ. Apple
- ঘ. Dell
উত্তরঃ Microsoft